অনলাইন ডেস্ক
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শিরোপা জয়ের পথে দারুণ পারফরম্যান্সে নজর কেড়েছেন পেসার ইকবাল হোসেন ইমন। ১৩ উইকেট নিয়ে হয়েছেন টুর্নামেন্ট সেরা। ফাইনালে ভারতের বিপক্ষে ২৪ রানে ৩ উইকেট শিকার করে জিতে নিয়েছেন ম্যাচসেরার পুরস্কারও। যেন স্বপ্নের মতো এক টুর্নামেন্ট কাটিয়েছেন ইমন। তবে তাঁর স্বপ্ন এখানেই থেমে নেই। এশিয়া কাপের পর এবার তার চোখ বিশ্বকাপ জয়ের দিকে।
পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে দুর্দান্ত বোলিংয়ে নিজের জাত চিনিয়েছেন ইমন। ২৪ রান দিয়ে নিয়েছিলেন ৪ উইকেট। পাকিস্তানের মিডল অর্ডারকে ভেঙে দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। দলের জয়ের পেছনে ছিল তাঁর এই পারফরম্যান্সের গুরুত্বপূর্ণ ভূমিকা।
আর আজ দুবাইয়ে ফাইনাল ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইমন বলেন, ‘আজ শিরোপা জিতেছি, খুব ভালো লাগছে। আমাদের দলের পারফরম্যান্স ছিল অসাধারণ। দ্রুত উইকেট তুলে নিতে পেরেছি এবং এই মাধ্যমে দলকে সহায়তা করতে পেরেছি। তবে এশিয়া কাপই শেষ নয়, আমাদের সামনে আরও চ্যালেঞ্জ আছে। বিশ্বকাপের জন্য সবার দোয়া চাই, যেন দেশের জন্য সেই শিরোপা এনে দিতে পারি।’
টুর্নামেন্টে দলের পারফরম্যান্সের কথা বলতে গিয়ে ইমন আরও বলেন, ‘আমাদের দলের মধ্যে আত্মবিশ্বাস আর সমন্বয় ছিল দারুণ। আমরা ১৫ জন ছিলাম, ১১ জন মাঠে খেলেছি আর বাকি ৪ জন তাদের সাপোর্ট দিয়ে গেছে। এই বিশ্বাসই আমাদের চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছে। টিম ম্যানেজমেন্টও অনেক সাপোর্ট দিয়েছে, মানসিকভাবে আমাদের চাঙা রেখেছে। আলহামদুলিল্লাহ, আমরা সফল হয়েছি। আশা করি, সামনেও সবার সাপোর্ট পাব।’
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শিরোপা জয়ের পথে দারুণ পারফরম্যান্সে নজর কেড়েছেন পেসার ইকবাল হোসেন ইমন। ১৩ উইকেট নিয়ে হয়েছেন টুর্নামেন্ট সেরা। ফাইনালে ভারতের বিপক্ষে ২৪ রানে ৩ উইকেট শিকার করে জিতে নিয়েছেন ম্যাচসেরার পুরস্কারও। যেন স্বপ্নের মতো এক টুর্নামেন্ট কাটিয়েছেন ইমন। তবে তাঁর স্বপ্ন এখানেই থেমে নেই। এশিয়া কাপের পর এবার তার চোখ বিশ্বকাপ জয়ের দিকে।
পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে দুর্দান্ত বোলিংয়ে নিজের জাত চিনিয়েছেন ইমন। ২৪ রান দিয়ে নিয়েছিলেন ৪ উইকেট। পাকিস্তানের মিডল অর্ডারকে ভেঙে দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। দলের জয়ের পেছনে ছিল তাঁর এই পারফরম্যান্সের গুরুত্বপূর্ণ ভূমিকা।
আর আজ দুবাইয়ে ফাইনাল ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইমন বলেন, ‘আজ শিরোপা জিতেছি, খুব ভালো লাগছে। আমাদের দলের পারফরম্যান্স ছিল অসাধারণ। দ্রুত উইকেট তুলে নিতে পেরেছি এবং এই মাধ্যমে দলকে সহায়তা করতে পেরেছি। তবে এশিয়া কাপই শেষ নয়, আমাদের সামনে আরও চ্যালেঞ্জ আছে। বিশ্বকাপের জন্য সবার দোয়া চাই, যেন দেশের জন্য সেই শিরোপা এনে দিতে পারি।’
টুর্নামেন্টে দলের পারফরম্যান্সের কথা বলতে গিয়ে ইমন আরও বলেন, ‘আমাদের দলের মধ্যে আত্মবিশ্বাস আর সমন্বয় ছিল দারুণ। আমরা ১৫ জন ছিলাম, ১১ জন মাঠে খেলেছি আর বাকি ৪ জন তাদের সাপোর্ট দিয়ে গেছে। এই বিশ্বাসই আমাদের চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছে। টিম ম্যানেজমেন্টও অনেক সাপোর্ট দিয়েছে, মানসিকভাবে আমাদের চাঙা রেখেছে। আলহামদুলিল্লাহ, আমরা সফল হয়েছি। আশা করি, সামনেও সবার সাপোর্ট পাব।’
ম্যাচের আগে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের বাইরে গলা ফাটাচ্ছিলেন হাজারো মানুষ। তাই ছাদ ঢাকা গ্যালারির আবহ কেমন হবে তা আগে থেকে আন্দাজ করা যাচ্ছিল বেশ। কিন্তু দিনশেষে সমর্থকদের ফিরতে হয় হতাশ হয়ে। প্রত্যাবর্তনের যে স্বপ্ন নিয়ে ঘরের মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ, তা স্বপ্নই থেকে গেল৷
৩ ঘণ্টা আগেজিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
৯ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৯ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল।
১১ ঘণ্টা আগে