নিজস্ব প্রতিবেদক, চেন্নাই থেকে
চেন্নাইয়ে প্রথম টেস্টে ২৮০ রানে হারের পর এমনিতেই তোপের মুখে বাংলাদেশ ক্রিকেট দল। একই সঙ্গে সাকিব আল হাসানের কারণে আরও বেকায়দায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে সাকিব খেলতে পারবেন কি না, সেটা নিয়ে বিসিবির কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
ব্যাটিংটা যাচ্ছেতাই হলেও বোলিংয়ে তুলনামূলক ছন্দে সাকিব। সেই সাকিবকে গতকাল শেষ হওয়া বাংলাদেশ-ভারত প্রথম টেস্টে দেখা গেল অন্য রূপে। কোনো উইকেট তো পানইনি, ২১ ওভার বোলিং করে রান বিলিয়েছেন মুক্ত হস্তে (ইকোনমি ৬.১৪)। এমনকি গতকাল বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সংবাদ সম্মেলনে কথা বলতে হয়েছিল সাকিবকে পরের টেস্টে বাদ দেওয়া হবে কি না। বাংলাদেশ অধিনায়ক এটাকে বলেছিলেন ‘সাহসী সিদ্ধান্ত’। শান্তও উত্তর দিয়েছিলেন কৌশলে।
শান্তর পর বিসিবি নির্বাচক হান্নান সরকারকে আজ বারবার কথা বলতে হয়েছে সাকিব প্রসঙ্গে। চেন্নাইয়ে বাংলাদেশের টিম হোটেল আইটিসি গ্রেন্ড চোলায় সাংবাদিকদের হান্নান বলেন, ‘দ্বিতীয় টেস্টের আগে যেহেতু সময় আছে, আমাদেরও দেখার সুযোগ রয়েছে। সাকিব এমন একজন খেলোয়াড়, সে যদি খেলতে না পারে, যদি মনে হয় সে বোলিং করতে পারবে না, তাহলে ব্যাটার হিসেবে খেলতে পারে। আর সে যদি মনে করে বোলিং-ব্যাটিং কিছুই পারবে না করতে, তাহলে প্রেক্ষাপট ভিন্ন। সময় যেহেতু আছে। আমরা তাই দেখেশুনে সিদ্ধান্ত নেব।’
চেন্নাইয়ে খেলার আগে সাকিব ইংল্যান্ডে কাউন্টি খেলে এসেছেন। সারের হয়ে যে ম্যাচ খেলেছেন, ৬৩.২ ওভার বোলিং করে ৯ উইকেট। টন্টনে টানা ২৮ ওভার বোলিং করেছেন। সেই সাকিব এবার পরশু চেন্নাইয়ে তৃতীয় দিনের খেলা শুরুর আগে ধারাভাষ্যকার মুরালি কার্তিকের সঙ্গে চোটের ব্যাপারে কথা বলেন। মুরালির কথা শুনে বিস্ময় প্রকাশ করেছিলেন সদ্য ধারাভাষ্যকার তামিম ইকবালও। সাকিবের চোট নিয়ে হান্নান আজ বলেন, ‘সরাসরি এটাকে চোট বলতে পারবেন না। ছোট ছোট কিছু ব্যাপার থাকে। যে আঙুলটায় অসুবিধা হয়েছিল, সেটা ম্যাচের আগে সে অনুভব করতে পারেনি। বোলিং শুরু করার পর বুঝতে পেরেছে। সাকিবের হাতে চোট লেগেছে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে। সেখানে চোট ছিল। সেদিক থেকে কিছুটা তো ব্যথা রয়েছে।’
কানপুরে ২৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট। সেই টেস্টের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দল দুটি। সাকিবকে নিয়ে তাই এক ধাপ এগিয়ে চিন্তা করছেন হান্নান, ‘দল তৈরি করতে গেলে সাকিবকে যদি আমাদের প্রয়োজন হয়, তাহলে সাকিব খেলবে। আর যদি মনে হয় এই মুহূর্তে সাকিব ছাড়া... সেটাও হতে পারে। সাকিব কিন্তু অন্য সংস্করণও খেলে। সামনে আমাদের তিনটা টি-টোয়েন্টি রয়েছে। আমরা বিবেচনা করব সেটা।’
চেন্নাইয়ে প্রথম টেস্টে ২৮০ রানে হারের পর এমনিতেই তোপের মুখে বাংলাদেশ ক্রিকেট দল। একই সঙ্গে সাকিব আল হাসানের কারণে আরও বেকায়দায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে সাকিব খেলতে পারবেন কি না, সেটা নিয়ে বিসিবির কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
ব্যাটিংটা যাচ্ছেতাই হলেও বোলিংয়ে তুলনামূলক ছন্দে সাকিব। সেই সাকিবকে গতকাল শেষ হওয়া বাংলাদেশ-ভারত প্রথম টেস্টে দেখা গেল অন্য রূপে। কোনো উইকেট তো পানইনি, ২১ ওভার বোলিং করে রান বিলিয়েছেন মুক্ত হস্তে (ইকোনমি ৬.১৪)। এমনকি গতকাল বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সংবাদ সম্মেলনে কথা বলতে হয়েছিল সাকিবকে পরের টেস্টে বাদ দেওয়া হবে কি না। বাংলাদেশ অধিনায়ক এটাকে বলেছিলেন ‘সাহসী সিদ্ধান্ত’। শান্তও উত্তর দিয়েছিলেন কৌশলে।
শান্তর পর বিসিবি নির্বাচক হান্নান সরকারকে আজ বারবার কথা বলতে হয়েছে সাকিব প্রসঙ্গে। চেন্নাইয়ে বাংলাদেশের টিম হোটেল আইটিসি গ্রেন্ড চোলায় সাংবাদিকদের হান্নান বলেন, ‘দ্বিতীয় টেস্টের আগে যেহেতু সময় আছে, আমাদেরও দেখার সুযোগ রয়েছে। সাকিব এমন একজন খেলোয়াড়, সে যদি খেলতে না পারে, যদি মনে হয় সে বোলিং করতে পারবে না, তাহলে ব্যাটার হিসেবে খেলতে পারে। আর সে যদি মনে করে বোলিং-ব্যাটিং কিছুই পারবে না করতে, তাহলে প্রেক্ষাপট ভিন্ন। সময় যেহেতু আছে। আমরা তাই দেখেশুনে সিদ্ধান্ত নেব।’
চেন্নাইয়ে খেলার আগে সাকিব ইংল্যান্ডে কাউন্টি খেলে এসেছেন। সারের হয়ে যে ম্যাচ খেলেছেন, ৬৩.২ ওভার বোলিং করে ৯ উইকেট। টন্টনে টানা ২৮ ওভার বোলিং করেছেন। সেই সাকিব এবার পরশু চেন্নাইয়ে তৃতীয় দিনের খেলা শুরুর আগে ধারাভাষ্যকার মুরালি কার্তিকের সঙ্গে চোটের ব্যাপারে কথা বলেন। মুরালির কথা শুনে বিস্ময় প্রকাশ করেছিলেন সদ্য ধারাভাষ্যকার তামিম ইকবালও। সাকিবের চোট নিয়ে হান্নান আজ বলেন, ‘সরাসরি এটাকে চোট বলতে পারবেন না। ছোট ছোট কিছু ব্যাপার থাকে। যে আঙুলটায় অসুবিধা হয়েছিল, সেটা ম্যাচের আগে সে অনুভব করতে পারেনি। বোলিং শুরু করার পর বুঝতে পেরেছে। সাকিবের হাতে চোট লেগেছে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে। সেখানে চোট ছিল। সেদিক থেকে কিছুটা তো ব্যথা রয়েছে।’
কানপুরে ২৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট। সেই টেস্টের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দল দুটি। সাকিবকে নিয়ে তাই এক ধাপ এগিয়ে চিন্তা করছেন হান্নান, ‘দল তৈরি করতে গেলে সাকিবকে যদি আমাদের প্রয়োজন হয়, তাহলে সাকিব খেলবে। আর যদি মনে হয় এই মুহূর্তে সাকিব ছাড়া... সেটাও হতে পারে। সাকিব কিন্তু অন্য সংস্করণও খেলে। সামনে আমাদের তিনটা টি-টোয়েন্টি রয়েছে। আমরা বিবেচনা করব সেটা।’
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ। এর মধ্যে আমন্ত্রণ এল আরও এক সিরিজ খেলার। অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশকে নিয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় আফগানিস্তান।
৫ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার পর আজ হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়েকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে কিউইরা। দলের জয়ে ঝোড়ো ইনিংস খেলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এক বছর পর টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়া ডেভন কনওয়ে। ৪০ বলে ৫৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন এই ওপেনার
৮ ঘণ্টা আগেশ্রীলঙ্কা সফর ওয়ানডে ও টেস্ট সিরিজ হার। তবে টি-টোয়েন্টি সিরিজ জিতে শেষটা রাঙিয়েছে বাংলাদেশ দল। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে কাল থেকে লিটন দাসরা নতুন টি-টোয়েন্টি শুরু জয়ের অভিযানে নামবেন পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ তো এই সিরিজে আগে রাখছেন বাংলাদেশকেই। নিজেদের
৮ ঘণ্টা আগেওপেনিংয়ে ব্যাটিং করতে সাকিব আল হাসানকে দেখা যায় না বললেই চলে। তবে ম্যাক্সসিক্সটিন ক্যারিবিয়ান টি-টেন লিগে ওপেনিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালালেন এই অলরাউন্ডার। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে জয়ের দেখা পেল তাঁর দল মায়ামি ব্লেইজ। টানা দুই হারের পর গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসকে ১৩ রানে হারিয়েছে মায়ামি।
৮ ঘণ্টা আগে