নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হওয়ার কিছুদিন আগে থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরের আউটারে নিয়মিত অনুশীলন করেছেন মুমিনুল হক। সেটি আবার বিপিএলে দল পাওয়া ক্রিকেটারদের সঙ্গেই। তখনো কোনো দল আগ্রহ দেখায়নি মুমিনুলকে নিয়ে।
তবে একটু দেরি হলেও বিপিএলে দল পেয়েছেন মুমিনুল। গতকাল টুর্নামেন্টের মাঝপথে এসে তাঁকে দলে নিয়েছে রংপুর রাইডার্স। দল পেয়েই আজ মিরপুরে সংবাদমাধ্যমকে উচ্ছ্বসিত মুমিনুল বলেছেন, ‘সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া। সঙ্গে রংপুরকেও ধন্যবাদ দেওয়া উচিত, তারা বছর আমাকে বিপিএল খেলার সুযোগ করে দিয়েছে। এই সুযোগটা সবাই পায় না। রংপুর যেহেতু আমাকে সুযোগটা দিয়েছে আমি রংপুরের প্রতি কৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ।’
সর্বশেষ ২০২২ সালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলেছেন বাংলাদেশ দলের সাবেক টেস্ট অধিনায়ক। সেবার চ্যাম্পিয়নদের হয়ে ৪ ম্যাচে করেছিলেন ৬৯ রান। গত বিপিএলে ড্রাফট থেকে কোনো দল তাঁকে কিনতে আগ্রহ দেখায়নি। এবারও ড্রাফটে ছিলেন।
শুরুতে বিপিএলে দল না পেয়ে কিছুটা হতাশই ছিলেন মুমিনুল। সেই হতাশা অবশ্য এখন কেটে গেছে। এই বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘না খারাপ লাগেনি। পুরা বিপিএল খেলা দেখেছি। খেলা দেখলাম, অনুশীলন করলাম। সামনে শ্রীলঙ্কা সিরিজ, সেটার প্রস্তুতি নিচ্ছিলাম। সত্যি বলতে একটু খারাপ লাগে স্বাভাবিক। খুব যে খারাপ লাগছে এমন না। খারাপ লাগার তো ধরন থাকে। এই ধরনটা একটু ভিন্ন ছিল। না লাগার মতো যতটুকু, অতটুকু খারাপ লাগছিল। হতাশ হয়ে যাব এমন খারাপ লাগেনি। সবাই যেহেতু খেলছে, আমারও খেলার ইচ্ছে ছিল।’
মুমিনুল সন্তুষ্ট সৃষ্টিকর্তার সিদ্ধান্তে। বিপিএলে দল পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন সৃষ্টিকর্তার কাছে। বিপিএলে কোনো দলে সুযোগ হোক কিংবা না হোক—তাঁর অটুট বিশ্বাস, রিজিকের মালিক আল্লাহ। মুমিনুল বলেছেন, ‘সব সময় বিশ্বাস করি এই রিজিকটা আল্লাহর হাতে। ওরা খেলছে, আমি এ দেশের ভালো খেলোয়াড় হয়ে খেলতে পারছি না, এমন ভেবে আফসোস করার কিছু নেই। সব সময় বিশ্বাস করি, আমি আমার কাজটা করব, আপনি আপনার কাজটা করবেন। বাকিটা আল্লাহর হাতে।’
বাংলাদেশের টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার মুমিনুল। সীমিত ওভারের ক্রিকেটে তাঁকে কমই দেখা যায়। টেস্ট সংস্করণে সর্বোচ্চ ১২ সেঞ্চুরির মালিকও ৩২ বছর বয়সী মুমিনুল। এবার বিপিএলের সুযোগটা কাজে লাগাতে আত্মবিশ্বাসী তিনি, ‘রংপুরের হয়ে অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা। যে দলেই খেলি, অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলব। আর রংপুরও সব সময় চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে। দলে অবদান রাখার চেষ্টা করব যতটুকু পারি।’
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হওয়ার কিছুদিন আগে থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরের আউটারে নিয়মিত অনুশীলন করেছেন মুমিনুল হক। সেটি আবার বিপিএলে দল পাওয়া ক্রিকেটারদের সঙ্গেই। তখনো কোনো দল আগ্রহ দেখায়নি মুমিনুলকে নিয়ে।
তবে একটু দেরি হলেও বিপিএলে দল পেয়েছেন মুমিনুল। গতকাল টুর্নামেন্টের মাঝপথে এসে তাঁকে দলে নিয়েছে রংপুর রাইডার্স। দল পেয়েই আজ মিরপুরে সংবাদমাধ্যমকে উচ্ছ্বসিত মুমিনুল বলেছেন, ‘সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া। সঙ্গে রংপুরকেও ধন্যবাদ দেওয়া উচিত, তারা বছর আমাকে বিপিএল খেলার সুযোগ করে দিয়েছে। এই সুযোগটা সবাই পায় না। রংপুর যেহেতু আমাকে সুযোগটা দিয়েছে আমি রংপুরের প্রতি কৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ।’
সর্বশেষ ২০২২ সালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলেছেন বাংলাদেশ দলের সাবেক টেস্ট অধিনায়ক। সেবার চ্যাম্পিয়নদের হয়ে ৪ ম্যাচে করেছিলেন ৬৯ রান। গত বিপিএলে ড্রাফট থেকে কোনো দল তাঁকে কিনতে আগ্রহ দেখায়নি। এবারও ড্রাফটে ছিলেন।
শুরুতে বিপিএলে দল না পেয়ে কিছুটা হতাশই ছিলেন মুমিনুল। সেই হতাশা অবশ্য এখন কেটে গেছে। এই বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘না খারাপ লাগেনি। পুরা বিপিএল খেলা দেখেছি। খেলা দেখলাম, অনুশীলন করলাম। সামনে শ্রীলঙ্কা সিরিজ, সেটার প্রস্তুতি নিচ্ছিলাম। সত্যি বলতে একটু খারাপ লাগে স্বাভাবিক। খুব যে খারাপ লাগছে এমন না। খারাপ লাগার তো ধরন থাকে। এই ধরনটা একটু ভিন্ন ছিল। না লাগার মতো যতটুকু, অতটুকু খারাপ লাগছিল। হতাশ হয়ে যাব এমন খারাপ লাগেনি। সবাই যেহেতু খেলছে, আমারও খেলার ইচ্ছে ছিল।’
মুমিনুল সন্তুষ্ট সৃষ্টিকর্তার সিদ্ধান্তে। বিপিএলে দল পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন সৃষ্টিকর্তার কাছে। বিপিএলে কোনো দলে সুযোগ হোক কিংবা না হোক—তাঁর অটুট বিশ্বাস, রিজিকের মালিক আল্লাহ। মুমিনুল বলেছেন, ‘সব সময় বিশ্বাস করি এই রিজিকটা আল্লাহর হাতে। ওরা খেলছে, আমি এ দেশের ভালো খেলোয়াড় হয়ে খেলতে পারছি না, এমন ভেবে আফসোস করার কিছু নেই। সব সময় বিশ্বাস করি, আমি আমার কাজটা করব, আপনি আপনার কাজটা করবেন। বাকিটা আল্লাহর হাতে।’
বাংলাদেশের টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার মুমিনুল। সীমিত ওভারের ক্রিকেটে তাঁকে কমই দেখা যায়। টেস্ট সংস্করণে সর্বোচ্চ ১২ সেঞ্চুরির মালিকও ৩২ বছর বয়সী মুমিনুল। এবার বিপিএলের সুযোগটা কাজে লাগাতে আত্মবিশ্বাসী তিনি, ‘রংপুরের হয়ে অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা। যে দলেই খেলি, অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলব। আর রংপুরও সব সময় চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে। দলে অবদান রাখার চেষ্টা করব যতটুকু পারি।’
বাংলাদেশের ফুটবল সমর্থকদের জন্য ফাহামিদুল ইসলাম এক আক্ষেপের নাম। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দলে ইতালি প্রবাসী ফুটবলারকে রেখে চমক দেখান জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু চূড়ান্ত দলে না রেখে আরও বড় বিস্ময়ের জন্ম দেন তিনি।
১১ ঘণ্টা আগেএএফসি এশিয়ান কাপ বাছাইয়ের আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রতিপক্ষ জর্ডান ও ইন্দোনেশিয়া। দুটি ম্যাচই হবে জর্ডানের আম্মানে। ম্যাচের জন্য নেপাল-ভুটানের সঙ্গেও আলোচনা হয়েছিল বাফুফের। তবে শক্তির পরিধি পরখ করে দেখতে ২৭ মে জর্ডান সফরে যাচ্ছে পিটার বাটলারের দল।
১৪ ঘণ্টা আগেসুপার লিগ পর্বের প্রথম দিনেই ছিল বৃষ্টির পূর্বাভাস। সেই পূর্বাভাসই শেষ পর্যন্ত সত্যি হলো। ম্যাচ শুরুর আড়াই ঘণ্টা পর শুরু হয় বৃষ্টি। তাতে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকে খেলা। আর মিরপুর শেরেবাংলায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মোহামেডান রীতিমতো বিধ্বস্ত হয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে। বৃষ্টি আইনে সহজ লক্ষ্য পেয়ে
১৪ ঘণ্টা আগেহারের সংজ্ঞা একরকম ভুলেই গিয়েছিল বাংলাদেশ। পাকিস্তানে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম তিন ম্যাচের তিনটিতে জেতে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ের পর আজ হারের মুখ দেখলেন জ্যোতিরা।
১৫ ঘণ্টা আগে