নিজস্ব প্রতিবেদক, ঢাকা
একদিন আগেই নুরুল হাসান সোহান বলেছেন, ‘১৫–২০ জন বা যে কজনই দলে থাকি না কেন, আমরা মন থেকে চাই যে ১১ জন মাঠে খেলছে তাঁরা যেন ভালো করে। সবাই সবাইকে সহায়তা করে।’
সেই সহায়তার নমুনাই যেন দেখা গেল আজ মিরপুরে। টেস্টে লিটন দাসের কাছে কিপিং হারানো মুশফিকুর রহিম এবার সাদা বলের ক্রিকেটেও কিপিং করা নিয়ে পড়েছেন ‘কঠিন পরীক্ষায়।’ আর সেই লড়াইটা সোহানের সঙ্গেই। তবে সব প্রতিদ্বন্দ্বিতা ভুলে সোহানই কিপিং অনুশীলনে সহায়তা করলেন মুশফিককে!
ঘটনাটি আজ দুপুরের আড়াইটার দিকের। মিরপুর শেরেবাংলার মাঝ উইকেটের পাশে মুশফিককে তখন কিপিং অনুশীলন করাচ্ছিলেন দলের ট্রেনার নিক লি। এ সময় পাশ দিয়ে ব্যাটিং অনুশীলনের জন্য উইকেটের দিকে যাচ্ছিলেন সোহান। এই উইকেটকিপার-ব্যাটসম্যান ব্যাটটা রেখেই ছুটে আসলেন মুশফিক আর নিক লির দিকে।
পরে নিক লি ব্যাট হাতে দাঁড়ালেন, আর উইকেটের পেছনে মুশফিক। সোহানের ছোঁড়া বল নিকের ব্যাট ছুঁয়ে যাচ্ছিল মুশফিকের গ্লাভসে। এভাবে প্রায় ১৫ মিনিট ধরে চলল মুশফিকের ক্যাচিং প্র্যাকটিস। তিনি অনুশীলন শেষ করলে সোহানও চলে গেলেন ব্যাটিং অনুশীলনের জন্য।
বুধবার থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে আজ দুপুরে মিরপুরে দ্বিতীয় দিনের অনুশীলন শুরু করে বাংলাদেশ। টিম বাস থেকেই নেমেই মুশফিক সবার আগে ঢুকে পড়েন মিরপুরে। প্রথমে কিছুক্ষণ সারেন ব্যাটিং অনুশীলন। এরপর শুরু করেন উইকেটকিপিং অনুশীলন।
পারিবারিক কারণ ও অস্ট্রেলিয়ার কড়া কোয়ারেন্টিন শর্তের ফাঁদে পড়ে মুশফিক এবং লিটন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেলতে পারেননি। মুশফিক মিস করেছেন জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও। চোটে পড়ায় লিটন খেলতে পারেননি জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচ।
মুশফিক ও লিটন না খেলায় জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া সিরিজে মূল উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেছেন সোহান। অবশ্য জিম্বাবুয়েতে লিটন খেলার পরও যে ম্যাচে সুযোগ পেয়েছেন, কিপিং করেছেন সোহানই।
প্রায় তিন বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সোহান উইকেটের সামনে ও পেছনে আস্থার আরেক নাম হয়ে উঠেছেন। একাদশে থাকার যোগ্য দাবিদারও হয়ে উঠেছেন তিনি। মুশফিক না সোহান—কিপিং কে করবেন, সেই প্রশ্নও তাই সামনে এসেছে।
অবশ্য আজ বাংলাদেশের প্রথম ঘণ্টার অনুশীলন পর্ব দেখার পর আঁচ করা গেল, নিউজিল্যান্ডে সিরিজে মুশফিকই উইকেটের পেছনে দাঁড়াবেন। দলে থাকা তিন উইকেটকিপার ব্যাটসম্যানের মধ্যে যে আজ কিপিং অনুশীলন করেছেন শুধু মুশফিকই! বাকি দুজন সোহান ও লিটন দাস ব্যস্ত ছিলেন ব্যাটিং আর ফিল্ডিং অনুশীলন নিয়েই।
একদিন আগেই নুরুল হাসান সোহান বলেছেন, ‘১৫–২০ জন বা যে কজনই দলে থাকি না কেন, আমরা মন থেকে চাই যে ১১ জন মাঠে খেলছে তাঁরা যেন ভালো করে। সবাই সবাইকে সহায়তা করে।’
সেই সহায়তার নমুনাই যেন দেখা গেল আজ মিরপুরে। টেস্টে লিটন দাসের কাছে কিপিং হারানো মুশফিকুর রহিম এবার সাদা বলের ক্রিকেটেও কিপিং করা নিয়ে পড়েছেন ‘কঠিন পরীক্ষায়।’ আর সেই লড়াইটা সোহানের সঙ্গেই। তবে সব প্রতিদ্বন্দ্বিতা ভুলে সোহানই কিপিং অনুশীলনে সহায়তা করলেন মুশফিককে!
ঘটনাটি আজ দুপুরের আড়াইটার দিকের। মিরপুর শেরেবাংলার মাঝ উইকেটের পাশে মুশফিককে তখন কিপিং অনুশীলন করাচ্ছিলেন দলের ট্রেনার নিক লি। এ সময় পাশ দিয়ে ব্যাটিং অনুশীলনের জন্য উইকেটের দিকে যাচ্ছিলেন সোহান। এই উইকেটকিপার-ব্যাটসম্যান ব্যাটটা রেখেই ছুটে আসলেন মুশফিক আর নিক লির দিকে।
পরে নিক লি ব্যাট হাতে দাঁড়ালেন, আর উইকেটের পেছনে মুশফিক। সোহানের ছোঁড়া বল নিকের ব্যাট ছুঁয়ে যাচ্ছিল মুশফিকের গ্লাভসে। এভাবে প্রায় ১৫ মিনিট ধরে চলল মুশফিকের ক্যাচিং প্র্যাকটিস। তিনি অনুশীলন শেষ করলে সোহানও চলে গেলেন ব্যাটিং অনুশীলনের জন্য।
বুধবার থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে আজ দুপুরে মিরপুরে দ্বিতীয় দিনের অনুশীলন শুরু করে বাংলাদেশ। টিম বাস থেকেই নেমেই মুশফিক সবার আগে ঢুকে পড়েন মিরপুরে। প্রথমে কিছুক্ষণ সারেন ব্যাটিং অনুশীলন। এরপর শুরু করেন উইকেটকিপিং অনুশীলন।
পারিবারিক কারণ ও অস্ট্রেলিয়ার কড়া কোয়ারেন্টিন শর্তের ফাঁদে পড়ে মুশফিক এবং লিটন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেলতে পারেননি। মুশফিক মিস করেছেন জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও। চোটে পড়ায় লিটন খেলতে পারেননি জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচ।
মুশফিক ও লিটন না খেলায় জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া সিরিজে মূল উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেছেন সোহান। অবশ্য জিম্বাবুয়েতে লিটন খেলার পরও যে ম্যাচে সুযোগ পেয়েছেন, কিপিং করেছেন সোহানই।
প্রায় তিন বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সোহান উইকেটের সামনে ও পেছনে আস্থার আরেক নাম হয়ে উঠেছেন। একাদশে থাকার যোগ্য দাবিদারও হয়ে উঠেছেন তিনি। মুশফিক না সোহান—কিপিং কে করবেন, সেই প্রশ্নও তাই সামনে এসেছে।
অবশ্য আজ বাংলাদেশের প্রথম ঘণ্টার অনুশীলন পর্ব দেখার পর আঁচ করা গেল, নিউজিল্যান্ডে সিরিজে মুশফিকই উইকেটের পেছনে দাঁড়াবেন। দলে থাকা তিন উইকেটকিপার ব্যাটসম্যানের মধ্যে যে আজ কিপিং অনুশীলন করেছেন শুধু মুশফিকই! বাকি দুজন সোহান ও লিটন দাস ব্যস্ত ছিলেন ব্যাটিং আর ফিল্ডিং অনুশীলন নিয়েই।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১৪ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৭ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৮ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৯ ঘণ্টা আগে