ক্রীড়া ডেস্ক
ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ ‘এ’ দল। চার দিনের ম্যাচে সেভাবে সুবিধা করতে পারেনি নুরুল হাসান সোহানের দল। সিলেটে প্রথম ম্যাচে হেরেছিল ৭০ রানে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ ছিল ঘুরে দাঁড়ানোর। জিতলেই শুধু সিরিজ হার এড়ানো সম্ভব ছিল। তবে সেটি করতে পারেননি সোহান-মোহাম্মদ নাইমরা। ড্র করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। তাতে ১-০ ব্যবধানে চার দিনের সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড ‘এ’ দল।
মাঠে খেলেছে দুই দল, কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটা প্রকৃতির হাতেই চলে যায়। বৃষ্টির থাবায় চার দিনের ম্যাচে প্রতিযোগিতার চেয়ে প্রতীক্ষা যেন বেশি ছিল। প্রথম তিন দিনে বৃষ্টির বাধায় একাধিকবার খেলা বন্ধ হয়েছে। দুই ইনিংস পুরোপুরি ব্যাটিং করা সম্ভব হয়েছে। প্রথম ইনিংসে নুরুল হাসান সোহানদের ৩৫৭ রানের জবাবে নিক কেলির সেঞ্চুরিতে ৩৭৯ রান করে নিউজিল্যান্ড।
২২ রানে পিছিয়ে থেকে আজ চতুর্থ দিন বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৮৭ রান তুলল। নিষ্প্রভ ড্র স্পষ্ট দেখে বেলা সাড়ে ৩টায় দুই দল খেলা আর না চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ ড্র হলো চার দিনের দ্বিতীয় ম্যাচ।
গতকাল তৃতীয় দিনের খেলা শেষে প্রথম ইনিংসে ৪ উইকেটে ২৭৭ রান তুলেছিল কিউইরা। দিন শেষে ৮৩ রান নিয়ে অপরাজিত ছিলেন নিক কেলি। তাঁর সঙ্গী ম্যাট বয়েল ব্যাটিং করছিলেন ৪৪ রানে। বয়েল আজ ফেরেন ৫৮ রানে। ১০৩ রান এল কেলির ব্যাট থেকে। ম্যাচসেরাও হয়েছেন এই ব্যাটার। প্রথম ম্যাচেও করেছিলেন দারুণ এক সেঞ্চুরি। বাংলাদেশের নাঈম হাসান ৪টি ও খালেদ আহমেদ শিকার করেছেন ৩ উইকেট।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ওপেনার এনামুল হক বিজয় ২৪ ও দুই নম্বরে ব্যাটিংয়ে নেমে সাইফ হাসান ফেরেন ১৬ রানে। আরেক ওপেনার জাকির হাসান ২৪ ও অমিত হাসান ২১ রানে অপরাজিত ছিলেন।
ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ ‘এ’ দল। চার দিনের ম্যাচে সেভাবে সুবিধা করতে পারেনি নুরুল হাসান সোহানের দল। সিলেটে প্রথম ম্যাচে হেরেছিল ৭০ রানে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ ছিল ঘুরে দাঁড়ানোর। জিতলেই শুধু সিরিজ হার এড়ানো সম্ভব ছিল। তবে সেটি করতে পারেননি সোহান-মোহাম্মদ নাইমরা। ড্র করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। তাতে ১-০ ব্যবধানে চার দিনের সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড ‘এ’ দল।
মাঠে খেলেছে দুই দল, কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটা প্রকৃতির হাতেই চলে যায়। বৃষ্টির থাবায় চার দিনের ম্যাচে প্রতিযোগিতার চেয়ে প্রতীক্ষা যেন বেশি ছিল। প্রথম তিন দিনে বৃষ্টির বাধায় একাধিকবার খেলা বন্ধ হয়েছে। দুই ইনিংস পুরোপুরি ব্যাটিং করা সম্ভব হয়েছে। প্রথম ইনিংসে নুরুল হাসান সোহানদের ৩৫৭ রানের জবাবে নিক কেলির সেঞ্চুরিতে ৩৭৯ রান করে নিউজিল্যান্ড।
২২ রানে পিছিয়ে থেকে আজ চতুর্থ দিন বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৮৭ রান তুলল। নিষ্প্রভ ড্র স্পষ্ট দেখে বেলা সাড়ে ৩টায় দুই দল খেলা আর না চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ ড্র হলো চার দিনের দ্বিতীয় ম্যাচ।
গতকাল তৃতীয় দিনের খেলা শেষে প্রথম ইনিংসে ৪ উইকেটে ২৭৭ রান তুলেছিল কিউইরা। দিন শেষে ৮৩ রান নিয়ে অপরাজিত ছিলেন নিক কেলি। তাঁর সঙ্গী ম্যাট বয়েল ব্যাটিং করছিলেন ৪৪ রানে। বয়েল আজ ফেরেন ৫৮ রানে। ১০৩ রান এল কেলির ব্যাট থেকে। ম্যাচসেরাও হয়েছেন এই ব্যাটার। প্রথম ম্যাচেও করেছিলেন দারুণ এক সেঞ্চুরি। বাংলাদেশের নাঈম হাসান ৪টি ও খালেদ আহমেদ শিকার করেছেন ৩ উইকেট।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ওপেনার এনামুল হক বিজয় ২৪ ও দুই নম্বরে ব্যাটিংয়ে নেমে সাইফ হাসান ফেরেন ১৬ রানে। আরেক ওপেনার জাকির হাসান ২৪ ও অমিত হাসান ২১ রানে অপরাজিত ছিলেন।
প্রথমে কিংস অ্যারেনা, পরে বসুন্ধরা স্পোর্টস গ্রাউন্ড—পরশু বাংলাদেশ-ভুটান অনূর্ধ্ব-২০ নারী সাফের ম্যাচ হয়েছে এভাবেই। এক দিন বিরতি দিয়ে আজ মাঠে নামবে এই দুই দল। বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭টায় বসুন্ধরা স্পোর্টস গ্রাউন্ডে শুরু হবে বাংলাদেশ-ভুটান ম্যাচ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। ক্রিকেটে
৩৬ মিনিট আগেলস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে দেখা যাবে ক্রিকেট—এই সিদ্ধান্ত আগেই হয়েছে। ১২৮ বছর পর ক্রিকেটের অলিম্পিকে ফেরা নিয়ে তাই অনেকে ছিলেন রোমাঞ্চিত। তাঁদের জন্য নতুন তথ্য—লস অ্যাঞ্জেলেস গেমস ক্রিকেটের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।
১ ঘণ্টা আগেপাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হেরে অনেকটা বেকায়দায় পড়ে যায় বাংলাদেশ। এগিয়ে থেকেও যে বাংলাদেশ বেশির ভাগ সময় সিরিজসেরা, সেখানে পিছিয়ে থেকে জেতা অনেকটা কঠিনই। বিশেষ করে, বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্সে কম ভক্ত-সমর্থকই লঙ্কা জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন।
১ ঘণ্টা আগেগ্লোবাল সুপার লিগে (জিএসএল) অভিষেক ম্যাচেই অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছিলেন সাকিব আল হাসান। করেছিলেন দারুণ এক ফিফটি। কিন্তু পরের তিন ম্যাচে সাকিবের ব্যাট হাসেনি। তাঁর দল দুবাই ক্যাপিটালসের বিদায়ঘণ্টা বেজে গেছে লিগ পর্বেই।
২ ঘণ্টা আগে