Ajker Patrika

ছেলের কাঁধে ওয়ার্নের মরদেহ, পরিবারের চিরবিদায়

ছেলের কাঁধে ওয়ার্নের মরদেহ, পরিবারের চিরবিদায়

শেন ওয়ার্নের মৃত্যুর পর তিন সপ্তাহ কেটে গেছে। আজ মেলবোর্নের কাছের মানুষেরা বিদায় জানিয়েছেন এই কিংবদন্তিকে। একদম কাছের বন্ধু, পরিবার ও সতীর্থরা ছিলেন প্রথম দফার শেষকৃত্য, ছিলেন তাঁর তিন সন্তান জ্যাকসন, ব্রুক ও সামার। 

ওয়ার্নের বাবা-মা কিথ ও ব্রিজেট তাঁদের বড় ছেলেকে শেষবারের মতো বিদায় জানিয়েছেন। সব মিলিয়ে ৮০ জন উপস্থিত ছিলেন পারিবারিক এই আয়োজনে। 

ক্রিকেটারদের মধ্যে ওয়ার্নকে বিদায় জানাতে আসেন অস্ট্রেলিয়ার তিন সাবেক অধিনায়ক মার্ক টেলর, অ্যালান বোর্ডার, মাইকেল ক্লার্ক। শেষকৃত্য উপস্থিত ছিলেন এক সময় মাঠের সবচেয়ে বড় প্রতিপক্ষ সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। 

কার থেকে নামানো হচ্ছে ওয়ার্নের মরদেহসেইন্ট কিলদা ফুটবল ক্লাবে হওয়া এই অনুষ্ঠানে ওয়ার্নের কাছের বন্ধু ও টেলিভিশন ব্যক্তিত্ব এডি ম্যাকগুইর স্তুতিবাক্য পাঠ করেন। শেষকৃত্যে আমন্ত্রিত অতিথিদের সবাইকে সেন্ট কিলদা স্কার্ফ পরতে বলা হয়। পাশাপাশি ওয়ার্নের কফিনে দুইটি স্কার্ফ দিয়ে মুড়িয়ে দেওয়া হয়। তাঁর কফিন একটি গাড়িতে ভরে পুরো মাঠ ঘুরিয়ে আনা হয়। 

ওয়ার্নের ছেলে জ্যাকসন ও মেয়ে সামার বাবার কফিনে চুমু খেয়ে কান্নায় ভেঙে পড়েন। এ সময় সেন্ট কিলদা ফুটবল ক্লাব মাঠে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২০, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত