Ajker Patrika

এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্ত মার্চে 

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১: ৩৫
এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্ত মার্চে 

২০২৩ এশিয়া কাপ নিয়ে বিসিসিআই ও পিসিবির দ্বন্দ্ব থামাতে জরুরি সভা ডেকেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। বাহরাইনে গতকাল হয়েছিল এই জরুরি বৈঠক। তবে বৈঠকে আলোচনা ফলপ্রসূ হয়নি। এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে মার্চে।

বৈঠকে ভারত তাদের আগের সিদ্ধান্তেই অনড় থেকেছে যে তারা পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না। এসিসি চেয়ারম্যান জয় শাহ নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতের নাম প্রস্তাব করেছেন। তাঁর মতে, অন্য দেশে এশিয়া কাপ হলে পাকিস্তান যদি আয়োজক হয়, তাতে তাদের কোনো সমস্যা নেই। এসিসি আজ এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৩ এশিয়া কাপ নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করতে কার্যনির্বাহী বোর্ড সব ব্যাপারে একমত পোষণ করেছে। মার্চে এসিসি কার্যনির্বাহী বোর্ডের বৈঠকে সর্বশেষ সিদ্ধান্ত জানানো হবে।

২০২২ এশিয়া কাপ হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। তবে অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতা চলতে থাকায় শ্রীলঙ্কা আয়োজন করতে পারেনি। আয়োজিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। টুর্নামেন্টের আয়োজক হিসেবে নাম ছিল শ্রীলঙ্কার। এশিয়া কাপ জিতেছিল লঙ্কানরাই।

এ বছরের এশিয়া কাপ নিয়ে জল ঘোলা শুরু হয়েছিল ২০২২ থেকেই। ২০২৩ এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় ক্রিকেট দল—গত বছর জয় শাহ এমন কথা জানিয়েছিলেন। এরপর থেকেই তিক্ত হতে থাকে ভারত ও পাকিস্তানের সম্পর্ক। চলতে থাকে একের পর এক কাদা ছোড়াছুড়ি। তৎকালীন পিসিবি সভাপতি রমিজ রাজা ভারতে হতে যাওয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ বর্জনের হুমকি পর্যন্ত দিয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত