Ajker Patrika

রমিজ রাজাকে মিস করছেন সুন্দরী উপস্থাপিকা

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিএসএল) চেয়ারম্যান হওয়ার পর ধারাভাষ্য ছাড়তে হয়েছে রমিজ রাজাকে। অথচ খেলোয়াড়ি জীবন শেষে ধারাভাষ্যকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন তিনি।

এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ধারাভাষ্য প্যানেলে রমিজ না থাকায় কমেন্ট্রি বক্সেরও কোথায় যেন অপূর্ণতা ভর করেছে। সেটি টের পাচ্ছেন এরিন হল্যান্ড। 

পিএসএলে উপস্থাপিকা হিসেবে কাজ করা এই অস্ট্রেলিয়ান সুন্দরী জানিয়েছেন, ধারাভাষ্যকার রমিজকে মিস করছেন তিনি ও তাঁর সহকর্মীরা। 

৩২ বছর বয়সী এরিন একাধারে মডেল, সংগীত শিল্পী, অনুষ্ঠানের সঞ্চালক, নৃত্য শিল্পী, উপস্থাপিকা ও সমাজ সেবিকা। ২০১৩ সালে ‘মিস ওয়ার্ল্ড অস্ট্রেলিয়া’ খেতাব জয়ী এরিনের আরেকটি পরিচয় আছে। তিনি অজি অলরাউন্ডার বেন কাটিংয়ের স্ত্রী। 

এই মৌসুমে পেশাওয়ার জালমিতে খেলছেন এরিনের ক্রিকেটার স্বামী বেন কাটিংপিএসএলে এ বছর পেশাওয়ার জালমির হয়ে খেলছেন কাটিং। স্ত্রী এরিন যথারীতি আছেন উপস্থাপিকার ভূমিকায়। গতকাল বিশ্ব ভালোবাসা দিবসটি ছিল এই দম্পতির প্রথম বিবাহ বার্ষিকী। গত বছরের ১৪ ফেব্রুয়ারি সংসার জীবন শুরু করেন তাঁরা। পিএসএল চলায় পাকিস্তানেই বিশেষ দিনটি উদ্‌যাপন করেছেন কাটিং-এরিন। 

টুইটারে এরিনকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন রমিজ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ঐতিহ্যবাহী অটো রিকশায় চড়া এরিনের একটি ভিডিও আপলোড করে পিসিবি প্রধান লিখেছেন, ‘শুভ বিবাহ বার্ষিকী। তুমি আমাদের সেরাদের একজন এরিন! পিএসএলের জৌলুশ বাড়ানোয় ধন্যবাদ। তোমার আরোহণ সুন্দর হোক।’ 

সেই শুভেচ্ছা বার্তা শেয়ার করে এরিন লিখেছেন, ‘আমরা তোমাকে ভীষণ মিস করছি রাম্বো (রমিজের ডাক নাম)।’ 

পিসিবির শীর্ষ পদে হয়েই আমূল পরিবর্তনের ডাক দেন রমিজ রাজা। সে চেষ্টায় সফলই বলা চলে তাঁকে। 

রমিজ দায়িত্ব নেওয়ার পর ম্যাথু হেইডেন, ভারনন ফিলান্ডার, শন টেইটের মতো তারকাদের পাকিস্তান দলের পরামর্শক বানিয়ে এনেছেন। বাবর আজম-মোহাম্মদ রিজওয়ান-শাহিন আফ্রিদিরাও তাঁদের খেলা দিয়ে সবার মন জিতে নিয়েছেন। 

উপস্থাপনার ফাঁকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের ঐতিহ্যবাহী অটো রিকশায় এরিনগত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে পাকিস্তান। বাংলাদেশ সফরে মাহমুদউল্লাহ রিয়াদ-মুমিনুল হকদের করেছে নাস্তানাবুদ। এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে দিয়েছে ধবলধোলাইয়ের স্বাদ। 

তারকা খেলোয়াড়, খ্যাতিমান ধারাভাষ্যকার ও জনপ্রিয় উপস্থাপকদের এনে দেশটির সবচেয়ে জাঁকজমকপূর্ণ ঘরোয়া আসর পাকিস্তান সুপার লিগকে (পিএসএল) রমিজ দিয়েছেন ভিন্ন মাত্রা। 

ক্রিকেট কূটনীতিতেও পিছিয়ে নেই প্রধানমন্ত্রী ইমরান খানের আস্থাভাজন রমিজ। সব ঠিক থাকলে এ মাসেই পাকিস্তান সফরে যাবে পূর্ণশক্তির অস্ট্রেলিয়া দল। এ বছর যাওয়ার কথা নিউজিল্যান্ড ও ইংল্যান্ডেরও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত