Ajker Patrika

আইপিএলে টিকিট কেলেঙ্কারির ঘটনায় গ্রেপ্তার পাঁচ

ক্রীড়া ডেস্ক    
হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এইচসিএ) সভাপতি এ জগন মোহন রাওকে গ্রেপ্তার করেছে সিআইডি। ছবি: সংগৃহীত
হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এইচসিএ) সভাপতি এ জগন মোহন রাওকে গ্রেপ্তার করেছে সিআইডি। ছবি: সংগৃহীত

অর্থের ঝনঝনানি থাকে বলে আইপিএলকে ক্রিকেটাররা তো পাখির চোখ করে থাকেনই। এমনকি অনেক ধনকুবের ব্যক্তিদেরও নজর থাকে এই টুর্নামেন্টে। কোটি কোটি টাকার টুর্নামেন্টে প্রায়ই শোনা যায় বিভিন্ন রকম কেলেঙ্কারির কথা। তাতে অনেকের হাতে হাতকড়াও ওঠে।

২০২৫ আইপিএলে টিকিট নিয়ে কেলেঙ্কারির ঘটনায় পাঁচজনকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে বলে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এইচসিএ) সভাপতি এ জগন মোহন রাও, কোষাধ্যক্ষ সি জে শ্রীনিবাস, প্রধান নির্বাহী কর্মকর্তা সুনীল কান্তে, হায়দরাবাদের স্থানীয় ক্রিকেট ক্লাবের দুই সদস্য রাজেন্দর যাদব এবং তাঁর স্ত্রী কবিতাকে হেফাজতে নিয়েছে তেলেঙ্গানার অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

টিকিট বণ্টনের সময় জালিয়াতি, তহবিল অপব্যবহার, অর্থ নয়ছয়, ভুয়া কাগজপত্র ব্যবহারের অভিযোগ উঠেছে এই পাঁচজনের বিরুদ্ধে।

এইচসিএর তিন অফিশিয়ালের বিরুদ্ধে গত মাসে এফআইআর (ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট) দায়ের করেন তেলেঙ্গানা সিআইডি। সূত্রের বরাতে আজ ইন্ডিয়া টুডে জানিয়েছে, ৯ জুন তেলেঙ্গানা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (টিসিএ) সাধারণ সম্পাদক ডি গুরুভা রেড্ডির করা অভিযোগের ভিত্তিতে। রেড্ডি অভিযোগ করেছিলেন, ২০২৩ সালে ভুয়া কাগজপত্র ব্যবহার করে এইচসিএর নির্বাচনে অংশ নিয়েছিলেন জগন মোহন। বাকিদের সঙ্গে তিনি (জগন মোহন) সংগঠনের তহবিল থেকে ২ কোটি ৩২ লাখ রুপি সরানোর অভিযোগও ছিল রেড্ডির।

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা গেছে, টিকিট বণ্টন নিয়ে বিসিসিআই, সানরাইজার্স হায়দরাবাদ ও এইচসিএর মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি হয়েছিল। সেই চুক্তির শর্ত অনুযায়ী, এইচসিএ ৩ হাজার ৯০০ ফ্রি টিকিট পাবে। সেটা স্টেডিয়ামের আসনসংখ্যার ১০ শতাংশ। কিন্তু এইচসিএ কর্মকর্তারা ফ্রি টিকিট চেয়েছেন আরও ১০ শতাংশ। যেটা দিতে অস্বীকৃতি জানিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। টাইমস অব ইন্ডিয়া সূত্রের বরাতে জানিয়েছে, এইচসিএ প্রধান ও অন্যান্যদের বিরুদ্ধে সানরাইজার্স ম্যানেজমেন্টকে হেনস্তা করার অভিযোগে তদন্ত চলছে।

২০২৫ আইপিএলে চ্যাম্পিয়ন হয়ে ১৮ বারের প্রচেষ্টায় প্রথম শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। এ বছরের আইপিএলে রানার্সআপ হয়েছে পাঞ্জাব কিংস। হায়দরাবাদ ১৮তম আইপিএল শেষ করেছিল ছয় নম্বরে থেকে। ২০২৪ সালে হায়দরাবাদকে হারিয়ে তৃতীয় আইপিএল শিরোপা জিতেছিল কলকাতা নাইট রাইডার্স।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত হলেন এনবিআরের ১৪ কর্মকর্তা

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

বাংলাদেশের সোনালি মুরগিতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া: গবেষণা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

প্রেক্ষাপটবিহীন প্রতিবেদন কি সাংবাদিকতা হতে পারে?

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত