ফিটনেসের কারণে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে অনিশ্চিত ছিলেন কেমার রোচ। কিন্তু টেস্ট শুরুর আগের দিন ফিটনেস টেস্টে উতরে গিয়ে দলে জায়গা পেলেন এই অভিজ্ঞ ক্যারিবীয় পেসার। রোচ দলে ফেরায় জেসন হোল্ডার, শ্যানন গ্যাব্রিয়েল না থাকায় পেস আক্রমণের ঘাটতি কিছুটা কাটিয়ে উঠল ওয়েস্ট ইন্ডিজ।
সারের হয়ে ইংলিশ কাউন্টি খেলার সময় চোট পেয়েছিলেন রোচ। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, চোট থেকে পুরোপুরি সেরে উঠেছে এবং ফিটনেস পরীক্ষায় উতরে গেছেন এই পেসার।
আজ থেকে আন্টিগায় শুরু হতে যাচ্ছে সিরিজের প্রথম টেস্ট। এর কদিন আগেই স্কোয়াড ঘোষণা করেছিল উইন্ডিজ। তখনই তারা জানিয়েছিল, ফিটনেস টেস্টে উতরে গেলে দলে ঢুকবেন রোচ। ৭২ টেস্টে ২৪২ উইকেট নেওয়া এই পেসার বর্তমান সময়ের ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে সফল ও অভিজ্ঞ বোলার।
বাংলাদেশের বিপক্ষে রোচ আরও বেশি বিপজ্জনক। টেস্টে তাঁর সেরা দুটি বোলিং ফিগারই বাংলাদেশের বিপক্ষে। প্রথমবার গ্রেনেডায় ৪৮ রান খরচায় নিয়েছিলেন ৬ উইকেট। আর দ্বিতীয়বার এই আন্টিগায় ৮ রানে ৫ উইকেট। বিশেষ এই আন্টিগা টেস্টে বাংলাদেশের ৪৩ রানের ভয়াল স্মৃতি রোচের ওই পারফরম্যান্সের সৌজন্যেই ৷
এমন একজন পেসারকে শেষ সময়ে দলে পেয়ে কোচ ফিল সিমন্সও উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘এটা দারুণ ব্যাপার, সে টেস্টের জন্য ফিট হয়েছে। তরুণদের জন্য সে সব সময়ই প্রেরণাদায়ক। প্রায় আড়াই শ টেস্ট উইকেট তার। শুধু মাঠের ভেতরে নয়, ড্রেসিং রুমেও সে দারুণ ভূমিকা রাখে। তাকে দলে পেয়ে আমরা খুবই খুশি।’
ফিটনেসের কারণে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে অনিশ্চিত ছিলেন কেমার রোচ। কিন্তু টেস্ট শুরুর আগের দিন ফিটনেস টেস্টে উতরে গিয়ে দলে জায়গা পেলেন এই অভিজ্ঞ ক্যারিবীয় পেসার। রোচ দলে ফেরায় জেসন হোল্ডার, শ্যানন গ্যাব্রিয়েল না থাকায় পেস আক্রমণের ঘাটতি কিছুটা কাটিয়ে উঠল ওয়েস্ট ইন্ডিজ।
সারের হয়ে ইংলিশ কাউন্টি খেলার সময় চোট পেয়েছিলেন রোচ। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, চোট থেকে পুরোপুরি সেরে উঠেছে এবং ফিটনেস পরীক্ষায় উতরে গেছেন এই পেসার।
আজ থেকে আন্টিগায় শুরু হতে যাচ্ছে সিরিজের প্রথম টেস্ট। এর কদিন আগেই স্কোয়াড ঘোষণা করেছিল উইন্ডিজ। তখনই তারা জানিয়েছিল, ফিটনেস টেস্টে উতরে গেলে দলে ঢুকবেন রোচ। ৭২ টেস্টে ২৪২ উইকেট নেওয়া এই পেসার বর্তমান সময়ের ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে সফল ও অভিজ্ঞ বোলার।
বাংলাদেশের বিপক্ষে রোচ আরও বেশি বিপজ্জনক। টেস্টে তাঁর সেরা দুটি বোলিং ফিগারই বাংলাদেশের বিপক্ষে। প্রথমবার গ্রেনেডায় ৪৮ রান খরচায় নিয়েছিলেন ৬ উইকেট। আর দ্বিতীয়বার এই আন্টিগায় ৮ রানে ৫ উইকেট। বিশেষ এই আন্টিগা টেস্টে বাংলাদেশের ৪৩ রানের ভয়াল স্মৃতি রোচের ওই পারফরম্যান্সের সৌজন্যেই ৷
এমন একজন পেসারকে শেষ সময়ে দলে পেয়ে কোচ ফিল সিমন্সও উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘এটা দারুণ ব্যাপার, সে টেস্টের জন্য ফিট হয়েছে। তরুণদের জন্য সে সব সময়ই প্রেরণাদায়ক। প্রায় আড়াই শ টেস্ট উইকেট তার। শুধু মাঠের ভেতরে নয়, ড্রেসিং রুমেও সে দারুণ ভূমিকা রাখে। তাকে দলে পেয়ে আমরা খুবই খুশি।’
ছেলেদের ফুটবলে ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও সবশেষ শিরোপা জিতেছে ২০০২ সালে। পরের ২৪ বছরে বলার মতো সাফল্য বলতে ২০১৯ কোপা আমেরিকার শিরোপা জয়। ছেলেদের ফুটবলে ব্রাজিল যেখানে ধুঁকছে, সেখানে তাদের নারী ফুটবলাররা খেলছেন দাপট দেখিয়ে। উরুগুয়েকে বিধ্বস্ত করে ফের নারী কোপা আমেরিকার ফাইনালে উঠল
৩৭ মিনিট আগেবাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন জাতীয় দলে গত ডিসেম্বরে যুক্ত হওয়ার পর গত আট মাসে মুদ্রার দুটি পিঠই দেখে ফেলেছেন। জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতায় সালাহ উদ্দীন সমালোচিত হয়েছেন। অথচ ঘরোয়া ক্রিকেটের সাফল্যে তিনি এত দিন শুধু প্রশংসা পেয়ে অভ্যস্ত ছিলেন। এসব নিয়েই গতকাল মাস্কো...
১ ঘণ্টা আগেবাংলাদেশের হয়ে ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। এ যাত্রায় তাঁদের সঙ্গ দিয়েছেন কলকাতার দুজন সাঁতারু। চার জন মিলে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে সময় লেগেছে ১২ ঘণ্টা ১০ মিনিট।
১৩ ঘণ্টা আগেসাকিব-মাশরাফিদের সৌজন্যে বাংলাদেশ ক্রিকেট হামাগুড়ি থেকে উঠে দাঁড়াতে শিখেছে। শিখেছে দৌড়াতে। ‘পঞ্চপাণ্ডব’ বাংলাদেশকে নিয়ে গেছেন ভিন্ন উচ্চতায়। তাঁদের সবার ক্যারিয়ার প্রায় শেষ। মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে। মুশফিকুর রহিম খেলছেন শুধু
১৩ ঘণ্টা আগে