Ajker Patrika

পাকিস্তানের অন্য রকম ‘ডাবল সেঞ্চুরি’, বাংলাদেশ কোথায়

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ২০: ১২
পাকিস্তানের অন্য রকম ‘ডাবল সেঞ্চুরি’, বাংলাদেশ কোথায়

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এশিয়া কাপে আজ সুপার ফোরের ম্যাচে খেলছে বাংলাদেশ-পাকিস্তান। এই ম্যাচ দিয়ে এক মাইলফলক স্পর্শ করেছে পাকিস্তান।

ঘরের মাঠে ওয়ানডেতে এই নিয়ে ২০০তম ম্যাচ খেলছে পাকিস্তান। মাইলফলকের এই ম্যাচে দুর্দান্ত খেলছে বাবর আজমের দল। ৩৮.৪ ওভারে ১৯২ রানে বাংলাদেশকে গুটিয়ে দিয়েছে পাকিস্তান। সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন হারিস রউফ। নাসিম শাহ নিয়েছেন ৩ উইকেট। ১টি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি, ফাহিম আশরাফ ও ইফতিখার আহমেদ। ওয়ানডেতে ঘরের মাঠে পাকিস্তান জিতেছে ১২৫ ম্যাচ, হেরেছে ৬৮ ম্যাচ।

নবম দল হিসেবে ঘরের মাঠে ২০০ ওয়ানডে খেলার রেকর্ড গড়ল পাকিস্তান। পাকিস্তানের পরে এই তালিকায় দশম স্থানে আছে বাংলাদেশ। ঘরের মাঠে বাংলাদেশ এখন পর্যন্ত খেলেছে ১৯৩ ম্যাচ। ৮৮ ম্যাচ জিতেছে ও হেরেছে ১০২ ম্যাচে। পাকিস্তানের আগে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে—এই আটটি দল ঘরের মাঠে ম্যাচের ‘ডাবল সেঞ্চুরি’ করে ফেলেছে। ৪৫২ ম্যাচ খেলে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা ভারত, ইংল্যান্ড ঘরের মাঠে খেলেছে ৩৬০ ও ৩৩১ ম্যাচ।

ওয়ানডেতে ঘরের মাঠে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ডও অস্ট্রেলিয়ার। ২৯১ ম্যাচ জিতেছে অজিরা। এ তালিকাতেও অস্ট্রেলিয়ার পরে আছে ভারত। ঘরের মাঠে ভারত জিতেছে ২১৪ ম্যাচ। দ্বিতীয় ও চতুর্থ স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড ঘরের মাঠে ওয়ানডেতে জিতেছে ১৯৪ ও ১৯১ ম্যাচ। তবে এই তালিকায় বাংলাদেশের চেয়ে পিছিয়ে জিম্বাবুয়ে। নিজেদের মাঠে জিম্বাবুয়ে জিতেছে ৭৫ ওয়ানডে। 

ঘরের মাঠে ওয়ানডেতে সর্বোচ্চ ম্যাচ:
অস্ট্রেলিয়া: ৪৫২ 
ভারত: ৩৬০ 
ইংল্যান্ড: ৩৩১ 
নিউজিল্যান্ড: ৩২৮ 
শ্রীলঙ্কা: ২৮৭ 
দক্ষিণ আফ্রিকা: ২৮১ 
ওয়েস্ট ইন্ডিজ: ২৭৮ 
জিম্বাবুয়ে: ২৩৬ 
পাকিস্তান: ২০০ 
বাংলাদেশ: ১৯১

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত