ঢাকা: ভারতে করোনার ভয়াবহতায় অনিশ্চয়তার মুখে পড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কাল অবশ্য আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বোর্ড সভা শেষে স্বস্তির খবরই পেয়েছেন সৌরভরা। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বিশ্বকাপ নিজেদের দেশে রাখার ব্যাপারে আরও কিছুদিন সময় চেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। করোনা পরিস্থিতি পর্যালোচনা করতে ভারতকে ২৮ জুন পর্যন্ত সময় দিয়েছে আইসিসি।
ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাল এক বোর্ড সভায় বসে আইসিসি। ২০২৩ সালের পরের চক্রে ক্রিকেটের সূচি কেমন হতে পারে, এসব ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নিয়েও একটা সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছিল। তবে আপাতত ভারতের করোনা পরিস্থিতির উপর চোখ রাখছে আইসিসি।
কয়েক দিন ধরে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা একটু কমেছে। এতেই আশার আলো দেখছে বিসিসিআই। আইসিসির বোর্ড সভা শেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলিও আশার কথা শুনিয়ে বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে আমাদের ২৮ জুন পর্যন্ত সময় দিয়েছে আইসিসি।’ সৌরভরা আশা করছেন, অক্টোবরের দিকে পরিস্থিতি স্বাভাবিক হবে।
অক্টোবরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ওপর নির্ভর করছে ভারতে বিশ্বকাপ হওয়া না হওয়া। বোর্ডের এক সদস্যও বলেছেন সেই কথা, ‘বিসিসিআইকে সময় দেওয়ার ব্যাপারে একমত ছিলেন আইসিসির প্রায় প্রত্যেক সদস্যই। যদি আগামী মাসের মধ্যে পরিস্থিতি ঠিক হয় তাহলে বিশ্বকাপ হবে ভারতে।’ তবে পরিস্থিতি স্বাভাবিক না হলে সংযুক্ত আরব আমিরাতে সম্ভাব্য ভেন্যু হতে পারে জানিয়েছেন এই সদস্য।
ঢাকা: ভারতে করোনার ভয়াবহতায় অনিশ্চয়তার মুখে পড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কাল অবশ্য আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বোর্ড সভা শেষে স্বস্তির খবরই পেয়েছেন সৌরভরা। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বিশ্বকাপ নিজেদের দেশে রাখার ব্যাপারে আরও কিছুদিন সময় চেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। করোনা পরিস্থিতি পর্যালোচনা করতে ভারতকে ২৮ জুন পর্যন্ত সময় দিয়েছে আইসিসি।
ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাল এক বোর্ড সভায় বসে আইসিসি। ২০২৩ সালের পরের চক্রে ক্রিকেটের সূচি কেমন হতে পারে, এসব ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নিয়েও একটা সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছিল। তবে আপাতত ভারতের করোনা পরিস্থিতির উপর চোখ রাখছে আইসিসি।
কয়েক দিন ধরে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা একটু কমেছে। এতেই আশার আলো দেখছে বিসিসিআই। আইসিসির বোর্ড সভা শেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলিও আশার কথা শুনিয়ে বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে আমাদের ২৮ জুন পর্যন্ত সময় দিয়েছে আইসিসি।’ সৌরভরা আশা করছেন, অক্টোবরের দিকে পরিস্থিতি স্বাভাবিক হবে।
অক্টোবরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ওপর নির্ভর করছে ভারতে বিশ্বকাপ হওয়া না হওয়া। বোর্ডের এক সদস্যও বলেছেন সেই কথা, ‘বিসিসিআইকে সময় দেওয়ার ব্যাপারে একমত ছিলেন আইসিসির প্রায় প্রত্যেক সদস্যই। যদি আগামী মাসের মধ্যে পরিস্থিতি ঠিক হয় তাহলে বিশ্বকাপ হবে ভারতে।’ তবে পরিস্থিতি স্বাভাবিক না হলে সংযুক্ত আরব আমিরাতে সম্ভাব্য ভেন্যু হতে পারে জানিয়েছেন এই সদস্য।
ইন্টার মায়ামির জার্সিতে দুই ম্যাচ খেলতে পারেননি লিওনেল মেসি। আজ ফেরার ম্যাচেও খেলেছেন ৪৪ মিনিট। এই অল্প সময়ে কাঁপিয়ে দিয়েছেন তিনি। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডের প্রত্যাবর্তনের দিনে মায়ামি জিতেছে হেসেখেলে।
২০ মিনিট আগেনেপাল সফর সামনে রেখে চলছে জাতীয় দলের ক্যাম্প। কোচ হাভিয়ের কাবরেরা অনুশীলন করাচ্ছেন বসুন্ধরা কিংসের ফুটবলারদের ছাড়াই। জাতীয় দলের নিয়মিত খেলোয়াড়েরা খেলে থাকেন বসুন্ধরায়।
৩৬ মিনিট আগেক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) তিন বছর পর ফিরেও কিছু করতে পারছেন না সাকিব আল হাসান। ব্যাটিং, বোলিং সব বিভাগেই তিনি নিয়মিত ব্যর্থ। বাংলাদেশের তারকা অলরাউন্ডার ব্যর্থ হলেও এবার জিতেছে তাঁর দল অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস।
১ ঘণ্টা আগেখেলা মাঠে গড়াতে এখনো এক মাস বাকি। আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হবে জাতীয় লিগের টি-টোয়েন্টি পর্ব আর অক্টোবরের মাঝামাঝি মাঠে গড়াবে চার দিনের আসর। তিন ভেন্যুতে হতে যাওয়া ২০ ওভারের প্রতিযোগিতার প্রস্তুতি চলছে।
২ ঘণ্টা আগে