নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ছিলেন শোয়েব আখতার। দলের জয় কামনায় অস্থির শোয়েব প্রতি মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে যাচ্ছিলেন। আর জেতার পর কিউইদের বিপক্ষে ৫ উইকেটের এই জয়কে ভিন্ন এক জয় বলে আখ্যা দিয়েছেন সাবেক এই গতি তারকা।
গত মাসে নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান সফর বাতিল করেছিল নিউজিল্যান্ড। কিউইদের বিপক্ষে বিশ্বকাপের এই ম্যাচে জয় পেতে তারা উন্মুখ তখন থেকেই। সবচেয়ে বেশি উন্মুখ ছিলেন গতিদানব শোয়েব। রীতিমতো ‘যুদ্ধের’ ঘোষণা দিয়ে রেখেছিলেন তিনি। কদিন আগে এক টকশোতেও বলেছিলেন, এবার আমাদের লক্ষ্য ভারত নয়, নিউজিল্যান্ড। আজ ম্যাচের আগে শোয়েব সেই পুরোনো কথা আবারও নতুন করে মনে করিয়ে দিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
শারজার গ্যালারিতে থাকা দর্শকদের উদ্দেশ্য করে শোয়েব লিখলেন, ‘খুব বেশি চেঁচামেচি কিংবা উল্লাস করবেন না দয়া করে। কারণ নিরাপত্তার অজুহাতে ম্যাচ বাতিলের আবদার করতে না পেরে নিউজিল্যান্ড ‘শব্দদূষণ’কে বাহানা বানাতে পারে!’ ম্যাচ শুরুর পর পাকিস্তানি বোলারদের দুর্দান্ত বোলিংয়ের পর কিউইকদের কটাক্ষ করে এবার লিখেন, ‘নিউজিল্যান্ড দলের কি মাঠেও এখন নিরাপত্তা দরকার?’ শুধু লিখেই নয় সামাজিকমাধ্যমে ভিডিও পোস্ট করেও মনে ঝাল মেটাচ্ছিলেন এই সাবেক গতি তারকা।
জয়ের পর শোয়েবের গলা যেন আরও চওড়া এবার। সবার আগে মালিকের ২০ বলে ২৬ রানের অপরাজিত ইনিংসটিকে প্রশংসায় ভাসান। তিনি লিখেন, ‘এই শারজাতেই ২২ বছর আগে মালিকের অভিষেক হয়েছিল। এই শারজাতেই এবার পাকিস্তানের জন্য দারুণ কিছু করল মালিক।’ এরপর পুরো দলকে অভিনন্দন জানিয়ে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস লিখেন, ‘ভিন্ন জয়, ভিন্ন কায়দায়। ব্যাটিং লাইনআপের দারুণ প্রদর্শনী। ছেলেরা দারুণ খেলেছে। হারিস, মালিক, আসিফ কী দারুণ!’
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ছিলেন শোয়েব আখতার। দলের জয় কামনায় অস্থির শোয়েব প্রতি মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে যাচ্ছিলেন। আর জেতার পর কিউইদের বিপক্ষে ৫ উইকেটের এই জয়কে ভিন্ন এক জয় বলে আখ্যা দিয়েছেন সাবেক এই গতি তারকা।
গত মাসে নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান সফর বাতিল করেছিল নিউজিল্যান্ড। কিউইদের বিপক্ষে বিশ্বকাপের এই ম্যাচে জয় পেতে তারা উন্মুখ তখন থেকেই। সবচেয়ে বেশি উন্মুখ ছিলেন গতিদানব শোয়েব। রীতিমতো ‘যুদ্ধের’ ঘোষণা দিয়ে রেখেছিলেন তিনি। কদিন আগে এক টকশোতেও বলেছিলেন, এবার আমাদের লক্ষ্য ভারত নয়, নিউজিল্যান্ড। আজ ম্যাচের আগে শোয়েব সেই পুরোনো কথা আবারও নতুন করে মনে করিয়ে দিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
শারজার গ্যালারিতে থাকা দর্শকদের উদ্দেশ্য করে শোয়েব লিখলেন, ‘খুব বেশি চেঁচামেচি কিংবা উল্লাস করবেন না দয়া করে। কারণ নিরাপত্তার অজুহাতে ম্যাচ বাতিলের আবদার করতে না পেরে নিউজিল্যান্ড ‘শব্দদূষণ’কে বাহানা বানাতে পারে!’ ম্যাচ শুরুর পর পাকিস্তানি বোলারদের দুর্দান্ত বোলিংয়ের পর কিউইকদের কটাক্ষ করে এবার লিখেন, ‘নিউজিল্যান্ড দলের কি মাঠেও এখন নিরাপত্তা দরকার?’ শুধু লিখেই নয় সামাজিকমাধ্যমে ভিডিও পোস্ট করেও মনে ঝাল মেটাচ্ছিলেন এই সাবেক গতি তারকা।
জয়ের পর শোয়েবের গলা যেন আরও চওড়া এবার। সবার আগে মালিকের ২০ বলে ২৬ রানের অপরাজিত ইনিংসটিকে প্রশংসায় ভাসান। তিনি লিখেন, ‘এই শারজাতেই ২২ বছর আগে মালিকের অভিষেক হয়েছিল। এই শারজাতেই এবার পাকিস্তানের জন্য দারুণ কিছু করল মালিক।’ এরপর পুরো দলকে অভিনন্দন জানিয়ে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস লিখেন, ‘ভিন্ন জয়, ভিন্ন কায়দায়। ব্যাটিং লাইনআপের দারুণ প্রদর্শনী। ছেলেরা দারুণ খেলেছে। হারিস, মালিক, আসিফ কী দারুণ!’
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দিনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। গতকাল দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্ট গত এক বছরে ১৮ ইনিংসের ৯ বারই ২০০ রানের নিচে অলআউট...
৩ মিনিট আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
১ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
২ ঘণ্টা আগেডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
২ ঘণ্টা আগে