Ajker Patrika

আইসিসির মাস সেরা হয়ে ইতিহাস গড়লেন ওয়াসিম

আইসিসির মাস সেরা হয়ে ইতিহাস গড়লেন ওয়াসিম

ইতিহাসই গড়ে ফেললেন মুহাম্মদ ওয়াসিম। সংযুক্ত আরব আমিরাতের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরা নির্বাচিত হয়েছেন তিনি। এপ্রিল মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন ওয়াসিম। নারী ক্রিকেটারদের মধ্যে মাস সেরা নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার হেইলি ম্যাথুস। 

এপ্রিলের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে ওয়াসিমের দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ও নামিবিয়ার গেরহার্ড এরাসমাস। প্রথমবার আইসিসির মাস সেরা হয়ে আরব আমিরাত অধিনায়ক বলেছেন, ‘আইসিসির মাস সেরার পুরস্কার জেতা অত্যন্ত সম্মানের। সারা বিশ্ব থেকে পুরস্কার জেতা এই বিশিষ্ট তালিকায় যোগ দিতে পেরে রোমাঞ্চিত।’ 

২০২১ সালের অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে আমিরাতের টপ অর্ডারের গুরুত্বপূর্ণ ব্যাটার হয়ে উঠেছেন ওয়াসিম। গত এপ্রিলে ওমানকে হারিয়ে দলকে এসিসি প্রিমিয়ার কাপ জিতিয়েছেন তিনি। টুর্নামেন্টে ৬ ইনিংসে করেছেন ২৬৯ রান। ফাইনালে সেঞ্চুরি করে হয়েছেন ম্যাচসেরা, টুর্নামেন্ট সেরারও পুরস্কার জিতেছেন ওয়াসিম। 

মেয়েদের ক্রিকেটে আইসিসি এপ্রিল মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ম্যাথুস। ছবি: আইসিসিমেয়েদের মধ্যে এপ্রিল সেরা নির্বাচিত হওয়া ২৬ বছর বয়সী ম্যাথুসের দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু ও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট। তবে উইন্ডিজ অলরাউন্ডার পুরস্কার জিতেছেন পাকিস্তানের বিপক্ষে গত সিরিজে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের জন্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চায়, রহস্য কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত