Ajker Patrika

ব্রাথওয়েটকে সেঞ্চুরি করতে দিলেন না খালেদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ব্রাথওয়েটকে সেঞ্চুরি করতে দিলেন না খালেদ

দিনের শুরু থেকে ধৈর্যের চরম পরীক্ষা দিয়ে যাচ্ছিলেন আগের দিনের অপরাজিত ব্যাটার ক্রেইগ ব্রাথওয়েট। অপর প্রান্তে সঙ্গী এক্রুমার বোনারকে হারালেও দেখে শুনে দলের লিড এগিয়ে নিচ্ছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক।

পুরো ইনিংস নিয়ন্ত্রণ করা ব্রাথওয়েট দাঁড়িয়ে ছিলেন সেঞ্চুরির দোরগোড়ায়। কিন্তু 'নড়বড়ে নব্বইয়ে' কাটা পড়তে হয়েছে তাঁকে। ২৯ বছর বয়সী ওপেনারকে ফিরিয়ে বাংলাদেশকে বড় ব্রেক থ্রু এনে দিয়েছেন খালেদ আহমেদ। ৬ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন তিনি। 

আজ অ্যান্টিগায় সিরিজের প্রথম দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে স্বাগতিকেরা লিড ১০০ পেরিয়েছে। উইকেটে জেরমাইনে ব্ল্যাকউডের সঙ্গে আছেন নতুন ব্যাটার কাইল মায়ার্স। 

দিনের শুরু থেকে দারুণভাবে ব্যাটিং করেন ব্র্যাথওয়েট। প্রথম সেশনে একবার ক্যাচ তুললেও বাংলাদেশি ফিল্ডাররা বুঝতে না পারায় বেচে যান তিনি। তবে দ্বিতীয় সেশনে আর রক্ষা হয়নি তাঁর। 

ব্যক্তিগত ৯৪ রান করে খালেদের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন ব্রাথওয়েট। সেঞ্চুরির খুব কাছে থাকলেও নিশ্চিত আউট বুঝতে পারায় রিভিউ নষ্ট করার প্রয়োজন মনে করেননি তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত