ফিটনেসের কারণে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে অনিশ্চিত ছিলেন কেমার রোচ। কিন্তু টেস্ট শুরুর আগের দিন ফিটনেস টেস্টে উতরে গিয়ে দলে জায়গা পেলেন এই অভিজ্ঞ ক্যারিবীয় পেসার। রোচ দলে ফেরায় জেসন হোল্ডার, শ্যানন গ্যাব্রিয়েল না থাকায় পেস আক্রমণের ঘাটতি কিছুটা কাটিয়ে উঠল ওয়েস্ট ইন্ডিজ।
সারের হয়ে ইংলিশ কাউন্টি খেলার সময় চোট পেয়েছিলেন রোচ। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, চোট থেকে পুরোপুরি সেরে উঠেছে এবং ফিটনেস পরীক্ষায় উতরে গেছেন এই পেসার।
আজ থেকে আন্টিগায় শুরু হতে যাচ্ছে সিরিজের প্রথম টেস্ট। এর কদিন আগেই স্কোয়াড ঘোষণা করেছিল উইন্ডিজ। তখনই তারা জানিয়েছিল, ফিটনেস টেস্টে উতরে গেলে দলে ঢুকবেন রোচ। ৭২ টেস্টে ২৪২ উইকেট নেওয়া এই পেসার বর্তমান সময়ের ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে সফল ও অভিজ্ঞ বোলার।
বাংলাদেশের বিপক্ষে রোচ আরও বেশি বিপজ্জনক। টেস্টে তাঁর সেরা দুটি বোলিং ফিগারই বাংলাদেশের বিপক্ষে। প্রথমবার গ্রেনেডায় ৪৮ রান খরচায় নিয়েছিলেন ৬ উইকেট। আর দ্বিতীয়বার এই আন্টিগায় ৮ রানে ৫ উইকেট। বিশেষ এই আন্টিগা টেস্টে বাংলাদেশের ৪৩ রানের ভয়াল স্মৃতি রোচের ওই পারফরম্যান্সের সৌজন্যেই ৷
এমন একজন পেসারকে শেষ সময়ে দলে পেয়ে কোচ ফিল সিমন্সও উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘এটা দারুণ ব্যাপার, সে টেস্টের জন্য ফিট হয়েছে। তরুণদের জন্য সে সব সময়ই প্রেরণাদায়ক। প্রায় আড়াই শ টেস্ট উইকেট তার। শুধু মাঠের ভেতরে নয়, ড্রেসিং রুমেও সে দারুণ ভূমিকা রাখে। তাকে দলে পেয়ে আমরা খুবই খুশি।’
ফিটনেসের কারণে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে অনিশ্চিত ছিলেন কেমার রোচ। কিন্তু টেস্ট শুরুর আগের দিন ফিটনেস টেস্টে উতরে গিয়ে দলে জায়গা পেলেন এই অভিজ্ঞ ক্যারিবীয় পেসার। রোচ দলে ফেরায় জেসন হোল্ডার, শ্যানন গ্যাব্রিয়েল না থাকায় পেস আক্রমণের ঘাটতি কিছুটা কাটিয়ে উঠল ওয়েস্ট ইন্ডিজ।
সারের হয়ে ইংলিশ কাউন্টি খেলার সময় চোট পেয়েছিলেন রোচ। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, চোট থেকে পুরোপুরি সেরে উঠেছে এবং ফিটনেস পরীক্ষায় উতরে গেছেন এই পেসার।
আজ থেকে আন্টিগায় শুরু হতে যাচ্ছে সিরিজের প্রথম টেস্ট। এর কদিন আগেই স্কোয়াড ঘোষণা করেছিল উইন্ডিজ। তখনই তারা জানিয়েছিল, ফিটনেস টেস্টে উতরে গেলে দলে ঢুকবেন রোচ। ৭২ টেস্টে ২৪২ উইকেট নেওয়া এই পেসার বর্তমান সময়ের ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে সফল ও অভিজ্ঞ বোলার।
বাংলাদেশের বিপক্ষে রোচ আরও বেশি বিপজ্জনক। টেস্টে তাঁর সেরা দুটি বোলিং ফিগারই বাংলাদেশের বিপক্ষে। প্রথমবার গ্রেনেডায় ৪৮ রান খরচায় নিয়েছিলেন ৬ উইকেট। আর দ্বিতীয়বার এই আন্টিগায় ৮ রানে ৫ উইকেট। বিশেষ এই আন্টিগা টেস্টে বাংলাদেশের ৪৩ রানের ভয়াল স্মৃতি রোচের ওই পারফরম্যান্সের সৌজন্যেই ৷
এমন একজন পেসারকে শেষ সময়ে দলে পেয়ে কোচ ফিল সিমন্সও উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘এটা দারুণ ব্যাপার, সে টেস্টের জন্য ফিট হয়েছে। তরুণদের জন্য সে সব সময়ই প্রেরণাদায়ক। প্রায় আড়াই শ টেস্ট উইকেট তার। শুধু মাঠের ভেতরে নয়, ড্রেসিং রুমেও সে দারুণ ভূমিকা রাখে। তাকে দলে পেয়ে আমরা খুবই খুশি।’
কারিয়ারে প্রথম নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে এসে কাঁপিয়ে দিচ্ছেন মারুফা আক্তার। বিশেষ করে, নতুন বলে তাঁকে খেলতে ব্যাটারদের রীতিমতো হিমশিম খেতে হয়। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে বাংলাদেশের যখন জয়ের কোনো বিকল্প নেই, তখন মারুফাকে নিয়ে দূর হলো দুশ্চিন্তা।
৩২ মিনিট আগেনতুন যুগের ওয়ানডে শুরুটা ভারতের জন্য হয়েছে ভুলে যাওয়ার মতোই। পার্থে আজ ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডেতে এমনিতেই দফায় দফায় বাগড়া দিয়েছে বৃষ্টি। উপরন্তু সেই ম্যাচটা ডাকওয়ার্থ লুইস এন্ড স্টার্ন (ডিএলএস) ভারত ৭ উইকেটে হেরেছে অস্ট্রেলিয়ার কাছে। হেরে শুবমান গিল এমন এক রেকর্ডে নাম লিখিয়েছেন, যা তিনি হয়তো নি
১ ঘণ্টা আগেমিরপুরের পিচে যতই কালো জাদু থাকুক, সেই পিচে ২০৭ রান করে চোখ বুজে থাকার কোনো উপায় নেই। উপরন্তু সেই ম্যাচে প্রতিপক্ষ দলের উদ্বোধনী জুটিতে যখন ৫১ রান আসে, তখন দুশ্চিন্তা বেড়ে যায় আপনাআপনি। কিন্তু রিশাদ হোসেন তাঁর লেগস্পিন ভেলকিতে গতকাল প্রথম ওয়ানডেতে কুপোকাত করলেন ওয়েস্ট ইন্ডিজকে।
২ ঘণ্টা আগেবাংলাদেশের জার্সিতে অধিনায়ক হিসেবে রেকর্ডটা মোটেও সুখকর নয় মেহেদী হাসান মিরাজের। তাঁর নেতৃত্বে ১১ ওয়ানডের মধ্যে বাংলাদেশ জিতেছে কেবল দুটি ম্যাচ। পরিসংখ্যানগত হিসাব বাদ দিলেও তাঁর নেতৃত্বগুণ নিয়ে চলছে সমালোচনা। বিশেষ করে, সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজে ভরাডুবির পর আরও বেশি সমালোচিত হচ্ছেন তিনি।
৪ ঘণ্টা আগে