চাঁদে সফলভাবে অবতরণ করেছে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩। আর এতে অন্যান্য ভারতীয়দের মতো উচ্ছ্বসিত দেশটির সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। উচ্ছ্বসিত হওয়ার মতো ঘটনাও বটে। ভারতের আগে যে মাত্র তিনটি দেশ—রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনই কেবল চাঁদে মহাকাশ যান পাঠাতে পেরেছে।
চন্দ্রযান-৩ এর চাঁদে সফল অবতরণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, রোহিত শর্মারা অভিনন্দন জানিয়েছেন চন্দ্রযান দলকে। উচ্ছ্বাস দেখিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফরও। তবে একটু অন্যভাবে।
চাঁদে অবতরণের পর ছবিও পাঠাতে শুরু করেছে চন্দ্রযান-৩। মহাকাশ যানটির পাঠানো চন্দ্রপৃষ্ঠের একটি ছবি দিয়ে বুদ্ধিদীপ্ত এক পোস্ট ওয়াসিম জাফর দিয়েছেন টুইটারে। চন্দ্রপৃষ্ঠের ছবিটিকে ক্রিকেট পিচ হিসেবে কল্পনা করে সেটি স্পিন না পিচ সহায়ক হবে সে ধারণাও দিয়েছেন ভারতের সাবেক এই ক্রিকেটার। তাঁর ধারণা এই উইকেটে টস জিতলে যে কেউই আগে ব্যাট করবে। ‘চাঁদের পিচ’ নিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক পরামর্শক কোচের টুইট, ‘অবশ্যই আগে ব্যাটিং করার মতো উইকেট। ৩ স্পিনার, ১ বিশেষজ্ঞ পেসার ও সঙ্গে এক অলরাউন্ডার নিয়ে মাঠে নামব।’
এবার আর নিশ্চয় বুঝতে বাকি নেই সেই কল্পিত পিচ স্পিন সহায়ক। জাফরের টুইট পরে মন্তব্যের ঘরে একজন লিখেছেন, চাঁদের উইকেটে একাই ৫ উইকেট নেবেন রবীন্দ্র জাদেজা।
চাঁদে সফলভাবে অবতরণ করেছে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩। আর এতে অন্যান্য ভারতীয়দের মতো উচ্ছ্বসিত দেশটির সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। উচ্ছ্বসিত হওয়ার মতো ঘটনাও বটে। ভারতের আগে যে মাত্র তিনটি দেশ—রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনই কেবল চাঁদে মহাকাশ যান পাঠাতে পেরেছে।
চন্দ্রযান-৩ এর চাঁদে সফল অবতরণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, রোহিত শর্মারা অভিনন্দন জানিয়েছেন চন্দ্রযান দলকে। উচ্ছ্বাস দেখিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফরও। তবে একটু অন্যভাবে।
চাঁদে অবতরণের পর ছবিও পাঠাতে শুরু করেছে চন্দ্রযান-৩। মহাকাশ যানটির পাঠানো চন্দ্রপৃষ্ঠের একটি ছবি দিয়ে বুদ্ধিদীপ্ত এক পোস্ট ওয়াসিম জাফর দিয়েছেন টুইটারে। চন্দ্রপৃষ্ঠের ছবিটিকে ক্রিকেট পিচ হিসেবে কল্পনা করে সেটি স্পিন না পিচ সহায়ক হবে সে ধারণাও দিয়েছেন ভারতের সাবেক এই ক্রিকেটার। তাঁর ধারণা এই উইকেটে টস জিতলে যে কেউই আগে ব্যাট করবে। ‘চাঁদের পিচ’ নিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক পরামর্শক কোচের টুইট, ‘অবশ্যই আগে ব্যাটিং করার মতো উইকেট। ৩ স্পিনার, ১ বিশেষজ্ঞ পেসার ও সঙ্গে এক অলরাউন্ডার নিয়ে মাঠে নামব।’
এবার আর নিশ্চয় বুঝতে বাকি নেই সেই কল্পিত পিচ স্পিন সহায়ক। জাফরের টুইট পরে মন্তব্যের ঘরে একজন লিখেছেন, চাঁদের উইকেটে একাই ৫ উইকেট নেবেন রবীন্দ্র জাদেজা।
শর্ট বলের বিপক্ষে বাংলাদেশের ব্যাটারদের চিরায়ত দুর্বলতা দেখা গেছে জিম্বাবুয়ের বিপক্ষেও। সিলেটে প্রথম টেস্টে ব্লেসিং মুজারাবানি, ভিক্টর নিয়াউচির মতো জিম্বাবুয়ের পেসাররা সেই লেংথেই বোলিং করে যাচ্ছেন। হঠাৎ করে তাঁদের বল লাফিয়ে উঠছে একটু বেশি। তাতেই ধরা খাচ্ছে বাংলাদেশ।
১০ মিনিট আগেবিপিএল, আইপিএল বা আন্তর্জাতিক ক্রিকেট—বিশ্বের যে টুর্নামেন্টই হোক, ড্যানি মরিসনের হাস্যরসাত্মক উপস্থাপনা না থেকে কি পারে! মজার ছলে এমন প্রশ্ন মরিসন করেন, তাতে অপর মানুষও হতচকিত হয়ে পড়েন। কলকাতার ইডেন গার্ডেন্সে গতকাল এমন ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগেলাহোর কালান্দার্স সবশেষ ম্যাচ খেলেছে ১৫ এপ্রিল করাচি কিংসের বিপক্ষে। সেই ম্যাচে লাহোরের জার্সিতে রিশাদ হোসেন নিয়েছেন ৩ উইকেট। এক সপ্তাহ পর আজ লাহোর কালান্দার্স খেলতে নামবে মুলতান সুলতানসের বিপক্ষে।
৩ ঘণ্টা আগেআইসিসির ২০২৪ সালের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার—দুটি পুরস্কারই পেয়েছেন জসপ্রীত বুমরা। গত বছর দুর্দান্ত ছন্দে থাকায় এবার বুমরা পেয়েছেন আরও এক পুরস্কার। উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ভারতের এই পেসার।
৩ ঘণ্টা আগে