Ajker Patrika

নিজেদের রেকর্ড ভেঙেই জিততে হবে ওয়েস্ট ইন্ডিজকে 

নিজেদের রেকর্ড ভেঙেই জিততে হবে ওয়েস্ট ইন্ডিজকে 

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজেরই। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড গড়েছিল উইন্ডিজরা। ১৯ বছর পর পার্থ স্টেডিয়ামে একই প্রতিপক্ষের বিপক্ষে রেকর্ড গড়ার হাতছানি ক্যারিবীয়দের সামনে। অস্ট্রেলিয়ার দেওয়া ৪৯৮ রানের লক্ষ্যে ৩ উইকেটে ১৯২ রানে আজ চতুর্থ দিনের খেলা শেষ করেছে উইন্ডিজরা।

গতকাল ১ উইকেটে ২৯ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামা অস্ট্রেলিয়ার লিডসহ রান হয়েছিল ৩৪৪ রান। ২ উইকেটে ১৮২ রানে আজ দ্বিতীয় ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। তাতে লিডসহ অজিদের রান হয় ৪৯৭ রান। দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ১০৪ রান করেন মারনাস লাবুশেন। যা লাবুশেনের নবম টেস্ট সেঞ্চুরি। যেখানে এই দুই ইনিংসেই সেঞ্চুরির দেখা পেয়েছেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের মধ্যে একটি করে উইকেট পেয়েছেন কেমার রোচ এবং রস্টন চেজ।

৪৯৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিংয়ে ক্রেগ ব্র্যাথওয়েট ও ত্যাগনারায়ন চন্দরপল মিলে ১১৬ রানের জুটি গড়েছেন। ত্যাগনারায়নকে বোল্ড করে উদ্বোধনী জুটি ভেঙে দেন মিচেল স্টার্ক। ৪৫ রান করেছেন ক্যারিবীয় এই বাঁহাতি ব্যাটার। আর ক্যারিবীয়দের প্রথম ইনিংসের সর্বোচ্চ স্কোরার ব্রাথওয়েট দ্বিতীয় ইনিংসে তুলে নিয়েছেন সেঞ্চুরি। টেস্ট ক্যারিয়ারের ১১ তম সেঞ্চুরি পেয়েছেন এই ওপেনার। ১০১ রানে অপরাজিত থেকে চতুর্থ দিনের খেলা শেষ করেছেন ক্যারিবীয় অধিনায়ক। ২ উইকেট নিয়েছেন নাথান লায়ন এবং ১ উইকেট নিয়েছেন স্টার্ক।

২০০৩ সালে অ্যান্টিগার সেন্ট জোনসে ওয়েস্ট ইন্ডিজকে ৪১৮ রানের লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া। ৩ উইকেটে ম্যাচ জিতে টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজ। ১৯ বছর এই রেকর্ড এখনও অক্ষুণ্ণ আছে। এবার নিজেদের রেকর্ডকেই ছাড়িয়ে যাওয়ার হাতছানি রয়েছে ক্যারিবীয়দের সামনে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত