Ajker Patrika

সাকিবদের খুব সহজেই উড়িয়ে দিল কিউইরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

চেন্নাইয়ে হাসি-খুশি চনমনে কেন উইলিয়ামসন ও সাকিব আল হাসানকে দেখে গিয়েছিল ম্যাচের শুরুতে। এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ম্যাচ শেষেও উইলিয়ামসনদের মুখে সে হাসি লেগেই ছিল; কিন্তু কেড়ে নিয়েছেন সাকিবদের হাসি। ব্যাটিং-বোলিংয়ে দাপট দেখিয়ে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড।

লকি ফার্গুসন-ট্রেন্ট বোল্টদের তোপ দাগানো বোলিংয়ে ৯ উইকেটে ২৪৫ রান করেছিল বাংলাদেশ দল। ইনিংসে মুশফিকুর রহিমের ফিফটি, মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিবের দুটি ইনিংসই আছে বলার মতো। বাংলাদেশ যখন ব্যাটিং করছিল, তখন মনে হচ্ছিল—বোলিং সহায়ক উইকেট, কঠিন সংগ্রাম করছেন ব্যাটাররা! কিন্তু কিউইরা যখন ব্যাটিংয়ে নামল, তখন সেই ধারণা অমূলকই মনে হলো। 

৪২.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ২৪৮ রান করে ফেলে নিউজিল্যান্ড। লম্বা সময় পর ব্যাটিং ব্যাটিংয়ে নেমে ৭৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন উইলিয়ামসন। যদিও তাঁকে আউট করতে পারেননি বাংলাদেশের বোলাররা। দলের স্কোর ২০০ হলে স্বেচ্ছায় অবসরে যান কিউই অধিনায়ক। 

৬৭ বলে ৮৯ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন ড্যারিল মিচেল। ইনিংসে ছিল ৪টি ছক্কা ও ৬টি চারের বাউন্ডারি। গ্লেন ফিলিপসকে সঙ্গে নিয়ে দলকে জয় এনে দেন মিচেল। ১১ বলে ১৬ রান আসে ফিলিপসের ব্যাট থেকে। এর আগে ডেভন কনওয়ে খেলেছিলেন ৪৫ রানের এক ইনিংস। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন সাকিব ও মোস্তাফিজুর রহমান।

বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে নিজেদের রেকর্ড অক্ষুণ্নই রাখলেন কিউইরা। এ নিয়ে ওয়ানডে বিশ্বকাপে ষষ্ঠ জয় পেয়েছে তারা। কোনো ম্যাচে হারেনি বাংলাদেশের বিপক্ষে। সব মিলিয়ে এই বিশ্বকাপে ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের পর বাংলাদেশের বিপক্ষে দাপুটে জয় পেল নিউজিল্যান্ড। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেও তারা।

টস ভাগ্যে জিতে উইলিয়ামসন ফেরার শুরুটাও হলো দারুণ। সুযোগ পেয়ে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন কিউই অধিনায়ক। ইনিংসের প্রথম বলে ট্রেন্ট বোল্ট সাফল্যও এনে দিয়েছেন দলকে। লেংথের ইনসুইং বল বুঝেই উঠতে পারেননি লিটন দাস। ব্যাট দিয়ে খুঁচিয়ে বল পাঠালেন ফাইন লেগে।

ম্যাট হেনরির ক্যাচে ‘গোল্ডেন ডাক’ ড্রেসিংরুমে ফিরেছেন লিটন। ওপেনিংয়ে নেমে ইনিংসের প্রথম বলে এ নিয়ে দ্বিতীয়বার আউট হয়েছেন এই ওপেনার। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে আউট হয়েছিলেন ইনিংসের প্রথম বলে। সব মিলিয়ে ওয়ানডে ক্যারিয়ারে লিটনের এটি ১২তম ডাক।

আরেক ওপেনার তানজিদ হাসান তামিমও শুরু থেকে নড়বড়ে ছিলেন। চারটা বাউন্ডারিও মেরেছিলেন। কিন্তু যখনই থিতু হচ্ছিলেন, তখন উইকেট দিয়ে ফিরেছেন। অষ্টম ওভারের শেষ বলে লকি ফার্গুসনের শিকার হয়েছেন তানজিদ তামিম। ১৭ বলে ১৬ রান করে স্কয়ার লেগে ডেভন কনওয়েকে ক্যাচ দিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।

তিন নম্বরে নেমে দারুণ শুরু করেছিলেন মেহেদী হাসান মিরাজ। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে একই জায়গায় নেমে ফিফটি করেছিলেন এই অলরাউন্ডার। কিন্তু এই ম্যাচে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি মিরাজ। ফার্গুসনের বলে পুল শট খেলতে গিয়ে ডিপ ফাইন লেগে হেনরিকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। ৪৬ বলে ৩০ রান আসে তাঁর ব্যাট থেকে। এরপর ১৩তম ওভারে গ্লেন ফিলিপসের বলে কনওয়েকে ক্যাচ দিয়ে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। ৭ রান এসেছে তাঁর ব্যাট থেকে।

১২.১ ওভারে ৫৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। পঞ্চম উইকেটে সাকিব ও মুশফিকের জুটিতে দারুণভাবে প্রাথমিক চাপ সামলিয়ে উঠছিল বাংলাদেশ। ২৮তম ওভারের প্রথম বলে ফার্গুসনকে চার মেরে এবারের বিশ্বকাপের টানা দুই ফিফটি করেন মুশফিক। সব মিলিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ৪৮তম ফিফটি তাঁর।

ধীর গতিতে শুরু করা সাকিবও আগ্রাসী হয়ে ওঠেন। ২৯তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে রাচিন রবীন্দ্রকে ছক্কা ও চার মারেন সাকিব। বাংলাদেশ অধিনায়ক একটু বেশি আগ্রাসী হতে গিয়েই যেন উইকেটটা হারিয়েছেন। ৩০তম ওভারের চতুর্থ বলে ফার্গুসনের লাফিয়ে ওঠা বল ছক্কা মারেন সাকিব। পরের বলে আবারও শট খেলতে গিয়েছিলেন। কিন্তু টপ এজ হয়ে ফাইন লেগ বরাবর দৌড়ে গিয়ে দুর্দান্ত ক্যাচ ধরেন কিউই উইকেটরক্ষক টম লাথাম। ৫১ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪০ রান করেন বাংলাদেশ অধিনায়ক। পঞ্চম উইকেটে সাকিব-মুশফিকের জুটিটা ছিল ১০৮ বলে ৯৬ রানের।

হেনরির বলে বোল্ড হয়ে ফেরেন মুশফিক। ৭৫ বলে ৬৬ রান আসে তাঁর ব্যাট থেকে। ইনিংসে ছিল ৬টি চার ও দুটি ছক্কা। ৩৫.৫ ওভারে ১৭৫ রানেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। তবে শেষ দিকে দারুণ দুটি কার্যকরী ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ ও তাসকিন আহমেদ। ১৯ বলে ১৭ রান করে আউট হন তাসকিন। দুটি করে ছক্কা ও চারের বাউন্ডারিতে ৪৯ বলে ৪১ রানে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ। এর সৌজন্যে ৯ উইকেটে ২৪৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে ফার্গুসন ৩টি, ২টি করে উইকেট নিয়েছেন বোল্ট ও হেনরি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত