Ajker Patrika

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডেও

আপডেট : ০২ মে ২০২৩, ১৪: ২৭
বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডেও

বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের সিরিজে চলছে বৃষ্টির খেলা। দুটো ওয়ানডেই ভেসে গেছে বৃষ্টিতে।

কলম্বোর পি সারা ওভালে বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ হওয়ার কথা ছিল। খেলা তো দূরে থাক, প্রবল বৃষ্টিতে টসই হয়নি এই ম্যাচের। দুটো ওয়ানডে পরিত্যক্ত হওয়ায় তৃতীয় ওয়ানডে হয়ে গেছে সিরিজ নির্ধারণী। পরশু একই মাঠে সিরিজের শেষ ওয়ানডে। বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

এর আগে শনিবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-শ্রীলঙ্কা। টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। ৩৬.৪ ওভারে ৬ উইকেটে ১৫২ রান করে লঙ্কানরা। এরপর মুষলধারে বৃষ্টি হওয়ায় এখানেই শেষ হয়ে যায় প্রথম ওয়ানডে। লঙ্কান ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেন আতাপাত্তু। ৩৭ বলে ৪৭ রান করেন লঙ্কান অধিনায়ক। আর বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন নাহিদা আক্তার।

ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। ৯, ১১, ১২ মে হবে তিনটি টি-টোয়েন্টি। তিনটি ম্যাচই হবে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

অদৃশ্য শর্তে বাংলাদেশের জন্য ট্রাম্পের ১৫% শুল্ক ছাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত