আইপিএলের গতকালের রাতটা ছিল রেকর্ড এবং মাইলফলক স্পর্শের রাত। কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নেমেই মাইলফলক স্পর্শ করেন সুনীল নারাইন। ওয়েস্ট ইন্ডিজের দুই কিংবদন্তি কাইরন পোলার্ড (৬৬০) ও ডোয়াইন ব্র্যাভো (৫৭৩) এবং পাকিস্তানের ব্যাটার শোয়েব মালিকের (৫৪২) পর স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫০০তম ম্যাচ খেলা বিশ্বের চতুর্থ ক্রিকেটার নারাইন।
অন্যদিকে ছক্কার রেকর্ড গড়েন বিরাট কোহলি। ক্রিস গেইলের ২৩৯ ছক্কাকে ছাড়িয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সর্বোচ্চ ছক্কার মালিক এখন কোহলি। বর্তমানে ভারতীয় ব্যাটারের ছক্কার সংখ্যা ২৪১। নারাইন-কোহলির রাতে নিজেও একটি অনন্য রেকর্ড গড়েছেন আন্দ্রে রাসেল।
আইপিএলের ইতিহাসে বিদেশি মধ্যে রাসেলই একমাত্র খেলোয়াড়, যিনি টুর্নামেন্টে কমপক্ষে ২০০০ রান এবং ১০০ উইকেট নিয়েছেন। বেঙ্গালুরুর বিপক্ষে দলের ৭ উইকেটের জয়ের ম্যাচে ২৯ রানে ২ উইকেট নিয়ে এই কীর্তি গড়েছেন কলকাতার অলরাউন্ডার। গতকাল তাঁর মাইলফলকের ১০০তম উইকেটের শিকার ছিলেন বেঙ্গালুরুর ব্যাটার রজত পাতিদার। কলকাতার আগে দিল্লি ডেয়ারভিলসের হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করা রাসেল দুই দলের হয়ে মোট ১১৪ ম্যাচ খেলেছেন। এতে তাঁর রান এখন ২৩২৬ এবং উইকেট ১০০।
দেশি-বিদেশি সব মিলিয়ে ধরলে রাসেল বাদে আরেকজন ক্রিকেটার এই রেকর্ড গড়েছেন। আর সেই অলরাউন্ডার হচ্ছেন রবীন্দ্র জাদেজা। ভারতীয় অলরাউন্ডারের রান ২৭২৪ এবং উইকেট ১৫২টি। রেকর্ডটি গড়তে রাজস্থান রয়্যালস, কোচি টাস্কার্স ও চেন্নাই সুপার কিংসের হয়ে ২২৮টি ম্যাচ খেলেছেন।
আইপিএলের গতকালের রাতটা ছিল রেকর্ড এবং মাইলফলক স্পর্শের রাত। কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নেমেই মাইলফলক স্পর্শ করেন সুনীল নারাইন। ওয়েস্ট ইন্ডিজের দুই কিংবদন্তি কাইরন পোলার্ড (৬৬০) ও ডোয়াইন ব্র্যাভো (৫৭৩) এবং পাকিস্তানের ব্যাটার শোয়েব মালিকের (৫৪২) পর স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫০০তম ম্যাচ খেলা বিশ্বের চতুর্থ ক্রিকেটার নারাইন।
অন্যদিকে ছক্কার রেকর্ড গড়েন বিরাট কোহলি। ক্রিস গেইলের ২৩৯ ছক্কাকে ছাড়িয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সর্বোচ্চ ছক্কার মালিক এখন কোহলি। বর্তমানে ভারতীয় ব্যাটারের ছক্কার সংখ্যা ২৪১। নারাইন-কোহলির রাতে নিজেও একটি অনন্য রেকর্ড গড়েছেন আন্দ্রে রাসেল।
আইপিএলের ইতিহাসে বিদেশি মধ্যে রাসেলই একমাত্র খেলোয়াড়, যিনি টুর্নামেন্টে কমপক্ষে ২০০০ রান এবং ১০০ উইকেট নিয়েছেন। বেঙ্গালুরুর বিপক্ষে দলের ৭ উইকেটের জয়ের ম্যাচে ২৯ রানে ২ উইকেট নিয়ে এই কীর্তি গড়েছেন কলকাতার অলরাউন্ডার। গতকাল তাঁর মাইলফলকের ১০০তম উইকেটের শিকার ছিলেন বেঙ্গালুরুর ব্যাটার রজত পাতিদার। কলকাতার আগে দিল্লি ডেয়ারভিলসের হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করা রাসেল দুই দলের হয়ে মোট ১১৪ ম্যাচ খেলেছেন। এতে তাঁর রান এখন ২৩২৬ এবং উইকেট ১০০।
দেশি-বিদেশি সব মিলিয়ে ধরলে রাসেল বাদে আরেকজন ক্রিকেটার এই রেকর্ড গড়েছেন। আর সেই অলরাউন্ডার হচ্ছেন রবীন্দ্র জাদেজা। ভারতীয় অলরাউন্ডারের রান ২৭২৪ এবং উইকেট ১৫২টি। রেকর্ডটি গড়তে রাজস্থান রয়্যালস, কোচি টাস্কার্স ও চেন্নাই সুপার কিংসের হয়ে ২২৮টি ম্যাচ খেলেছেন।
কারিয়ারে প্রথম নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে এসে কাঁপিয়ে দিচ্ছেন মারুফা আক্তার। বিশেষ করে, নতুন বলে তাঁকে খেলতে ব্যাটারদের রীতিমতো হিমশিম খেতে হয়। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে বাংলাদেশের যখন জয়ের কোনো বিকল্প নেই, তখন মারুফাকে নিয়ে দূর হলো দুশ্চিন্তা।
৭ ঘণ্টা আগেনতুন যুগের ওয়ানডে শুরুটা ভারতের জন্য হয়েছে ভুলে যাওয়ার মতোই। পার্থে আজ ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডেতে এমনিতেই দফায় দফায় বাগড়া দিয়েছে বৃষ্টি। উপরন্তু সেই ম্যাচ ডাকওয়ার্থ লুইস অ্যান্ড স্টার্ন (ডিএলএস) ভারত ৭ উইকেটে হেরেছে অস্ট্রেলিয়ার কাছে। হেরে শুবমান গিল এমন এক রেকর্ডে নাম লিখিয়েছেন
৮ ঘণ্টা আগেমিরপুরের পিচে যতই কালো জাদু থাকুক, সেই পিচে ২০৭ রান করে চোখ বুজে থাকার কোনো উপায় নেই। উপরন্তু সেই ম্যাচে প্রতিপক্ষ দলের উদ্বোধনী জুটিতে যখন ৫১ রান আসে, তখন দুশ্চিন্তা বেড়ে যায় আপনাআপনি। কিন্তু রিশাদ হোসেন তাঁর লেগস্পিন ভেলকিতে গতকাল প্রথম ওয়ানডেতে কুপোকাত করলেন ওয়েস্ট ইন্ডিজকে।
৯ ঘণ্টা আগেবাংলাদেশের জার্সিতে অধিনায়ক হিসেবে রেকর্ডটা মোটেও সুখকর নয় মেহেদী হাসান মিরাজের। তাঁর নেতৃত্বে ১১ ওয়ানডের মধ্যে বাংলাদেশ জিতেছে কেবল দুটি ম্যাচ। পরিসংখ্যানগত হিসাব বাদ দিলেও তাঁর নেতৃত্বগুণ নিয়ে চলছে সমালোচনা। বিশেষ করে, সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজে ভরাডুবির পর আরও বেশি সমালোচিত হচ্ছেন তিনি।
১০ ঘণ্টা আগে