Ajker Patrika

রিজিক আল্লাহর হাতে, বিপিএলে ফিরে মুমিনুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রিজিক আল্লাহর হাতে, বিপিএলে ফিরে মুমিনুল

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হওয়ার কিছুদিন আগে থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরের আউটারে নিয়মিত অনুশীলন করেছেন মুমিনুল হক। সেটি আবার বিপিএলে দল পাওয়া ক্রিকেটারদের সঙ্গেই। তখনো কোনো দল আগ্রহ দেখায়নি মুমিনুলকে নিয়ে।

তবে একটু দেরি হলেও বিপিএলে দল পেয়েছেন মুমিনুল। গতকাল টুর্নামেন্টের মাঝপথে এসে তাঁকে দলে নিয়েছে রংপুর রাইডার্স। দল পেয়েই আজ মিরপুরে সংবাদমাধ্যমকে উচ্ছ্বসিত মুমিনুল বলেছেন, ‘সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া। সঙ্গে রংপুরকেও ধন্যবাদ দেওয়া উচিত, তারা বছর আমাকে বিপিএল খেলার সুযোগ করে দিয়েছে। এই সুযোগটা সবাই পায় না। রংপুর যেহেতু আমাকে সুযোগটা দিয়েছে আমি রংপুরের প্রতি কৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ।’

সর্বশেষ ২০২২ সালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলেছেন বাংলাদেশ দলের সাবেক টেস্ট অধিনায়ক। সেবার চ্যাম্পিয়নদের হয়ে ৪ ম্যাচে করেছিলেন ৬৯ রান। গত বিপিএলে ড্রাফট থেকে কোনো দল তাঁকে কিনতে আগ্রহ দেখায়নি। এবারও ড্রাফটে ছিলেন।

শুরুতে বিপিএলে দল না পেয়ে কিছুটা হতাশই ছিলেন মুমিনুল। সেই হতাশা অবশ্য এখন কেটে গেছে। এই বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘না খারাপ লাগেনি। পুরা বিপিএল খেলা দেখেছি। খেলা দেখলাম, অনুশীলন করলাম। সামনে শ্রীলঙ্কা সিরিজ, সেটার প্রস্তুতি নিচ্ছিলাম। সত্যি বলতে একটু খারাপ লাগে স্বাভাবিক। খুব যে খারাপ লাগছে এমন না। খারাপ লাগার তো ধরন থাকে। এই ধরনটা একটু ভিন্ন ছিল। না লাগার মতো যতটুকু, অতটুকু খারাপ লাগছিল। হতাশ হয়ে যাব এমন খারাপ লাগেনি। সবাই যেহেতু খেলছে, আমারও খেলার ইচ্ছে ছিল।’

মুমিনুল সন্তুষ্ট সৃষ্টিকর্তার সিদ্ধান্তে। বিপিএলে দল পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন সৃষ্টিকর্তার কাছে। বিপিএলে কোনো দলে সুযোগ হোক কিংবা না হোক—তাঁর অটুট বিশ্বাস, রিজিকের মালিক আল্লাহ। মুমিনুল বলেছেন, ‘সব সময় বিশ্বাস করি এই রিজিকটা আল্লাহর হাতে। ওরা খেলছে, আমি এ দেশের ভালো খেলোয়াড় হয়ে খেলতে পারছি না, এমন ভেবে আফসোস করার কিছু নেই। সব সময় বিশ্বাস করি, আমি আমার কাজটা করব, আপনি আপনার কাজটা করবেন। বাকিটা আল্লাহর হাতে।’

বাংলাদেশের টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার মুমিনুল। সীমিত ওভারের ক্রিকেটে তাঁকে কমই দেখা যায়। টেস্ট সংস্করণে সর্বোচ্চ ১২ সেঞ্চুরির মালিকও ৩২ বছর বয়সী মুমিনুল। এবার বিপিএলের সুযোগটা কাজে লাগাতে আত্মবিশ্বাসী তিনি, ‘রংপুরের হয়ে অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা। যে দলেই খেলি, অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলব। আর রংপুরও সব সময় চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে। দলে অবদান রাখার চেষ্টা করব যতটুকু পারি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত