১৯৮৬ সালের ৩১ মার্চ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ইমরান খানের সঙ্গে টস করতে নেমেছিলেন গাজী আশরাফ হোসেন লিপু। সেটা ছিল বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ; প্রথম ওয়ানডেও।
৩৬ বছর পর নিজেদের ৪০০ তম ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। হারারেতে আগামীকাল বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে মাইলফলক ছোঁয়ার ম্যাচে অবশ্য কঠিন চ্যালেঞ্জের সামনে পড়তে যাচ্ছে তামিম ইকবালের দল। টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজও খুইয়েছে সফরকারীরা। আজ শেষ ওয়ানডেতে হারলেই ২১ বছর পর জিম্বাবুয়েনদের কাছে ধবলধোলাই হবে দল।
অথচ টি-টোয়েন্টি ও টেস্টে লাগাতার ব্যর্থতার মাঝে আশার বাতিঘর হয়ে ছিল ওয়ানডে। এই সংস্করণকে বেশি পছন্দ ক্রিকেটারদেরও। আইসিসি র্যাঙ্কিংয়ে যোজন-যোজন পিছিয়ে থাকা জিম্বাবুয়েকেও গত কয়েক বছর হেসেখেলে হারিয়েছেন লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু আজ ভিন্ন প্রেক্ষাপটের সামনে পড়তে হচ্ছে দলকে।
তিন যুগ আগে ইমরানের পাকিস্তানের শক্তিশালীর পাকিস্তানের কাছে হারই নিয়তি ছিল বাংলাদেশের। তবে ২০০৪ সালে নিজেদের শততম ওয়ানডেতে হাবিবুল বাশার সুমনের বাংলাদেশ হারিয়ে দেয় ভারতকে। সে ম্যাচ জয়ের নায়ক মাশরাফি আবার অধিনায়ক ছিলেন ৩০০ তম ম্যাচে। প্রতিপক্ষ সেই ভারত। তবে ২০১৫ বিশ্বকাপের সেই বিতর্কিত কোয়ার্টার ফাইনালে ভারতের সঙ্গে পেরে ওঠেনি বাংলাদেশ। মাঝে ২০০৯ সালে সাকিব আল হাসানের নেতৃত্বে অবশ্য ২০০ তম ওয়ানডে জিতেছে বাংলাদেশ।
৪০০ তম ওয়ানডেতে কী ফল অপেক্ষা করছে, জানতে অপেক্ষা করতে হবে আগামীকাল রাত পর্যন্ত।
এক নজরে ওয়ানডেতে বাংলাদেশ
ম্যাচ ৩৯৯
জয় ১৪৩
হার ২৪৯
পরিত্যক্ত/ফল হয়নি ৭
জয়ের শতাংশ ৩৫.৮৪ %
অধিনায়ক ১৪
প্রতিপক্ষ ১৮
১ম ওয়ানডে: ৩১ মার্চ ১৯৮৬
৪০০ তম ওয়ানডে: ১০ আগস্ট ২০২২
দেশে খেলেছে ১৮১ ম্যাচ
বিদেশে খেলেছে ২১৮ ম্যাচ
সবচেয়ে বেশি খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে, ৮০ টি
সবচেয়ে কম খেলেছে হংকং ও আরব আমিরাতের বিপক্ষে,১টি করে
১৯৮৬ সালের ৩১ মার্চ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ইমরান খানের সঙ্গে টস করতে নেমেছিলেন গাজী আশরাফ হোসেন লিপু। সেটা ছিল বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ; প্রথম ওয়ানডেও।
৩৬ বছর পর নিজেদের ৪০০ তম ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। হারারেতে আগামীকাল বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে মাইলফলক ছোঁয়ার ম্যাচে অবশ্য কঠিন চ্যালেঞ্জের সামনে পড়তে যাচ্ছে তামিম ইকবালের দল। টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজও খুইয়েছে সফরকারীরা। আজ শেষ ওয়ানডেতে হারলেই ২১ বছর পর জিম্বাবুয়েনদের কাছে ধবলধোলাই হবে দল।
অথচ টি-টোয়েন্টি ও টেস্টে লাগাতার ব্যর্থতার মাঝে আশার বাতিঘর হয়ে ছিল ওয়ানডে। এই সংস্করণকে বেশি পছন্দ ক্রিকেটারদেরও। আইসিসি র্যাঙ্কিংয়ে যোজন-যোজন পিছিয়ে থাকা জিম্বাবুয়েকেও গত কয়েক বছর হেসেখেলে হারিয়েছেন লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু আজ ভিন্ন প্রেক্ষাপটের সামনে পড়তে হচ্ছে দলকে।
তিন যুগ আগে ইমরানের পাকিস্তানের শক্তিশালীর পাকিস্তানের কাছে হারই নিয়তি ছিল বাংলাদেশের। তবে ২০০৪ সালে নিজেদের শততম ওয়ানডেতে হাবিবুল বাশার সুমনের বাংলাদেশ হারিয়ে দেয় ভারতকে। সে ম্যাচ জয়ের নায়ক মাশরাফি আবার অধিনায়ক ছিলেন ৩০০ তম ম্যাচে। প্রতিপক্ষ সেই ভারত। তবে ২০১৫ বিশ্বকাপের সেই বিতর্কিত কোয়ার্টার ফাইনালে ভারতের সঙ্গে পেরে ওঠেনি বাংলাদেশ। মাঝে ২০০৯ সালে সাকিব আল হাসানের নেতৃত্বে অবশ্য ২০০ তম ওয়ানডে জিতেছে বাংলাদেশ।
৪০০ তম ওয়ানডেতে কী ফল অপেক্ষা করছে, জানতে অপেক্ষা করতে হবে আগামীকাল রাত পর্যন্ত।
এক নজরে ওয়ানডেতে বাংলাদেশ
ম্যাচ ৩৯৯
জয় ১৪৩
হার ২৪৯
পরিত্যক্ত/ফল হয়নি ৭
জয়ের শতাংশ ৩৫.৮৪ %
অধিনায়ক ১৪
প্রতিপক্ষ ১৮
১ম ওয়ানডে: ৩১ মার্চ ১৯৮৬
৪০০ তম ওয়ানডে: ১০ আগস্ট ২০২২
দেশে খেলেছে ১৮১ ম্যাচ
বিদেশে খেলেছে ২১৮ ম্যাচ
সবচেয়ে বেশি খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে, ৮০ টি
সবচেয়ে কম খেলেছে হংকং ও আরব আমিরাতের বিপক্ষে,১টি করে
১১ বছর আগে ঘরের মাঠে অঘটনের শিকার হওয়ার দুঃসহ স্মৃতি ফিরে আসছিল বারবার। সেই ঘায়ে প্রলেপ লাগাতেই এশিয়া কাপে আজ হংকংয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদ-তানজিম হাসানরা বল হাতে এনে দিয়েছেন দুর্দান্ত শুরু। ব্যাটিংয়ে নেমে হংকং তাই খানিকটা হাবুডুবুই খাচ্ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ২ উইকেট
২০ মিনিট আগে‘ইতিহাস তৈরিই হয় ভাঙার জন্য’— এশিয়া কাপের ক্যাপ্টেনস মিটে বেশ আত্মবিশ্বাস নিয়ে কথাটি বলেন লিটন দাস। এবার তা মাঠে প্রতিফলন করার পালা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগেএশিয়া কাপে জাতীয় দলের ব্যস্ততা থাকায় এবার জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টিতে দেখা যাবে না লিটন দাস, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, পারভেজ হোসেন ইমন, তানজিদ তামিম, মোস্তাফিজুর রহমান বা জাকের আলীদের। তবে তাঁরা পুরোপুরি বাদ পড়েননি, বিভিন্ন দলের স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে তাঁদের নাম।
২ ঘণ্টা আগেপাকিস্তান-ভারত ম্যাচকে ঘিরে দর্শকদের আগ্রহ বরাবরই শীর্ষে। চলতি এশিয়া কাপেও গ্রুপপর্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দুটি দেশের লড়াই দেখার জন্য তাকিয়ে ক্রিকেট বিশ্ব। তবে ম্যাচটির টিকিট নিয়ে এবার দর্শকদের মধ্যে কাড়াকাড়ি নেই। এই পরিস্থিতিতে ম্যাচটির টিকিটের দাম কমিয়েছে কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে