নিজস্ব প্রতিবেদক, চেন্নাই থেকে
চেন্নাইয়ে প্রথম টেস্টে ২৮০ রানে হারের পর এমনিতেই তোপের মুখে বাংলাদেশ ক্রিকেট দল। একই সঙ্গে সাকিব আল হাসানের কারণে আরও বেকায়দায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে সাকিব খেলতে পারবেন কি না, সেটা নিয়ে বিসিবির কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
ব্যাটিংটা যাচ্ছেতাই হলেও বোলিংয়ে তুলনামূলক ছন্দে সাকিব। সেই সাকিবকে গতকাল শেষ হওয়া বাংলাদেশ-ভারত প্রথম টেস্টে দেখা গেল অন্য রূপে। কোনো উইকেট তো পানইনি, ২১ ওভার বোলিং করে রান বিলিয়েছেন মুক্ত হস্তে (ইকোনমি ৬.১৪)। এমনকি গতকাল বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সংবাদ সম্মেলনে কথা বলতে হয়েছিল সাকিবকে পরের টেস্টে বাদ দেওয়া হবে কি না। বাংলাদেশ অধিনায়ক এটাকে বলেছিলেন ‘সাহসী সিদ্ধান্ত’। শান্তও উত্তর দিয়েছিলেন কৌশলে।
শান্তর পর বিসিবি নির্বাচক হান্নান সরকারকে আজ বারবার কথা বলতে হয়েছে সাকিব প্রসঙ্গে। চেন্নাইয়ে বাংলাদেশের টিম হোটেল আইটিসি গ্রেন্ড চোলায় সাংবাদিকদের হান্নান বলেন, ‘দ্বিতীয় টেস্টের আগে যেহেতু সময় আছে, আমাদেরও দেখার সুযোগ রয়েছে। সাকিব এমন একজন খেলোয়াড়, সে যদি খেলতে না পারে, যদি মনে হয় সে বোলিং করতে পারবে না, তাহলে ব্যাটার হিসেবে খেলতে পারে। আর সে যদি মনে করে বোলিং-ব্যাটিং কিছুই পারবে না করতে, তাহলে প্রেক্ষাপট ভিন্ন। সময় যেহেতু আছে। আমরা তাই দেখেশুনে সিদ্ধান্ত নেব।’
চেন্নাইয়ে খেলার আগে সাকিব ইংল্যান্ডে কাউন্টি খেলে এসেছেন। সারের হয়ে যে ম্যাচ খেলেছেন, ৬৩.২ ওভার বোলিং করে ৯ উইকেট। টন্টনে টানা ২৮ ওভার বোলিং করেছেন। সেই সাকিব এবার পরশু চেন্নাইয়ে তৃতীয় দিনের খেলা শুরুর আগে ধারাভাষ্যকার মুরালি কার্তিকের সঙ্গে চোটের ব্যাপারে কথা বলেন। মুরালির কথা শুনে বিস্ময় প্রকাশ করেছিলেন সদ্য ধারাভাষ্যকার তামিম ইকবালও। সাকিবের চোট নিয়ে হান্নান আজ বলেন, ‘সরাসরি এটাকে চোট বলতে পারবেন না। ছোট ছোট কিছু ব্যাপার থাকে। যে আঙুলটায় অসুবিধা হয়েছিল, সেটা ম্যাচের আগে সে অনুভব করতে পারেনি। বোলিং শুরু করার পর বুঝতে পেরেছে। সাকিবের হাতে চোট লেগেছে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে। সেখানে চোট ছিল। সেদিক থেকে কিছুটা তো ব্যথা রয়েছে।’
কানপুরে ২৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট। সেই টেস্টের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দল দুটি। সাকিবকে নিয়ে তাই এক ধাপ এগিয়ে চিন্তা করছেন হান্নান, ‘দল তৈরি করতে গেলে সাকিবকে যদি আমাদের প্রয়োজন হয়, তাহলে সাকিব খেলবে। আর যদি মনে হয় এই মুহূর্তে সাকিব ছাড়া... সেটাও হতে পারে। সাকিব কিন্তু অন্য সংস্করণও খেলে। সামনে আমাদের তিনটা টি-টোয়েন্টি রয়েছে। আমরা বিবেচনা করব সেটা।’
চেন্নাইয়ে প্রথম টেস্টে ২৮০ রানে হারের পর এমনিতেই তোপের মুখে বাংলাদেশ ক্রিকেট দল। একই সঙ্গে সাকিব আল হাসানের কারণে আরও বেকায়দায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে সাকিব খেলতে পারবেন কি না, সেটা নিয়ে বিসিবির কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
ব্যাটিংটা যাচ্ছেতাই হলেও বোলিংয়ে তুলনামূলক ছন্দে সাকিব। সেই সাকিবকে গতকাল শেষ হওয়া বাংলাদেশ-ভারত প্রথম টেস্টে দেখা গেল অন্য রূপে। কোনো উইকেট তো পানইনি, ২১ ওভার বোলিং করে রান বিলিয়েছেন মুক্ত হস্তে (ইকোনমি ৬.১৪)। এমনকি গতকাল বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সংবাদ সম্মেলনে কথা বলতে হয়েছিল সাকিবকে পরের টেস্টে বাদ দেওয়া হবে কি না। বাংলাদেশ অধিনায়ক এটাকে বলেছিলেন ‘সাহসী সিদ্ধান্ত’। শান্তও উত্তর দিয়েছিলেন কৌশলে।
শান্তর পর বিসিবি নির্বাচক হান্নান সরকারকে আজ বারবার কথা বলতে হয়েছে সাকিব প্রসঙ্গে। চেন্নাইয়ে বাংলাদেশের টিম হোটেল আইটিসি গ্রেন্ড চোলায় সাংবাদিকদের হান্নান বলেন, ‘দ্বিতীয় টেস্টের আগে যেহেতু সময় আছে, আমাদেরও দেখার সুযোগ রয়েছে। সাকিব এমন একজন খেলোয়াড়, সে যদি খেলতে না পারে, যদি মনে হয় সে বোলিং করতে পারবে না, তাহলে ব্যাটার হিসেবে খেলতে পারে। আর সে যদি মনে করে বোলিং-ব্যাটিং কিছুই পারবে না করতে, তাহলে প্রেক্ষাপট ভিন্ন। সময় যেহেতু আছে। আমরা তাই দেখেশুনে সিদ্ধান্ত নেব।’
চেন্নাইয়ে খেলার আগে সাকিব ইংল্যান্ডে কাউন্টি খেলে এসেছেন। সারের হয়ে যে ম্যাচ খেলেছেন, ৬৩.২ ওভার বোলিং করে ৯ উইকেট। টন্টনে টানা ২৮ ওভার বোলিং করেছেন। সেই সাকিব এবার পরশু চেন্নাইয়ে তৃতীয় দিনের খেলা শুরুর আগে ধারাভাষ্যকার মুরালি কার্তিকের সঙ্গে চোটের ব্যাপারে কথা বলেন। মুরালির কথা শুনে বিস্ময় প্রকাশ করেছিলেন সদ্য ধারাভাষ্যকার তামিম ইকবালও। সাকিবের চোট নিয়ে হান্নান আজ বলেন, ‘সরাসরি এটাকে চোট বলতে পারবেন না। ছোট ছোট কিছু ব্যাপার থাকে। যে আঙুলটায় অসুবিধা হয়েছিল, সেটা ম্যাচের আগে সে অনুভব করতে পারেনি। বোলিং শুরু করার পর বুঝতে পেরেছে। সাকিবের হাতে চোট লেগেছে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে। সেখানে চোট ছিল। সেদিক থেকে কিছুটা তো ব্যথা রয়েছে।’
কানপুরে ২৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট। সেই টেস্টের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দল দুটি। সাকিবকে নিয়ে তাই এক ধাপ এগিয়ে চিন্তা করছেন হান্নান, ‘দল তৈরি করতে গেলে সাকিবকে যদি আমাদের প্রয়োজন হয়, তাহলে সাকিব খেলবে। আর যদি মনে হয় এই মুহূর্তে সাকিব ছাড়া... সেটাও হতে পারে। সাকিব কিন্তু অন্য সংস্করণও খেলে। সামনে আমাদের তিনটা টি-টোয়েন্টি রয়েছে। আমরা বিবেচনা করব সেটা।’
নিষেধাজ্ঞা আগেই পেয়েছিলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সাদ উদ্দিন। একইসঙ্গে কারণ দর্শানো নোটিশও পান তিনি। নোটিশের জবাব পাওয়ার পর তাঁকে ৬ মাস নিষিদ্ধ করেছে বাফুফের শৃঙ্খলা কমিটি।
৬ ঘণ্টা আগেভারত ম্যাচের আগ দিয়ে উন্মোচন হয়েছিল বাংলাদেশে অ্যাওয়ে জার্সি। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তাই হোম জার্সি কেমন হবে সেটাই ছিল দেখার অপেক্ষা। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাদা রংয়ের হোম জার্সি উন্মোচন করল বাফুফের...
৯ ঘণ্টা আগেআরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
১০ ঘণ্টা আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
১১ ঘণ্টা আগে