Ajker Patrika

বিশ্বকাপের জন্য সৌরভদের সময় দিয়েছে আইসিসি

আপডেট : ০২ জুন ২০২১, ১৫: ৫৭
বিশ্বকাপের জন্য সৌরভদের সময় দিয়েছে আইসিসি

ঢাকা: ভারতে করোনার ভয়াবহতায় অনিশ্চয়তার মুখে পড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কাল অবশ্য আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বোর্ড সভা শেষে স্বস্তির খবরই পেয়েছেন সৌরভরা। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বিশ্বকাপ নিজেদের দেশে রাখার ব্যাপারে আরও কিছুদিন সময় চেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। করোনা পরিস্থিতি পর্যালোচনা করতে ভারতকে ২৮ জুন পর্যন্ত সময় দিয়েছে আইসিসি।

ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাল এক বোর্ড সভায় বসে আইসিসি। ২০২৩ সালের পরের চক্রে ক্রিকেটের সূচি কেমন হতে পারে, এসব ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নিয়েও একটা সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছিল। তবে আপাতত ভারতের করোনা পরিস্থিতির উপর চোখ রাখছে আইসিসি।

কয়েক দিন ধরে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা একটু কমেছে। এতেই আশার আলো দেখছে বিসিসিআই। আইসিসির বোর্ড সভা শেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলিও আশার কথা শুনিয়ে বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে আমাদের ২৮ জুন পর্যন্ত সময় দিয়েছে আইসিসি।’ সৌরভরা আশা করছেন, অক্টোবরের দিকে পরিস্থিতি স্বাভাবিক হবে।

অক্টোবরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ওপর নির্ভর করছে ভারতে বিশ্বকাপ হওয়া না হওয়া। বোর্ডের এক সদস্যও বলেছেন সেই কথা, ‘বিসিসিআইকে সময় দেওয়ার ব্যাপারে একমত ছিলেন আইসিসির প্রায় প্রত্যেক সদস্যই। যদি আগামী মাসের মধ্যে পরিস্থিতি ঠিক হয় তাহলে বিশ্বকাপ হবে ভারতে।’ তবে পরিস্থিতি স্বাভাবিক না হলে সংযুক্ত আরব আমিরাতে সম্ভাব্য ভেন্যু হতে পারে জানিয়েছেন এই সদস্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল, পাবে ৫ কোটি শিশু-কিশোর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত