Ajker Patrika

মাহমুদউল্লাহ ভেবেছিলেন জিতবেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাহমুদউল্লাহ ভেবেছিলেন জিতবেন

বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম দিনের দুই লো-স্কোরিং ম্যাচের পর ১৭১ রানের সংগ্রহকে পাহাড় বলেই মনে হচ্ছিল। তবে বাংলাদেশের সেই পাহাড় টপকাতে শ্রীলঙ্কাকে কোনো বেগই পেতে হলো না। ৫ উইকেট ও ৭ বল হাতে রেখে অনায়াস এক জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। সমর্থকদের মতো বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও ভেবেছিলেন নিজেদের পুঁজি তাঁরা রক্ষা করতে পারবেন। কিন্তু তেমন কিছুই হলো না। বোলিং-ফিল্ডিংয়ের বাজে প্রদর্শনীতে শ্রীলঙ্কাকে খুব একটা বিপাকেও ফেলতে পারেনি বাংলাদেশ।

প্রথম পর্বের ম্যাচে ব্যাটিংয়ে খুব একটা ভালো করতে পারেনি বাংলাদেশ। সেই ব্যর্থতা কাটিয়ে মূল পর্বে রানের দেখা পায় বাংলাদেশ। মোহাম্মদ নাঈম ও মুশফিকুর রহিমের দারুণ ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দেয় বাংলাদেশ। মাহমুদউল্লাহও ভেবেছিলেন এই রান যথেষ্ট হবে। ম্যাচের পর বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ভেবেছিলাম ১৭১ রান বাঁচানো যাবে। লিটন ও নাঈম আমাদের ভালো শুরু এনে দিয়েছিল। নাঈম ইনিংসটা লম্বা করেছে। দশ ওভার পর্যন্ত আমরা ম্যাচে ছিলাম। কিন্তু এরপর সব এলোমেলো হয়ে যায়।’

হার দিয়ে মূল পর্ব শুরু হওয়ায় এখন কিছুটা পিছিয়ে গেল বাংলাদেশ। বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে সুবিধাজনক অবস্থানে থেকে জিততে না পারা কিছুটা হলেও আত্মবিশ্বাসে চিড় ধরাতে পারে। মাহমুদউল্লাহ অবশ্য ভুল শুধরে ফিরতে চান পরের ম্যাচে, ‘আমরা পরের ম্যাচে ভুলগুলো শোধরাব। স্পিনাররা ভালো বল করেছে, কিন্তু আমরা বেশ কিছু সুযোগ হাতছাড়া করেছি। তবে এই ম্যাচের ব্যাটিং দলকে উদ্দীপনা জোগাবে। আমরা এখন পরের ম্যাচে চোখ রাখছি।’

মাহমুদউল্লাহর হতাশার বিপরীতে ম্যাচ জিতে দারুণ উচ্ছ্বসিত শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। যদিও বাংলাদেশের দেওয়া লক্ষ্যটা এত সহজে পেরিয়ে যাবেন ভাবেননি তিনি, ‘এই লক্ষ্য তাড়া করার জন্য একেবারেই সহজ নয়। তবে ব্যাটাররা একবার সেট হয়ে গেলে যেকোনো লক্ষ্য তাড়া করা সম্ভব। আসালঙ্কার ইনিংসটা দারুণ ছিল। তরুণেরা যেভাবে ভিত্তি গড়ে দিয়েছে তা বেশ গুরুত্বপূর্ণ। এটা দারুণ ব্যাপার ছিল।’

এই ম্যাচে বাংলাদেশকে হারানোর পথে মহা গুরুত্বপূর্ণ অবদান রাখেন চারিথ আসালঙ্কা। খেলেছেন ৪৯ বলে ৮০ হার না মানা দুর্দান্ত এক ইনিংস। ম্যাচসেরা আসালাঙ্কা বলেন, ‘দেশের জয়ে অবদান রাখতে পেরে আমি আনন্দিত। প্রথম বল খেলেই বুঝেছি উইকেট ভালো। এরপর নিজের স্বাভাবিক খেলাটা খেলে গেছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত