নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিসিবি সভাপতির প্রতি সরকারের চাপ, পরিচালকদের প্রকাশ্য অনাস্থা। ফারুক আহমেদের অনড় অবস্থান থাকলেও জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাদের মনোনীত পরিচালক কোটা থেকে তাঁকে বাদ দিয়েছে। এর মধ্য দিয়ে বিসিবির সভাপতি পদে ফারুকের টিকে থাকার লড়াই প্রায় শেষ।
বিসিবি সূত্রে জানা গেছে, আজ বিকেল ৪টায় বোর্ড সভা আহ্বান করা হয়েছে। এই সভাকে ঘিরে বেড়েছে সভা আয়োজনের কার্যনির্বাহী কমিটির ব্যস্ততা। নামাজের পরই বিসিবির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা ও বোর্ড পরিচালকরা সভাস্থলে পৌঁছাবেন। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
সূত্র জানায়, এনএসসি কোটায় মনোনয়ন পাওয়া সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের কাউন্সিলরশিপ গতকালই গ্রহণ করেছে বিসিবির কার্যনির্বাহী পরিষদ। ক্রীড়া পরিষদ কোটার কাউন্সিলর হিসেবে বুলবুল এখন বোর্ড পরিচালকের দায়িত্ব পালনে বৈধতা পেয়েছেন। ফলে আজকের বোর্ড সভায় নতুন পরিচালক হিসেবে যোগ দিয়ে তিনি পরিচালকদের ভোটে বিসিবি সভাপতি নির্বাচিত হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন।
এর আগে গতকাল রাতেই ফারুক আহমেদকে অপসারণের প্রক্রিয়া শুরুর আগেই এনএসসি থেকে আমিনুলকে বিসিবির কাউন্সিলর হিসেবে চিঠি পাঠানো হয়। রাতেই অনলাইন সভার মাধ্যমে বিসিবি পরিচালকরা তাঁর কাউন্সিলরশিপ অনুমোদন করেন। সাবেক এই অধিনায়ককে নিয়ে বিসিবি সভাপতির দৌড়ে কয়েক দিন ধরেই আলোচনা চলছিল। তবে এত দিন তিনি বিসিবির কাউন্সিলর ছিলেন না। বিসিবিতে ক্রীড়া পরিষদের মোট পাঁচ কাউন্সিলর থাকেন, যেখান থেকে দুজন পরিচালক মনোনীত হন। আগের কাউন্সিলর হাবিবুর রহমানকে সরিয়ে সেখানে এনএসসি আমিনুলকে মনোনয়ন দিয়েছে।
এদিকে দুই দিন আগে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাসায় বৈঠকে বসেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেখানে তাঁকে দায়িত্ব থেকে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়। তবে ফারুক সাফ জানিয়েছিলেন, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন না।
সব মিলিয়ে আজকের বোর্ড সভায় আমিনুল ইসলাম বুলবুলের বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা। ফারুক জানিয়েছেন, আগামীকাল সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন তিনি।
বিসিবি সভাপতির প্রতি সরকারের চাপ, পরিচালকদের প্রকাশ্য অনাস্থা। ফারুক আহমেদের অনড় অবস্থান থাকলেও জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাদের মনোনীত পরিচালক কোটা থেকে তাঁকে বাদ দিয়েছে। এর মধ্য দিয়ে বিসিবির সভাপতি পদে ফারুকের টিকে থাকার লড়াই প্রায় শেষ।
বিসিবি সূত্রে জানা গেছে, আজ বিকেল ৪টায় বোর্ড সভা আহ্বান করা হয়েছে। এই সভাকে ঘিরে বেড়েছে সভা আয়োজনের কার্যনির্বাহী কমিটির ব্যস্ততা। নামাজের পরই বিসিবির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা ও বোর্ড পরিচালকরা সভাস্থলে পৌঁছাবেন। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
সূত্র জানায়, এনএসসি কোটায় মনোনয়ন পাওয়া সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের কাউন্সিলরশিপ গতকালই গ্রহণ করেছে বিসিবির কার্যনির্বাহী পরিষদ। ক্রীড়া পরিষদ কোটার কাউন্সিলর হিসেবে বুলবুল এখন বোর্ড পরিচালকের দায়িত্ব পালনে বৈধতা পেয়েছেন। ফলে আজকের বোর্ড সভায় নতুন পরিচালক হিসেবে যোগ দিয়ে তিনি পরিচালকদের ভোটে বিসিবি সভাপতি নির্বাচিত হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন।
এর আগে গতকাল রাতেই ফারুক আহমেদকে অপসারণের প্রক্রিয়া শুরুর আগেই এনএসসি থেকে আমিনুলকে বিসিবির কাউন্সিলর হিসেবে চিঠি পাঠানো হয়। রাতেই অনলাইন সভার মাধ্যমে বিসিবি পরিচালকরা তাঁর কাউন্সিলরশিপ অনুমোদন করেন। সাবেক এই অধিনায়ককে নিয়ে বিসিবি সভাপতির দৌড়ে কয়েক দিন ধরেই আলোচনা চলছিল। তবে এত দিন তিনি বিসিবির কাউন্সিলর ছিলেন না। বিসিবিতে ক্রীড়া পরিষদের মোট পাঁচ কাউন্সিলর থাকেন, যেখান থেকে দুজন পরিচালক মনোনীত হন। আগের কাউন্সিলর হাবিবুর রহমানকে সরিয়ে সেখানে এনএসসি আমিনুলকে মনোনয়ন দিয়েছে।
এদিকে দুই দিন আগে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাসায় বৈঠকে বসেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেখানে তাঁকে দায়িত্ব থেকে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়। তবে ফারুক সাফ জানিয়েছিলেন, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন না।
সব মিলিয়ে আজকের বোর্ড সভায় আমিনুল ইসলাম বুলবুলের বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা। ফারুক জানিয়েছেন, আগামীকাল সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে আবারও আলোচনায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা। আগামী বৃহস্পতিবার ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে হওয়ার কথা এসিসির বার্ষিক সাধারণ সভা। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, রাজনৈতিক-কূটনৈতিক কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং এসিসির আরও কিছু সদস্য বোর্ড...
২ ঘণ্টা আগেনারী অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। ফিরতি দেখায় অবশ্য তা ছাপিয়ে যেতে পারেনি। তবে ব্যবধানটা বড়ই থেকেছে। পিটার বাটলারের দল মাঠ ছেড়েছে ৫-০ গোলে জয়ের তৃপ্তি নিয়ে। এই জয়ে শিরোপার আরও কাছে চলে গেল বাংলাদেশ। সোমবার শেষ ম্যাচে নেপালের বিপক্ষে...
৩ ঘণ্টা আগেকোচ পিটার বাটলার থাকতে চাইছেন পরীক্ষা-নিরীক্ষার মধ্যে। তাই আজ শ্রীলঙ্কার বিপক্ষেও পূর্ণশক্তির একাদশ সাজাননি তিনি। প্রথমার্ধে বরাবরের মতো ঠিকই মিলেছে গোলের দেখা। বসুন্ধরা অনুশীলন মাঠে বাংলাদেশ বিরতিতে গেছে ২-০ গোলে এগিয়ে থেকে।
৪ ঘণ্টা আগেমিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে কাল সন্ধ্যায়। প্রতি সিরিজ-টুর্নামেন্টে দর্শকদের জন্য বিশেষ নির্দেশাবলি থাকে আয়োজকদের। তবে এবার যেন দর্শকদের নিয়মকানুন নিয়ে একটু বেশিই গুরুত্ব দিচ্ছে বিসিবি। দর্শকদের জন্য নিয়ম যথেষ্ট কড়া করেছে। স্টেডিয়ামে দর্শক
৪ ঘণ্টা আগে