ক্রীড়া ডেস্ক
রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ইতিহাস গড়া জয়ের স্মৃতি নিয়ে আগামীকাল সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। তবে আজ বৃষ্টির কারণে অনুশীলন করতে পারেননি মুশফিকুর রহিমরা। গত পরশু অবশ্য নেট অনুশীলনে দেখা গেছে সফরকারী দলের বেশ কয়েকজন খেলোয়াড়কে। রাওয়ালপিন্ডিতে হোয়াইটওয়াশ এড়াতে পাকিস্তান শেষ টেস্টের দলে এনেছে পরিবর্তন। রাখেনি পেসার শাহিন শাহ আফ্রিদিকে।
বাংলাদেশ কি অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে নাকি পরিবর্তন আনবে সেটি এখনো জানা যায়নি। তবে এই সিরিজ শেষে বাংলাদেশের সঙ্গে কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে আর দেখা না-ও যেতে পারে। বিসিবি সভাপতি পদে দায়িত্ব পাওয়ার সপ্তাহখানেকের মধ্যে ফারুক আহমেদ এমন ইঙ্গিত দিয়েছিলেন। বোর্ডে পরিবর্তন আসায় লঙ্কান কোচও যে চাকরি শঙ্কায় আছেন, সেটি আগেভাগে অনুমান করেছিলেন। শেষ টেস্টের আগে আজ রাওয়ালপিন্ডিতে হাথুরুকে আবার সেটি নিয়ে বলতেও হলো। জানালেন, নতুন বোর্ডের সঙ্গে কথা বলতে চান তিনি।
সংবাদ সম্মেলনে হাথুরু থেকে এক সাংবাদিক জানতে চান, ‘বিসিবি সভাপতি বলেছে ভালো কাউকে খুঁজবে, শেষ সিরিজ হতে পারে আপনার’। এ নিয়ে বাংলাদেশ কোচ বলেন, ‘আমি বুঝতে পারছি, যখন নতুন কোনো নেতৃত্ব দায়িত্বে আসে তখন তাদের চিন্তাধারা ভিন্ন হয়। তবে আমি মুখিয়ে আছি তাদের সঙ্গে কথা বলার সুযোগ পাওয়ার জন্য। আমার কাজ হচ্ছে দলকে সেরা উপায়ে তৈরি করা। যে পরিশ্রম আমরা গত কয়েক মাসে করেছি, সেসব নিয়েই আমরা পরের ম্যাচে মনোযোগী আছি।’
প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৫৬৫ রান। মুশফিকের ১৯১ আর সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের ফিফটিতে রানের এই পাহাড় গড়ে সফরকারীরা। অনেক দিন পর ব্যাটারদের এই উন্নতি নিয়ে হাথুরু বলেন, ‘মনে করেন দেখুন, আমরা এর আগে ফলনির্ভর উইকেটে ম্যাচ খেলেছি। সেসব জায়গায় যদি আপনি ২৫০-২৬০ রানও করেন সেটা জেতার মত রান হয়ে যায়। নিউজিল্যান্ড সিরিজে এমনকি শ্রীলঙ্কা সিরিজেও কিছু ক্ষেত্রে এ রকমটা হয়েছে। তবে এই সিরিজে পিচ অনেক ভালো ছিল। এখানের টেস্ট ম্যাচ নিয়ে আমাদের প্রস্তুতি ভিন্ন রকমের ছিল। উইকেটে সময় কাটানোতে জোর দিয়েছি আমরা। তাদের পেসারদের বেশি বল করাতে চেয়েছি আমরা। মাইন্ডসেট, খেলার অ্যাপ্রোচ, গেম প্ল্যান সবকিছুই ভিন্ন ছিল কন্ডিশনের কারণে। উইকেটের কারণে এসব ব্যাপারে পরিবর্তন এনেছি আমরা যার ফলে ভালো করতে পেরেছি।’
রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ইতিহাস গড়া জয়ের স্মৃতি নিয়ে আগামীকাল সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। তবে আজ বৃষ্টির কারণে অনুশীলন করতে পারেননি মুশফিকুর রহিমরা। গত পরশু অবশ্য নেট অনুশীলনে দেখা গেছে সফরকারী দলের বেশ কয়েকজন খেলোয়াড়কে। রাওয়ালপিন্ডিতে হোয়াইটওয়াশ এড়াতে পাকিস্তান শেষ টেস্টের দলে এনেছে পরিবর্তন। রাখেনি পেসার শাহিন শাহ আফ্রিদিকে।
বাংলাদেশ কি অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে নাকি পরিবর্তন আনবে সেটি এখনো জানা যায়নি। তবে এই সিরিজ শেষে বাংলাদেশের সঙ্গে কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে আর দেখা না-ও যেতে পারে। বিসিবি সভাপতি পদে দায়িত্ব পাওয়ার সপ্তাহখানেকের মধ্যে ফারুক আহমেদ এমন ইঙ্গিত দিয়েছিলেন। বোর্ডে পরিবর্তন আসায় লঙ্কান কোচও যে চাকরি শঙ্কায় আছেন, সেটি আগেভাগে অনুমান করেছিলেন। শেষ টেস্টের আগে আজ রাওয়ালপিন্ডিতে হাথুরুকে আবার সেটি নিয়ে বলতেও হলো। জানালেন, নতুন বোর্ডের সঙ্গে কথা বলতে চান তিনি।
সংবাদ সম্মেলনে হাথুরু থেকে এক সাংবাদিক জানতে চান, ‘বিসিবি সভাপতি বলেছে ভালো কাউকে খুঁজবে, শেষ সিরিজ হতে পারে আপনার’। এ নিয়ে বাংলাদেশ কোচ বলেন, ‘আমি বুঝতে পারছি, যখন নতুন কোনো নেতৃত্ব দায়িত্বে আসে তখন তাদের চিন্তাধারা ভিন্ন হয়। তবে আমি মুখিয়ে আছি তাদের সঙ্গে কথা বলার সুযোগ পাওয়ার জন্য। আমার কাজ হচ্ছে দলকে সেরা উপায়ে তৈরি করা। যে পরিশ্রম আমরা গত কয়েক মাসে করেছি, সেসব নিয়েই আমরা পরের ম্যাচে মনোযোগী আছি।’
প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৫৬৫ রান। মুশফিকের ১৯১ আর সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের ফিফটিতে রানের এই পাহাড় গড়ে সফরকারীরা। অনেক দিন পর ব্যাটারদের এই উন্নতি নিয়ে হাথুরু বলেন, ‘মনে করেন দেখুন, আমরা এর আগে ফলনির্ভর উইকেটে ম্যাচ খেলেছি। সেসব জায়গায় যদি আপনি ২৫০-২৬০ রানও করেন সেটা জেতার মত রান হয়ে যায়। নিউজিল্যান্ড সিরিজে এমনকি শ্রীলঙ্কা সিরিজেও কিছু ক্ষেত্রে এ রকমটা হয়েছে। তবে এই সিরিজে পিচ অনেক ভালো ছিল। এখানের টেস্ট ম্যাচ নিয়ে আমাদের প্রস্তুতি ভিন্ন রকমের ছিল। উইকেটে সময় কাটানোতে জোর দিয়েছি আমরা। তাদের পেসারদের বেশি বল করাতে চেয়েছি আমরা। মাইন্ডসেট, খেলার অ্যাপ্রোচ, গেম প্ল্যান সবকিছুই ভিন্ন ছিল কন্ডিশনের কারণে। উইকেটের কারণে এসব ব্যাপারে পরিবর্তন এনেছি আমরা যার ফলে ভালো করতে পেরেছি।’
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১১ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৫ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৬ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৭ ঘণ্টা আগে