Ajker Patrika

কাল মাঠে নামছেন সরফরাজ-মুশফিকরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কাল মাঠে নামছেন সরফরাজ-মুশফিকরা

ইসলামাবাদে আগামীকাল থেকে শুরু হচ্ছে পাকিস্তান ও বাংলাদেশ ‘এ’ দলের চার দিনের প্রথম ম্যাচ। জাতীয় দলের লড়াইয়ের আগে প্রস্তুতির দারুণ মঞ্চ পাচ্ছেন ক্রিকেটাররা। আজ ইসলামাবাদে ট্রফি উন্মোচন উপস্থিত ছিলেন দুই দলের অধিনায়ক সৌদ শাকিল ও এনামুল হক বিজয়। 

চট্টগ্রামে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন বিজয়। পাকিস্তানে যাওয়ার আগে বলেছিলেন, দারুণ কিছু করে ফিরতে চান জাতীয় দলে। পাকিস্তান ও বাংলাদেশ ‘এ’ দলে আছেন নিয়মিত টেস্ট দলের একাধিক ক্রিকেটার। পাকিস্তানের অধিনায়ক শাকিল আসন্ন টেস্ট সিরিজেরও সহ-অধিনায়ক। তাঁর সঙ্গে অভিজ্ঞ সরফরাজ আহমেদ ও পেসার নাসিম শাহ রয়েছেন ‘এ’ দলে। 

বাংলাদেশ ‘এ’ দলেও রয়েছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাঈম হাসনরা। এ জন্য নির্বাচকেরা দল ঘোষণার সময় বলেছিলেন, ‘এ’ দলের প্রথম ম্যাচটা হবে জাতীয় দলের প্রস্তুতির ভালো মঞ্চ। 

মুমিনুল নিজেদের প্রস্তুতি ম্যাচে পেয়েছিলেন সেঞ্চুরি। মুশফিকুর রহিমও ব্যাট হাতে ছিলেন ছন্দে। মাহমুদুল হাসান জয় অস্ট্রেলিয়া সফরে বিসিবি হাই-পারফরম্যান্সের (এইচপি) হয়ে চার দিনের দ্বিতীয় ম্যাচে ফিরে করেছেন দুটি ফিফটি। বল হাতেও ছিলেন দুর্দান্ত। 

অস্ট্রেলিয়ায় জয়ের অলরাউন্ডার নৈপুণ্যে চার দিনের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান শাহিনসকে হারিয়েছিল এইচপি। নাঈম-জাকিররাও লাল বলের নিয়মিত ক্রিকেটার। পাকিস্তান ‘এ’ দলের মোহাম্মদ হুরাইরা, কামরান গুলামরাও দারুণ ছন্দে রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চায়, রহস্য কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত