Ajker Patrika

প্রস্তুতি ম্যাচেই লিটন পেলেন ভবিষ্যতের বার্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ জুন ২০২২, ১২: ৫৯
প্রস্তুতি ম্যাচেই লিটন পেলেন ভবিষ্যতের বার্তা

ওয়েস্ট ইন্ডিজের প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসান না থাকায় প্রস্তুতি ম্যাচের নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। আজ বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হয়েছে। 

টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ইনিংসের শুরুটা ভালো হয়নি সফরকারীদের। উদ্বোধনী ব্যাটার মাহমুদুল হাসান জয় রানের খাতা খোলার আগেই ফেরেন শূন্য রানে। 

দ্বিতীয় উইকেটের জুটিতে তামিম ইকবালের সঙ্গে ব্যাটিং করছেন নাজমুল হোসেন শান্ত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২৬ রান। তামিম ইকবাল ১২ ও নাজমুল হোসেন শান্ত ১৩ রানে অপরাজিত আছেন। 

বাংলাদেশের স্কোয়াড: 
তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, রেজাউর রহমান রাজা, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, ইবাদত হোসেন, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত