ক্রীড়া ডেস্ক
পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ জবাব দিচ্ছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে প্রোটিয়াদের ৩৫৮ রানের বিপরীতে আজ দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ২৪২ রান তুলেছে লঙ্কানরা। স্বাগতিকদের চেয়ে ১১৬ রানে পিছিয়ে থেকে কাল আবারও মাঠে নামবে অতিথিরা।
দলকে সুবিধাজনক অবস্থায় রেখে কিছুটা আক্ষেপ নিয়ে ফেরেন শ্রীলঙ্কান ওপেনার পাতুম নিসাঙ্কা। ৮৯ রানে বোল্ড হন কেশভ মহারাজের বলে। ১৫৭ বলের ইনিংসে মেরেছেন ১১টি চার ও ১টি ছক্কা। ফেরেন সেঞ্চুরির আক্ষেপ নিয়ে। দিমুথ করুনারত্নে ও নিসাঙ্কা ওপেনিং জুটিতে তোলেন ৪১ রান। ২০ রানে কাগিসো রাবাদার শিকার হন করুনারত্নে।
দ্বিতীয় উইকেটে দিনেশ চান্দিমালকে সঙ্গে নিয়ে ১০৯ রানের দারুণ এক জুটি গড়েন নিসাঙ্কা। ৪৪ রানে চান্দিমালকে ফিরিয়ে ড্যান পিটারসন ব্রেক-থ্রু এনে দেন প্রোটিয়াদের। দলীয় ১৫০ রানে তৃতীয় উইকেট হারায় লঙ্কানরা। তারপর অ্যাঞ্জেলো ম্যাথুস ও নিসাঙ্কা দলের রান বাড়াতে থাকেন। সেঞ্চুরির পথে হাঁটছিলেন নিসাঙ্কা। কিন্তু দলীয় ১৯৯ রানে এই ওপেনার আউট হলে ভাঙে ৪৯ রানের জুটি।
চতুর্থ উইকেটে কামিন্দু মেন্ডিসকে নিয়ে ৪৩ রানে জুটিতে দিন পার করেছেন ম্যাথুস। কামিন্দু ৩০ ও ম্যাথুস ৪০ রানে অপরাজিত আছেন। দক্ষিণ আফ্রিকার রাবাদা, পিটারসন ও মহারাজ একটি করে উইকেট নিয়েছেন।
তার আগে ৩৫৮ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস। আগের দিনের ৭ উইকেটে ২৬৯ রান থেকে আজ আবার ব্যাটিংয়ে নামে তারা। বাকি তিন উইকেটে যোগ করেন ৮৯ রান। ৪৮ রানে অপরাজিত থাকা কাইল ভেরেইনে তুলে নিয়েছেন সেঞ্চুরি। ৭ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৩৩ বলে ১২টি চার ও ৩টি ছক্কায় ১০৫ রানে অপরাজিত থাকেন তিনি। শ্রীলঙ্কার লাহিরু কুমারা নিয়েছেন ৪ উইকেট। ৩টি উইকেট নিয়েছেন আসিতা ফার্নান্দো।
পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ জবাব দিচ্ছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে প্রোটিয়াদের ৩৫৮ রানের বিপরীতে আজ দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ২৪২ রান তুলেছে লঙ্কানরা। স্বাগতিকদের চেয়ে ১১৬ রানে পিছিয়ে থেকে কাল আবারও মাঠে নামবে অতিথিরা।
দলকে সুবিধাজনক অবস্থায় রেখে কিছুটা আক্ষেপ নিয়ে ফেরেন শ্রীলঙ্কান ওপেনার পাতুম নিসাঙ্কা। ৮৯ রানে বোল্ড হন কেশভ মহারাজের বলে। ১৫৭ বলের ইনিংসে মেরেছেন ১১টি চার ও ১টি ছক্কা। ফেরেন সেঞ্চুরির আক্ষেপ নিয়ে। দিমুথ করুনারত্নে ও নিসাঙ্কা ওপেনিং জুটিতে তোলেন ৪১ রান। ২০ রানে কাগিসো রাবাদার শিকার হন করুনারত্নে।
দ্বিতীয় উইকেটে দিনেশ চান্দিমালকে সঙ্গে নিয়ে ১০৯ রানের দারুণ এক জুটি গড়েন নিসাঙ্কা। ৪৪ রানে চান্দিমালকে ফিরিয়ে ড্যান পিটারসন ব্রেক-থ্রু এনে দেন প্রোটিয়াদের। দলীয় ১৫০ রানে তৃতীয় উইকেট হারায় লঙ্কানরা। তারপর অ্যাঞ্জেলো ম্যাথুস ও নিসাঙ্কা দলের রান বাড়াতে থাকেন। সেঞ্চুরির পথে হাঁটছিলেন নিসাঙ্কা। কিন্তু দলীয় ১৯৯ রানে এই ওপেনার আউট হলে ভাঙে ৪৯ রানের জুটি।
চতুর্থ উইকেটে কামিন্দু মেন্ডিসকে নিয়ে ৪৩ রানে জুটিতে দিন পার করেছেন ম্যাথুস। কামিন্দু ৩০ ও ম্যাথুস ৪০ রানে অপরাজিত আছেন। দক্ষিণ আফ্রিকার রাবাদা, পিটারসন ও মহারাজ একটি করে উইকেট নিয়েছেন।
তার আগে ৩৫৮ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস। আগের দিনের ৭ উইকেটে ২৬৯ রান থেকে আজ আবার ব্যাটিংয়ে নামে তারা। বাকি তিন উইকেটে যোগ করেন ৮৯ রান। ৪৮ রানে অপরাজিত থাকা কাইল ভেরেইনে তুলে নিয়েছেন সেঞ্চুরি। ৭ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৩৩ বলে ১২টি চার ও ৩টি ছক্কায় ১০৫ রানে অপরাজিত থাকেন তিনি। শ্রীলঙ্কার লাহিরু কুমারা নিয়েছেন ৪ উইকেট। ৩টি উইকেট নিয়েছেন আসিতা ফার্নান্দো।
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে