ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ, শ্রীলঙ্কা দল দুটির সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে আগেই। দুবাইয়ে আজকের ম্যাচ দল দুটির জন্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। ‘বি’ গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে বাংলাদেশকে করতে হবে ২২৯ রান।
দুই দলের ৪ পয়েন্ট হলেও নেট রানরেটের কারণে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলে এগিয়ে শ্রীলঙ্কা। +১.৮৬০ নেট রানরেট নিয়ে শীর্ষে লঙ্কানরা। দুইয়ে থাকা আজিজুল হাকিম তামিমের বাংলাদেশের নেট রানরেট +১.৪৬৩। ম্যাচটি যে দল জিতবে, তারা ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠবে।
টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক বিহাস থেওমিকা। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতে হাঁসফাঁস করতে থাকে লঙ্কানরা। ৮.২ ওভারে ৩ উইকেটে ৩৬ রানে পরিণত হয় শ্রীলঙ্কা। বিপদে পড়া দলটিকে এরপর এগিয়ে নিতে থাকেন বিমাথ দিনসারা। চতুর্থ উইকেটে লাকবিন অভয়সিঙ্গের সঙ্গে ৪০ রানের জুটি গড়ে দিনসারা সামাল দেন প্রাথমিক ধাক্কা। ২৩তম ওভারের প্রথম বলে অভয়সিঙ্গেকে বোল্ড করে জুটি ভাঙেন রিজান হোসেন।
৪২ বলে ২১ রান করা অভয়সিঙ্গে আউট হয়ে যায় শ্রীলঙ্কার স্কোর হয়ে যায় ২২.১ ওভারে ৪ উইকেটে ৭৬ রান। এরপর পঞ্চম ও ষষ্ঠ উইকেটে কাভিজা গামাগে ও বিরান চামুদিথার সঙ্গে ৩০ ও ৪৬ রানের দুটি জুটি গড়তে অবদান রাখেন দিনসারা। সময় যত গড়াতে থাকে, ব্যাটিং গিয়ার বদলাতে থাকে শ্রীলঙ্কা। সপ্তম উইকেটে থেওমিকার সঙ্গে দিনসারার জুটিটি ছিল ৪৪ বলে ৫০ রানের। ৪৬তম ওভারের শেষ বলে থেওমিকাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন রিজান। ২৪ বলে ২২ রান করেন থেওমিকা।
সপ্তম উইকেটের জুটি ভাঙতেই ধস নামতে থাকে শ্রীলঙ্কার ইনিংসে। ২৬ রানে শেষ ৪ উইকেট হারিয়ে ৪৯.২ ওভারে ২২৮ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। শেষ ওভারের দ্বিতীয় বলে দিনসারাকে বোল্ড করে শ্রীলঙ্কার ইনিংসের ইতি টানেন আল ফাহাদ। ১৩২ বলে ১০ চারে ১০৬ রান করেন দিনসারা। বাংলাদেশের সেরা বোলার আল ফাহাদ নিয়েছেন ৪ উইকেট। ৯.২ ওভার বোলিং করে ৫০ রান খরচ করেছেন বাংলাদেশের এই পেসার। রিজান নিয়েছেন ৩ উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ রাফি উজ্জামান রাফি ও মোহাম্মদ ইকবাল হোসেন ইমন।
বাংলাদেশ, শ্রীলঙ্কা দল দুটির সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে আগেই। দুবাইয়ে আজকের ম্যাচ দল দুটির জন্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। ‘বি’ গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে বাংলাদেশকে করতে হবে ২২৯ রান।
দুই দলের ৪ পয়েন্ট হলেও নেট রানরেটের কারণে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলে এগিয়ে শ্রীলঙ্কা। +১.৮৬০ নেট রানরেট নিয়ে শীর্ষে লঙ্কানরা। দুইয়ে থাকা আজিজুল হাকিম তামিমের বাংলাদেশের নেট রানরেট +১.৪৬৩। ম্যাচটি যে দল জিতবে, তারা ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠবে।
টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক বিহাস থেওমিকা। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতে হাঁসফাঁস করতে থাকে লঙ্কানরা। ৮.২ ওভারে ৩ উইকেটে ৩৬ রানে পরিণত হয় শ্রীলঙ্কা। বিপদে পড়া দলটিকে এরপর এগিয়ে নিতে থাকেন বিমাথ দিনসারা। চতুর্থ উইকেটে লাকবিন অভয়সিঙ্গের সঙ্গে ৪০ রানের জুটি গড়ে দিনসারা সামাল দেন প্রাথমিক ধাক্কা। ২৩তম ওভারের প্রথম বলে অভয়সিঙ্গেকে বোল্ড করে জুটি ভাঙেন রিজান হোসেন।
৪২ বলে ২১ রান করা অভয়সিঙ্গে আউট হয়ে যায় শ্রীলঙ্কার স্কোর হয়ে যায় ২২.১ ওভারে ৪ উইকেটে ৭৬ রান। এরপর পঞ্চম ও ষষ্ঠ উইকেটে কাভিজা গামাগে ও বিরান চামুদিথার সঙ্গে ৩০ ও ৪৬ রানের দুটি জুটি গড়তে অবদান রাখেন দিনসারা। সময় যত গড়াতে থাকে, ব্যাটিং গিয়ার বদলাতে থাকে শ্রীলঙ্কা। সপ্তম উইকেটে থেওমিকার সঙ্গে দিনসারার জুটিটি ছিল ৪৪ বলে ৫০ রানের। ৪৬তম ওভারের শেষ বলে থেওমিকাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন রিজান। ২৪ বলে ২২ রান করেন থেওমিকা।
সপ্তম উইকেটের জুটি ভাঙতেই ধস নামতে থাকে শ্রীলঙ্কার ইনিংসে। ২৬ রানে শেষ ৪ উইকেট হারিয়ে ৪৯.২ ওভারে ২২৮ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। শেষ ওভারের দ্বিতীয় বলে দিনসারাকে বোল্ড করে শ্রীলঙ্কার ইনিংসের ইতি টানেন আল ফাহাদ। ১৩২ বলে ১০ চারে ১০৬ রান করেন দিনসারা। বাংলাদেশের সেরা বোলার আল ফাহাদ নিয়েছেন ৪ উইকেট। ৯.২ ওভার বোলিং করে ৫০ রান খরচ করেছেন বাংলাদেশের এই পেসার। রিজান নিয়েছেন ৩ উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ রাফি উজ্জামান রাফি ও মোহাম্মদ ইকবাল হোসেন ইমন।
দীর্ঘ সময় পর মাঠে ফেরা নেইমারকে এখন নিয়মিত দেখা যাচ্ছে সান্তোসের জার্সিতে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি অন্যান্য ব্যাপারেও নেইমার থাকেন আলাপ-আলোচনায়। কদিন আগে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কোটি কোটি টাকা দামের ঘড়ি-জামা নিয়ে চলছে কথাবার্তা।
৩ মিনিট আগেব্যাটিংয়ে অসংখ্য রেকর্ড নিজের নামে করে নিয়েছেন বলে বিরাট কোহলি আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। তবে চ্যাম্পিয়নস ট্রফির আগে ব্যাট হাতে খুব একটা ছন্দে না থাকায় কথাও হচ্ছিল বেশ। কেউ কেউ আবার তাঁর ক্যারিয়ারের শেষ দেখতে শুরু করছিলেন। তবে প্রিয় প্রতিপক্ষ পাকিস্তানকে পেয়ে ঠিকই জ্বলে উঠলেন তিনি। দারুণ এক...
৩৭ মিনিট আগেসেমিফাইনালে এক পা আগে থেকেই দিয়ে রেখেছিল দক্ষিণ আফ্রিকা। আনুষ্ঠানিকতাই ছিল বাকি। করাচিতে গতকাল ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে প্রোটিয়ারা। শেষ চারে প্রতিপক্ষ ঠিক না হলেও আপাতত সেটা নিয়ে ভাবতে চান না দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার মার্কো ইয়ানসেন।
১ ঘণ্টা আগেকাগজে-কলমে হলেও আফগানিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের আশা টিকে ছিল। কিন্তু করাচিতে গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমে ব্যাটিং করে ইংল্যান্ডের হতশ্রী পারফরম্যান্সেই আফগানদের বিদায় নিশ্চিত হয়েছে। বাংলাদেশ তো আগেভাগেই ছিটকে গেছে। আর আইসিসির থেকে বাংলাদেশের চেয়ে বেশি টাকা নিয়ে দেশে ফিরছে...
২ ঘণ্টা আগে