পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিএসএল) চেয়ারম্যান হওয়ার পর ধারাভাষ্য ছাড়তে হয়েছে রমিজ রাজাকে। অথচ খেলোয়াড়ি জীবন শেষে ধারাভাষ্যকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন তিনি।
এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ধারাভাষ্য প্যানেলে রমিজ না থাকায় কমেন্ট্রি বক্সেরও কোথায় যেন অপূর্ণতা ভর করেছে। সেটি টের পাচ্ছেন এরিন হল্যান্ড।
পিএসএলে উপস্থাপিকা হিসেবে কাজ করা এই অস্ট্রেলিয়ান সুন্দরী জানিয়েছেন, ধারাভাষ্যকার রমিজকে মিস করছেন তিনি ও তাঁর সহকর্মীরা।
৩২ বছর বয়সী এরিন একাধারে মডেল, সংগীত শিল্পী, অনুষ্ঠানের সঞ্চালক, নৃত্য শিল্পী, উপস্থাপিকা ও সমাজ সেবিকা। ২০১৩ সালে ‘মিস ওয়ার্ল্ড অস্ট্রেলিয়া’ খেতাব জয়ী এরিনের আরেকটি পরিচয় আছে। তিনি অজি অলরাউন্ডার বেন কাটিংয়ের স্ত্রী।
পিএসএলে এ বছর পেশাওয়ার জালমির হয়ে খেলছেন কাটিং। স্ত্রী এরিন যথারীতি আছেন উপস্থাপিকার ভূমিকায়। গতকাল বিশ্ব ভালোবাসা দিবসটি ছিল এই দম্পতির প্রথম বিবাহ বার্ষিকী। গত বছরের ১৪ ফেব্রুয়ারি সংসার জীবন শুরু করেন তাঁরা। পিএসএল চলায় পাকিস্তানেই বিশেষ দিনটি উদ্যাপন করেছেন কাটিং-এরিন।
টুইটারে এরিনকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন রমিজ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ঐতিহ্যবাহী অটো রিকশায় চড়া এরিনের একটি ভিডিও আপলোড করে পিসিবি প্রধান লিখেছেন, ‘শুভ বিবাহ বার্ষিকী। তুমি আমাদের সেরাদের একজন এরিন! পিএসএলের জৌলুশ বাড়ানোয় ধন্যবাদ। তোমার আরোহণ সুন্দর হোক।’
সেই শুভেচ্ছা বার্তা শেয়ার করে এরিন লিখেছেন, ‘আমরা তোমাকে ভীষণ মিস করছি রাম্বো (রমিজের ডাক নাম)।’
পিসিবির শীর্ষ পদে হয়েই আমূল পরিবর্তনের ডাক দেন রমিজ রাজা। সে চেষ্টায় সফলই বলা চলে তাঁকে।
রমিজ দায়িত্ব নেওয়ার পর ম্যাথু হেইডেন, ভারনন ফিলান্ডার, শন টেইটের মতো তারকাদের পাকিস্তান দলের পরামর্শক বানিয়ে এনেছেন। বাবর আজম-মোহাম্মদ রিজওয়ান-শাহিন আফ্রিদিরাও তাঁদের খেলা দিয়ে সবার মন জিতে নিয়েছেন।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে পাকিস্তান। বাংলাদেশ সফরে মাহমুদউল্লাহ রিয়াদ-মুমিনুল হকদের করেছে নাস্তানাবুদ। এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে দিয়েছে ধবলধোলাইয়ের স্বাদ।
তারকা খেলোয়াড়, খ্যাতিমান ধারাভাষ্যকার ও জনপ্রিয় উপস্থাপকদের এনে দেশটির সবচেয়ে জাঁকজমকপূর্ণ ঘরোয়া আসর পাকিস্তান সুপার লিগকে (পিএসএল) রমিজ দিয়েছেন ভিন্ন মাত্রা।
ক্রিকেট কূটনীতিতেও পিছিয়ে নেই প্রধানমন্ত্রী ইমরান খানের আস্থাভাজন রমিজ। সব ঠিক থাকলে এ মাসেই পাকিস্তান সফরে যাবে পূর্ণশক্তির অস্ট্রেলিয়া দল। এ বছর যাওয়ার কথা নিউজিল্যান্ড ও ইংল্যান্ডেরও।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিএসএল) চেয়ারম্যান হওয়ার পর ধারাভাষ্য ছাড়তে হয়েছে রমিজ রাজাকে। অথচ খেলোয়াড়ি জীবন শেষে ধারাভাষ্যকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন তিনি।
এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ধারাভাষ্য প্যানেলে রমিজ না থাকায় কমেন্ট্রি বক্সেরও কোথায় যেন অপূর্ণতা ভর করেছে। সেটি টের পাচ্ছেন এরিন হল্যান্ড।
পিএসএলে উপস্থাপিকা হিসেবে কাজ করা এই অস্ট্রেলিয়ান সুন্দরী জানিয়েছেন, ধারাভাষ্যকার রমিজকে মিস করছেন তিনি ও তাঁর সহকর্মীরা।
৩২ বছর বয়সী এরিন একাধারে মডেল, সংগীত শিল্পী, অনুষ্ঠানের সঞ্চালক, নৃত্য শিল্পী, উপস্থাপিকা ও সমাজ সেবিকা। ২০১৩ সালে ‘মিস ওয়ার্ল্ড অস্ট্রেলিয়া’ খেতাব জয়ী এরিনের আরেকটি পরিচয় আছে। তিনি অজি অলরাউন্ডার বেন কাটিংয়ের স্ত্রী।
পিএসএলে এ বছর পেশাওয়ার জালমির হয়ে খেলছেন কাটিং। স্ত্রী এরিন যথারীতি আছেন উপস্থাপিকার ভূমিকায়। গতকাল বিশ্ব ভালোবাসা দিবসটি ছিল এই দম্পতির প্রথম বিবাহ বার্ষিকী। গত বছরের ১৪ ফেব্রুয়ারি সংসার জীবন শুরু করেন তাঁরা। পিএসএল চলায় পাকিস্তানেই বিশেষ দিনটি উদ্যাপন করেছেন কাটিং-এরিন।
টুইটারে এরিনকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন রমিজ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ঐতিহ্যবাহী অটো রিকশায় চড়া এরিনের একটি ভিডিও আপলোড করে পিসিবি প্রধান লিখেছেন, ‘শুভ বিবাহ বার্ষিকী। তুমি আমাদের সেরাদের একজন এরিন! পিএসএলের জৌলুশ বাড়ানোয় ধন্যবাদ। তোমার আরোহণ সুন্দর হোক।’
সেই শুভেচ্ছা বার্তা শেয়ার করে এরিন লিখেছেন, ‘আমরা তোমাকে ভীষণ মিস করছি রাম্বো (রমিজের ডাক নাম)।’
পিসিবির শীর্ষ পদে হয়েই আমূল পরিবর্তনের ডাক দেন রমিজ রাজা। সে চেষ্টায় সফলই বলা চলে তাঁকে।
রমিজ দায়িত্ব নেওয়ার পর ম্যাথু হেইডেন, ভারনন ফিলান্ডার, শন টেইটের মতো তারকাদের পাকিস্তান দলের পরামর্শক বানিয়ে এনেছেন। বাবর আজম-মোহাম্মদ রিজওয়ান-শাহিন আফ্রিদিরাও তাঁদের খেলা দিয়ে সবার মন জিতে নিয়েছেন।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে পাকিস্তান। বাংলাদেশ সফরে মাহমুদউল্লাহ রিয়াদ-মুমিনুল হকদের করেছে নাস্তানাবুদ। এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে দিয়েছে ধবলধোলাইয়ের স্বাদ।
তারকা খেলোয়াড়, খ্যাতিমান ধারাভাষ্যকার ও জনপ্রিয় উপস্থাপকদের এনে দেশটির সবচেয়ে জাঁকজমকপূর্ণ ঘরোয়া আসর পাকিস্তান সুপার লিগকে (পিএসএল) রমিজ দিয়েছেন ভিন্ন মাত্রা।
ক্রিকেট কূটনীতিতেও পিছিয়ে নেই প্রধানমন্ত্রী ইমরান খানের আস্থাভাজন রমিজ। সব ঠিক থাকলে এ মাসেই পাকিস্তান সফরে যাবে পূর্ণশক্তির অস্ট্রেলিয়া দল। এ বছর যাওয়ার কথা নিউজিল্যান্ড ও ইংল্যান্ডেরও।
মেয়েদের ফিফা বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। আজ ২০২৫ মেয়েদের ইউরোর ফাইনালও জিতলে বিশ্বের দ্বিতীয় দল হিসেবে টানা বিশ্বকাপ ও ইউরোর শিরোপা জিতবে তারা। মেয়েদের ফুটবলে বিরল এই কীর্তি আছে কেবল জার্মান মেয়েদেরই। ২০০৭ ও ২০০৯ সালে টানা এই দুটি শিরোপা জিতেছিল তারা। আজ মেয়েদের ইউরোর ফাইনালে ডিফেন্ডিং
৩৯ মিনিট আগেহেডিংলি ও এজবাস্টন টেস্টে রানের ফোয়ারা ছুটিয়ে কিছুটা ঝিমিয়ে পড়েছিলেন শুবমান গিল। লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে হাসেনি তাঁর ব্যাট। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে প্রথম ইনিংসে করেন ১২ রান। ভারতের নবাগত টেস্ট অধিনায়ক হয়তো ভাবলেন, এভাবে আর কত! দলের প্রয়োজনের সময় ঠিকই জ্বলে উঠলেন তিনি।
১ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে জয় এখন যেন ওয়েস্ট ইন্ডিজের কাছে ‘সোনার হরিণ’। তিন ম্যাচের টেস্ট সিরিজে তো উইন্ডিজকে নাজেহাল করেছে অস্ট্রেলিয়া। এবার পছন্দের ফরম্যাট টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজ পেরে উঠছে না অজিদের সঙ্গে। সব মিলিয়ে এখন পর্যন্ত চলতি সিরিজে ঘরের মাঠে ক্যারিবীয়রা সাত ম্যাচের সাতটিতেই হেরেছে
২ ঘণ্টা আগেবয়স ৩৮ বছর পেরোলেও লিওনেল মেসিকে দেখে সেটা যে বোঝার উপায় নেই। গোলের পর গোল করে চলেছেন। সতীর্থদের দিয়েও করাচ্ছেন গোল। ছন্দে থাকা এই মেসিকে আজ পেল না ইন্টার মায়ামি। আর্জেন্টাইন কিংবদন্তি না থাকার অভাব হাড়ে হাড়ে টের পেল মায়ামি।
২ ঘণ্টা আগে