Ajker Patrika

অশ্বিনের কথা শুনে পাকিস্তানি ক্রিকেটারের ‘মেজাজ গরম’

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

পাকিস্তান ক্রিকেট দলকে নিয়ে ইদানীং বিস্ফোরক মন্তব্য করছেন আহমেদ শেহজাদ। বাংলাদেশের কাছে পাকিস্তান টেস্টে ধবলধোলাইয়ের পর ক্ষোভটা আরও বেড়ে গেল তাঁর। এবার রবিচন্দ্রন অশ্বিনের কথা শুনে শেহজাদের মেজাজ খারাপ হওয়ার মতো অবস্থা। 

ঘরের মাঠে পাকিস্তান সবশেষ টেস্ট জিতেছে ২০২১ সালের ফেব্রুয়ারিতে। তারপর সাড়ে তিন বছরে নিজেদের মাঠে পাকিস্তান কোনো ম্যাচ তো জিততে পারেইনি। এই সময়ে দুই বার পাকিস্তান ধবলধোলাই হয়েছে ঘরের মাঠে। চিরপ্রতিদ্বন্দ্বীদের এমন অবস্থা দেখে অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে বিস্ময় প্রকাশ করেছিলেন কদিন আগে। ইউনিস খান, মিসবাহ উল হকদের সেই সোনালী প্রজন্মের পাকিস্তানের কথা স্মরণ করেছিলেন অশ্বিন। ভারতীয় স্পিনারের এমন কথা শুনে শেহজাদের মন্তব্য, ‘আপনি কেন অবাক হচ্ছেন অশ্বিন? চিন্তা করবেন না। সব কিছু এখানে ঠিকঠাক চলছে।’ 

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার কথা পাকিস্তানে। করাচি, রাওয়ালপিন্ডি, লাহোর—টুর্নামেন্ট আয়োজনের জন্য তিন স্টেডিয়ামের নাম এরই মধ্যে আইসিসির কাছে পাঠিয়েছে পিসিবি। এখন তাই পুরোদমে স্টেডিয়ামগুলোর সংস্কারকাজ চলছে। একারণে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টের ভেন্যু করাচি থেকে রাওয়ালপিন্ডিতে নেওয়া হয়েছিল। স্টেডিয়াম সংস্কারের কাজ নিয়ে খোঁচা মেরে শেহজাদ বলেন, ‘দেখতে পাচ্ছেন না এখানে স্টেডিয়াম বানানোর কাজ চলছে? নিয়মিত খোড়া হচ্ছে। কখনোই অবাক হবেন না।’ 

পিসিবির বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ এনে কদিন আগে ‘চ্যাম্পিয়নস ওয়ানডে কাপ’ থেকে নাম প্রত্যাহার করে নেন শেহজাদ। যেখানে ওয়ানডে সংস্করণের টুর্নামেন্টটি শুরু হচ্ছে ১২ সেপ্টেম্বর। এই টুর্নামেন্ট নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) আরও বেশি কটাক্ষ করেছেন শেহজাদ, ‘আপনি কি দেখতে পাচ্ছেন না পাকিস্তান টুর্নামেন্ট আয়োজন করছে? শুধু দেখুন কত খেলোয়াড় এই টুর্নামেন্ট থেকে তৈরি হবে। আমাদের ফাস্ট বোলারদের কারখানা তৈরি হবে। কিছুই কি দেখতে পাচ্ছেন না? অবাক হচ্ছেন কেন, রবি?’ 

বাংলাদেশের কাছে টেস্টে ধবলধোলাইয়ের পর কাটাছেঁড়া চলছে পাকিস্তান ক্রিকেট দলকে নিয়ে। সামাজিক মাধ্যমে শান মাসুদ-বাবর আজমদের নিয়ে বিদ্রুপ তো নিয়মিত ঘটনা। দেশি-বিদেশি ক্রিকেটাররা যেভাবে পারছেন, খোঁচা মারছেন। শেহজাদের মতো পিসিবিকে সার্কাস বলেছেন পাকিস্তানের সাবেক পেসার ইয়াসির আরাফাত। আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে আট নম্বরে নেমে গেছে পাকিস্তান। বাংলাদেশ আগের মতো ৯ নম্বরে থাকলেও রেটিং পয়েন্ট বেড়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত