উসামা মীরকে চাইলে ডেভিড ওয়ার্নার ধন্যবাদ দিতেই পারেন। শাহিন শাহ আফ্রিদিকে তুলে মারতে গিয়ে বল সোজা ওপরে তুলে দেন ওয়ার্নার। মিড অনে দাঁড়িয়ে থাকা মীর সহজ ক্যাচ মিস করেছেন। ব্যক্তিগত ১০ রানে জীবন পাওয়া ওয়ার্নার পাকিস্তানি বোলারদের ওপর চড়াও হয়ে খেলেছেন। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার ছুঁয়েছেন রিকি পন্টিংকে।
ওয়ার্নার যখন জীবন পেয়েছেন অস্ট্রেলিয়ার দলীয় স্কোর তখন ৪.৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২২ রান। জীবন পাওয়ার পরও কিছুক্ষণ রয়েসয়ে খেলতে থাকে অস্ট্রেলিয়া। কোনো উইকেট না হারিয়ে ৮ ওভার শেষে অজিদের স্কোর হয় ৪৩ রান। নবম ওভার থেকেই শুরু হয় তাণ্ডব। ওভারের প্রথম বলে হারিস রউফকে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার মারেন ওয়ার্নার। পরের বলে স্কয়ার লেগ দিয়ে অসাধারণ এক স্কুপে স্কয়ার লেগ দিয়ে ছক্কা মারেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার। ৩৯ বলে তুলে নিয়েছেন এবারের বিশ্বকাপের প্রথম ফিফটি। যে মীরের হাতে জীবন পেয়েছেন, তাঁর (মীর) ওভারেই পেয়েছেন ফিফটির দেখা। ১৩ তম ওভারের তৃতীয় বলে মীরকে কাউ কর্নার দিয়ে চার মেরে ওয়ার্নার তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের ৩২ তম ফিফটি।
ফিফটির পর ওয়ার্নার অবশ্য সাময়িক সময়ের জন্য খোলসে বন্দী হয়ে গেছেন। পরের ফিফটি করতে খেলেছেন আরও ৪৬ বল। ৩১ তম ওভারের চতুর্থ বলে মোহাম্মদ নওয়াজকে লং অনে ঠেলে সিঙ্গেল নিয়ে ওয়ার্নার গড়ে ফেলেন রেকর্ড। ওয়ানডে বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার। অস্ট্রেলিয়ান ব্যাটারদের মধ্যে বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ ৫টি সেঞ্চুরি করেন ওয়ার্নার ও পন্টিং।
পন্টিংকে ছোঁয়ার ম্যাচে ওয়ার্নারের এটা ওয়ানডে ক্যারিয়ারের ২১ তম সেঞ্চুরি। ২১ তম সেঞ্চুরি গড়ার পথে ওয়ার্নার গড়ে ফেলেন আরও এক রেকর্ড। প্রথম ব্যাটার হিসেবে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে দুটি সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার।
ওয়ানডে বিশ্বকাপে সেঞ্চুরি করা অস্ট্রেলিয়ার শীর্ষ পাঁচ ব্যাটার:
৫-ডেভিড ওয়ার্নার
৫-রিকি পন্টিং
৪-মার্ক ওয়াহ
৩-অ্যারন ফিঞ্চ
৩-ম্যাথ্যু হেইডেন
ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করা শীর্ষ পাঁচ ব্যাটার:
২-ডেভিড ওয়ার্নার
১-বিরাট কোহলি
১-জস বাটলার
১-মিচেল মার্শ
১-কুশল মেন্ডিস
উসামা মীরকে চাইলে ডেভিড ওয়ার্নার ধন্যবাদ দিতেই পারেন। শাহিন শাহ আফ্রিদিকে তুলে মারতে গিয়ে বল সোজা ওপরে তুলে দেন ওয়ার্নার। মিড অনে দাঁড়িয়ে থাকা মীর সহজ ক্যাচ মিস করেছেন। ব্যক্তিগত ১০ রানে জীবন পাওয়া ওয়ার্নার পাকিস্তানি বোলারদের ওপর চড়াও হয়ে খেলেছেন। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার ছুঁয়েছেন রিকি পন্টিংকে।
ওয়ার্নার যখন জীবন পেয়েছেন অস্ট্রেলিয়ার দলীয় স্কোর তখন ৪.৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২২ রান। জীবন পাওয়ার পরও কিছুক্ষণ রয়েসয়ে খেলতে থাকে অস্ট্রেলিয়া। কোনো উইকেট না হারিয়ে ৮ ওভার শেষে অজিদের স্কোর হয় ৪৩ রান। নবম ওভার থেকেই শুরু হয় তাণ্ডব। ওভারের প্রথম বলে হারিস রউফকে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার মারেন ওয়ার্নার। পরের বলে স্কয়ার লেগ দিয়ে অসাধারণ এক স্কুপে স্কয়ার লেগ দিয়ে ছক্কা মারেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার। ৩৯ বলে তুলে নিয়েছেন এবারের বিশ্বকাপের প্রথম ফিফটি। যে মীরের হাতে জীবন পেয়েছেন, তাঁর (মীর) ওভারেই পেয়েছেন ফিফটির দেখা। ১৩ তম ওভারের তৃতীয় বলে মীরকে কাউ কর্নার দিয়ে চার মেরে ওয়ার্নার তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের ৩২ তম ফিফটি।
ফিফটির পর ওয়ার্নার অবশ্য সাময়িক সময়ের জন্য খোলসে বন্দী হয়ে গেছেন। পরের ফিফটি করতে খেলেছেন আরও ৪৬ বল। ৩১ তম ওভারের চতুর্থ বলে মোহাম্মদ নওয়াজকে লং অনে ঠেলে সিঙ্গেল নিয়ে ওয়ার্নার গড়ে ফেলেন রেকর্ড। ওয়ানডে বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার। অস্ট্রেলিয়ান ব্যাটারদের মধ্যে বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ ৫টি সেঞ্চুরি করেন ওয়ার্নার ও পন্টিং।
পন্টিংকে ছোঁয়ার ম্যাচে ওয়ার্নারের এটা ওয়ানডে ক্যারিয়ারের ২১ তম সেঞ্চুরি। ২১ তম সেঞ্চুরি গড়ার পথে ওয়ার্নার গড়ে ফেলেন আরও এক রেকর্ড। প্রথম ব্যাটার হিসেবে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে দুটি সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার।
ওয়ানডে বিশ্বকাপে সেঞ্চুরি করা অস্ট্রেলিয়ার শীর্ষ পাঁচ ব্যাটার:
৫-ডেভিড ওয়ার্নার
৫-রিকি পন্টিং
৪-মার্ক ওয়াহ
৩-অ্যারন ফিঞ্চ
৩-ম্যাথ্যু হেইডেন
ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করা শীর্ষ পাঁচ ব্যাটার:
২-ডেভিড ওয়ার্নার
১-বিরাট কোহলি
১-জস বাটলার
১-মিচেল মার্শ
১-কুশল মেন্ডিস
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
১ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
২ ঘণ্টা আগে৩১১ রানে পিছিয়ে থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে ভারত। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৭৪ রানে গতকাল চতুর্থ দিনের খেলা শেষ করেছে শুবমান গিলের নেতৃত্বাধীন ভারত। ইনিংস পরাজয় এড়াতে এখনো তাদের করতে হবে ১৩৭ রান। ওল্ড ট্রাফোর্ডে আজ চতুর্থ টেস্টের পঞ্চম দিনে...
৩ ঘণ্টা আগেম্যানোলা মার্কেজ চলে যাওয়ায় ভারতের ফুটবল দল হয়ে পড়েছে কোচশূন্য। এশিয়ার এই দলটির কোচ হতে আগ্রহ প্রকাশ করেন জাভি হার্নান্দেজ, পেপ গার্দিওলার মতো স্প্যানিশ কিংবদন্তিরা। তবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) জানতে পেরেছে, তাঁদের নামে যেসব আবেদনপত্র এসেছে সেগুলো ভুয়া।
৩ ঘণ্টা আগে