বোলার সাকিব আল হাসান আছেন দারুণ ছন্দে। তাঁর বাঁহাতের ঘূর্ণির মায়াজালে ব্যাটাররা ফেঁসে যাচ্ছেন বারবার। তবে প্রসঙ্গ যখন ব্যাটিং, তখন সাকিব একটু পিছিয়ে থাকছেন। বড় ইনিংস খেলা তো দূরে থাক,দুই অঙ্কে পৌঁছানোর আগে আউট হচ্ছেন প্রায়ই।
অলরাউন্ড সাকিবকে পেতেই এক ম্যাচের জন্য নেওয়া হয়েছিল বলে ম্যাচ শুরুর আগে জানিয়েছিলেন সারের পরিচালক অ্যালেক স্টুয়ার্ট। তবে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাকিবের পারফরম্যান্স তো বলছে অন্য কথা। বোলিংয়ে সাকিব তাঁর কেরামতি দেখালেও ব্যাটিংয়ে করেছেন ১২ রান। টন্টনে সমারসেটের বিপক্ষে নিয়েছেন ৯ উইকেট। যার মধ্যে ৪টা উইকেটই বোল্ড। ব্যাটারদের এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন তিনবার। একবার করে ক্যাচ ও স্টাম্পিং আউট করেছেন সাকিব। খরচ করেছেন ১৯৩ রান। তাঁর বিষাক্ত আর্ম বলে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাটাররা পরাস্ত হয়েছেন।
সারের হয়ে ব্যাটার সাকিবের ১২ রানের পুরোটাই এসেছে প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসে মেরেছেন ডাক। দুইবারই তিনি আউট হয়েছেন স্পিনারদের বলে। প্রথম ইনিংসে বোলিংয়ে আসা জ্যাক লিচের হাতেই ক্যাচ তুলে দেন সাকিব। বাংলাদেশের তারকা ক্রিকেটার দ্বিতীয় ইনিংসেও করিয়েছেন ক্যাচিং অনুশীলন। দুই ইনিংস মিলে খেলতে পেরেছেন কেবল ২৯ বল।
শুধু তাই নয়, সারে-সমারসেট ম্যাচে সাকিব ও মাইকেল ভনের ছেলে আর্চি ভনের মধ্যে ঘটেছে ‘প্রতিশোধের’ ঘটনাও। সমারসেটের দ্বিতীয় ইনিংসে আর্চিকে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন সাকিব। ভনের ছেলের ঘূর্ণিতেই দ্বিতীয় ইনিংসে ফেঁসে গেছেন সাকিব। শেষ পর্যন্ত চার দিনের ম্যাচে বিজয়ীর হাসি হেসেছেন ভনের ছেলে। সমারসেট জিতেছে ১২১ রানে। যেখানে ১১ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ১০৯ রানে অলআউট হয়েছে সারে। ভনের ছেলে নিয়েছেন ১১ উইকেট। দুই ইনিংসেই পেয়েছেন ৫টি করে উইকেট।
সারের ম্যাচটা সাকিবের জন্য কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয়। কাউন্টি ম্যাচের আগেই বাংলাদেশ যে পাকিস্তান সফরে গিয়েছিল, সেখানে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট এনে দিয়েছেন। তবে ইনিংসে সর্বোচ্চ ২১ রানের বেশি করতে পারেননি তিনি। সারে পর্ব শেষ করে সাকিব এরপর নামবেন ভারত মিশনে। ১৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজ। ভক্ত-সমর্থকেরা নিশ্চয়ই ভারত সিরিজে অলরাউন্ডার সাকিবকে চাইবে।
আরও পড়ুন: দেশে না থেকেও সাকিব যেভাবে ভারতীয় ভিসা পাচ্ছেন
৯ উইকেট নিয়ে ভারত সফরের প্রস্তুতি সারলেন সাকিব
বোলার সাকিব আল হাসান আছেন দারুণ ছন্দে। তাঁর বাঁহাতের ঘূর্ণির মায়াজালে ব্যাটাররা ফেঁসে যাচ্ছেন বারবার। তবে প্রসঙ্গ যখন ব্যাটিং, তখন সাকিব একটু পিছিয়ে থাকছেন। বড় ইনিংস খেলা তো দূরে থাক,দুই অঙ্কে পৌঁছানোর আগে আউট হচ্ছেন প্রায়ই।
অলরাউন্ড সাকিবকে পেতেই এক ম্যাচের জন্য নেওয়া হয়েছিল বলে ম্যাচ শুরুর আগে জানিয়েছিলেন সারের পরিচালক অ্যালেক স্টুয়ার্ট। তবে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাকিবের পারফরম্যান্স তো বলছে অন্য কথা। বোলিংয়ে সাকিব তাঁর কেরামতি দেখালেও ব্যাটিংয়ে করেছেন ১২ রান। টন্টনে সমারসেটের বিপক্ষে নিয়েছেন ৯ উইকেট। যার মধ্যে ৪টা উইকেটই বোল্ড। ব্যাটারদের এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন তিনবার। একবার করে ক্যাচ ও স্টাম্পিং আউট করেছেন সাকিব। খরচ করেছেন ১৯৩ রান। তাঁর বিষাক্ত আর্ম বলে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাটাররা পরাস্ত হয়েছেন।
সারের হয়ে ব্যাটার সাকিবের ১২ রানের পুরোটাই এসেছে প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসে মেরেছেন ডাক। দুইবারই তিনি আউট হয়েছেন স্পিনারদের বলে। প্রথম ইনিংসে বোলিংয়ে আসা জ্যাক লিচের হাতেই ক্যাচ তুলে দেন সাকিব। বাংলাদেশের তারকা ক্রিকেটার দ্বিতীয় ইনিংসেও করিয়েছেন ক্যাচিং অনুশীলন। দুই ইনিংস মিলে খেলতে পেরেছেন কেবল ২৯ বল।
শুধু তাই নয়, সারে-সমারসেট ম্যাচে সাকিব ও মাইকেল ভনের ছেলে আর্চি ভনের মধ্যে ঘটেছে ‘প্রতিশোধের’ ঘটনাও। সমারসেটের দ্বিতীয় ইনিংসে আর্চিকে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন সাকিব। ভনের ছেলের ঘূর্ণিতেই দ্বিতীয় ইনিংসে ফেঁসে গেছেন সাকিব। শেষ পর্যন্ত চার দিনের ম্যাচে বিজয়ীর হাসি হেসেছেন ভনের ছেলে। সমারসেট জিতেছে ১২১ রানে। যেখানে ১১ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ১০৯ রানে অলআউট হয়েছে সারে। ভনের ছেলে নিয়েছেন ১১ উইকেট। দুই ইনিংসেই পেয়েছেন ৫টি করে উইকেট।
সারের ম্যাচটা সাকিবের জন্য কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয়। কাউন্টি ম্যাচের আগেই বাংলাদেশ যে পাকিস্তান সফরে গিয়েছিল, সেখানে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট এনে দিয়েছেন। তবে ইনিংসে সর্বোচ্চ ২১ রানের বেশি করতে পারেননি তিনি। সারে পর্ব শেষ করে সাকিব এরপর নামবেন ভারত মিশনে। ১৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজ। ভক্ত-সমর্থকেরা নিশ্চয়ই ভারত সিরিজে অলরাউন্ডার সাকিবকে চাইবে।
আরও পড়ুন: দেশে না থেকেও সাকিব যেভাবে ভারতীয় ভিসা পাচ্ছেন
৯ উইকেট নিয়ে ভারত সফরের প্রস্তুতি সারলেন সাকিব
পাঁচ মাসের বেশি সময় ক্রিকেটের বাইরে সাকিব আল হাসান। সবশেষ গত বছর নভেম্বরে আবুধাবি টি-টেন খেলেছেন এই অলরাউন্ডার। এর মাঝে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। যদিও চলতি বছরের মার্চে লন্ডনের আইসিসি অনুমোদিত ল্যাব থেকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে ছাড়পত্র পান। তবে সাকিবকে আবার মাঠে কবে দেখা যাবে
৩০ মিনিট আগেচলতি মৌসুমে রক্ষণ বেশ ধুঁকেছে রিয়াল মাদ্রিদ। ট্রফিশূন্য থেকেই শেষ করতে হচ্ছে মৌসুম। তবে আগামী মৌসুমে নিজেদের শক্তিশালী করে গড়ে তুলতে চায় স্প্যানিশ জায়ান্টরা। মৌসুম শেষের আগেই তোড়জোড় চলছে নতুন খেলোয়াড় ভেড়ানোর দৌড়ে। এরই মধ্যে কয়েকটি সাইনও করিয়েছে তারা। আলেকজান্ডার অর্নল্ডের পর নতুন একজন সেন্টার...
১ ঘণ্টা আগেপাঁচ মাস পর টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। শারজায় আরব আমিরাতের বিপক্ষে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবেন লিটন দাসরা। জাতীয় দলের লম্বা বিরতি গেলেও ক্রিকেটাররা অবশ্য মাঝে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মোটামুটি সবাই ছিলেন। পাকিস্তান সুপার লিগে...
৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল থেকে ছিটকে গেছে বার্সেলোনা। তবু মৌসুমটা তাদের দুর্দান্তই কাটছে। দুটি শিরোপা জেতা হয়ে গিয়েছিল আগেই। বার্সেলোনা অপেক্ষায় ছিল লা লিগার। এস্পানিওলের মাঠে জিতে লিগ শিরোপাও নিশ্চিত হয়ে যায় কাতালানদের। তারপরই বড় আকারে উদ্যাপনের প্রস্তুতি। ঘরোয়া ট্রেবল জিতে ছাদখোলা বাসেই...
৪ ঘণ্টা আগে