অনেক দিন ধরেই শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) সঙ্গে দ্বন্দ্ব চলছিল ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহের। সেই দ্বন্দ্বের জেরেই আজ মন্ত্রিসভায় নিজের পদ হারালেন তিনি। তাঁকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।
বরখাস্ত হওয়ার আগে জীবনসংশয়ের ঝুঁকিতে আছেন এমন অভিযোগ এনে শ্রীলঙ্কার পার্লামেন্টে ভাষণ দিয়েছিলেন রানাসিংহে। তিনি বলেছিলেন, ‘ক্রিকেট বোর্ড পরিচ্ছন্ন করতে চাওয়ার জন্য আমাকে হত্যা করা হতে পারে। এমনটা আশঙ্কা করছি। আমাকে যদি রাস্তায় হত্যা করা হয় তাহলে প্রেসিডেন্ট এবং তাঁর চিফ অব স্টাফ দায়ী থাকবেন।’
এমন অভিযোগ আনার কয়েক ঘণ্টার মধ্যেই বরখাস্ত হলেন রানাসিংহে। বরখাস্তের বিষয়ে এখন পর্যন্ত তিনি কোনো কিছু না জানালেও খবরটির সত্যতা নিশ্চিত করেছে তাঁর অফিস। শুধু মন্ত্রিত্ব নয়, সরকারের অন্যান্য পদও হারিয়েছেন ৪৮ বছর বয়সী রানাসিংহে।
এসএলসির সঙ্গে প্রকাশ্যে দ্বন্দ্বের জেরেই রানাসিংহের এই পরিণতি হয়েছে। অনেক দিন ধরেই বোর্ডের সঙ্গে তাঁর দ্বন্দ্ব চলছিল। বিশ্বকাপের ব্যর্থতায় সেটা আরও চরমে উঠে। এই সুযোগ নিয়ে কিছু কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে এসএলসিকে ভেঙে দিয়েছিলেন তিনি।
পরে অন্তর্বর্তীকালীন কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছিলেন ১৯৯৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে। যদিও পরের দিনই কমিটির কার্যক্রম স্থগিত করে দেন শ্রীলঙ্কার আদালত। তবে রানাসিংহের এই অযাচিত হস্তক্ষেপের কারণে পরে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে পেতে হয় বড় শাস্তি। তাদের নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি।
অনেক দিন ধরেই শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) সঙ্গে দ্বন্দ্ব চলছিল ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহের। সেই দ্বন্দ্বের জেরেই আজ মন্ত্রিসভায় নিজের পদ হারালেন তিনি। তাঁকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।
বরখাস্ত হওয়ার আগে জীবনসংশয়ের ঝুঁকিতে আছেন এমন অভিযোগ এনে শ্রীলঙ্কার পার্লামেন্টে ভাষণ দিয়েছিলেন রানাসিংহে। তিনি বলেছিলেন, ‘ক্রিকেট বোর্ড পরিচ্ছন্ন করতে চাওয়ার জন্য আমাকে হত্যা করা হতে পারে। এমনটা আশঙ্কা করছি। আমাকে যদি রাস্তায় হত্যা করা হয় তাহলে প্রেসিডেন্ট এবং তাঁর চিফ অব স্টাফ দায়ী থাকবেন।’
এমন অভিযোগ আনার কয়েক ঘণ্টার মধ্যেই বরখাস্ত হলেন রানাসিংহে। বরখাস্তের বিষয়ে এখন পর্যন্ত তিনি কোনো কিছু না জানালেও খবরটির সত্যতা নিশ্চিত করেছে তাঁর অফিস। শুধু মন্ত্রিত্ব নয়, সরকারের অন্যান্য পদও হারিয়েছেন ৪৮ বছর বয়সী রানাসিংহে।
এসএলসির সঙ্গে প্রকাশ্যে দ্বন্দ্বের জেরেই রানাসিংহের এই পরিণতি হয়েছে। অনেক দিন ধরেই বোর্ডের সঙ্গে তাঁর দ্বন্দ্ব চলছিল। বিশ্বকাপের ব্যর্থতায় সেটা আরও চরমে উঠে। এই সুযোগ নিয়ে কিছু কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে এসএলসিকে ভেঙে দিয়েছিলেন তিনি।
পরে অন্তর্বর্তীকালীন কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছিলেন ১৯৯৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে। যদিও পরের দিনই কমিটির কার্যক্রম স্থগিত করে দেন শ্রীলঙ্কার আদালত। তবে রানাসিংহের এই অযাচিত হস্তক্ষেপের কারণে পরে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে পেতে হয় বড় শাস্তি। তাদের নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি।
শ্রীলঙ্কা সফর ওয়ানডে ও টেস্ট সিরিজ হার। তবে টি-টোয়েন্টি সিরিজ জিতে শেষটা রাঙিয়েছে বাংলাদেশ দল। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে কাল থেকে লিটন দাসরা নতুন টি-টোয়েন্টি শুরু জয়ের অভিযানে নামবেন পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ তো এই সিরিজে আগে রাখছেন বাংলাদেশকেই। নিজেদের
৪ মিনিট আগেওপেনিংয়ে ব্যাটিং করতে সাকিব আল হাসানকে দেখা যায় না বললেই চলে। তবে ম্যাক্সসিক্সটিন ক্যারিবিয়ান টি-টেন লিগে ওপেনিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালালেন এই অলরাউন্ডার। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে জয়ের দেখা পেল তাঁর দল মায়ামি ব্লেইজ। টানা দুই হারের পর গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসকে ১৩ রানে হারিয়েছে মায়ামি।
৩৪ মিনিট আগে২১ মাস পর জাতীয় দলে ফিরেছেন নাঈম শেখ। শ্রীলঙ্কা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে থাকলেও সুযোগ পেয়েছেন কেবল একটি ম্যাচে। পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার সুযোগ পান তিনি। সেটিও উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিকের হঠাৎ অসুস্থতার কারণে। পরিকল্পনায় তাঁর থাকার কথা ছিল পাঁচ নম্বরে,
৩ ঘণ্টা আগেবলার মতো নামের লম্বা সারি নেই। এই মুহূর্তে আছেন শুধু রিশাদ হোসেন। লেগ স্পিনের গুরুত্ব বুঝতেও বেশ সময় লেগেছে বাংলাদেশের। সাবেক কোচ রাসেল ডোমিঙ্গো-চন্ডিকা হাথুরুসিংহে একরকম মরুভূমিতেই যেন লেগ স্পিনের গাছ ফলাতে চাইলেন। মাঝেমধ্যে আবার কেউ এলেও থিতু হতে পারেননি।
৪ ঘণ্টা আগে