সেমিফাইনালের আগেই শেষ হয়েছে ভারতের বিশ্বকাপ অভিযান। এর সঙ্গে ভারতীয় ক্রিকেটে শেষ হয়েছে আরও একটি বড় জুটি। টি–টোয়েন্টিতে আর অধিনায়কত্ব করবেন না বিরাট কোহলি। প্রধান কোচের চেয়ারেও আর দেখা যাবে না রবি শাস্ত্রীকে। এত এত ‘না’ এর ভিড়ে কি যুক্ত হবে আরও একটি নাম? সেই নামটি মহেন্দ্র সিং ধোনির।
বিশ্বকাপের মঞ্চে কোহলির ‘বিদায়টা’ রঙিন করতে কম চেষ্টা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। বহু দিন ধরে অধরা শিরোপাটা কোহলির হাতে তুলে দিতেই কিনা মেন্টর হিসেবে নিয়ে আসা হয়েছিল দুটি বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনিকে। এরপর ধোনি চমক দেখিয়েছিলেন পারিশ্রমিক না নেওয়ার ঘোষণা দিয়ে। মাঠের বাইরে চমক দেখালেও মাঠে কোহলিদের পারফরম্যান্সে কোনো চমক আনতে পারেননি ক্যাপ্টেন কুল। পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে শুরু। এরপর নিউজিল্যান্ডের কাছে আরেকবার হেরে তো খাদের কিনারাতেই পড়ে যান কোহলিরা। যে খাদ থেকে শেষ পর্যন্ত আর উঠে দাঁড়াতে পারেনি ভারত। ধোনির কোনো পরামর্শেও কাটল না আইসিসি প্রতিযোগিতায় কোহলির ট্রফি-দুর্ভাগ্য।
২৪ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে হাতকাটা জার্সি পরে মাঠে নেমেছিলেন ‘অপরিচিত’ ধোনি। পেশিবহুল হাত, চওড়া হাসি আশ্বস্ত করছিল ১৩০ কোটি মানুষকে। সবাই ভাবছিলেন অনুজের অধিনায়ক পর্বের শেষটা রাঙিয়েই নিজের মেন্টর ক্যারিয়ারটার অভিষেকটাও দুর্দান্তভাবে শুরু করবেন ধোনি। কিন্তু শেষ পর্যন্ত ভারতের সুপার টুয়ালভে বিদায়ে কিছুই হলো না। আর তাতে হয়তো ধোনির মেন্টর পর্বেও যতিচিহ্ন বসে যাচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, টি–২০ বিশ্বকাপের পর ধোনিকে ভারতীয় দলে দেখার সম্ভাবনা একেবারেই কম। কেননা নতুন কোচ রাহুল দ্রাবিড় সংসার সাজাবেন নিজের মতো করে। সেখানে ধোনি জায়গা হবে কিনা দেখার বিষয়!
সেমিফাইনালের আগেই শেষ হয়েছে ভারতের বিশ্বকাপ অভিযান। এর সঙ্গে ভারতীয় ক্রিকেটে শেষ হয়েছে আরও একটি বড় জুটি। টি–টোয়েন্টিতে আর অধিনায়কত্ব করবেন না বিরাট কোহলি। প্রধান কোচের চেয়ারেও আর দেখা যাবে না রবি শাস্ত্রীকে। এত এত ‘না’ এর ভিড়ে কি যুক্ত হবে আরও একটি নাম? সেই নামটি মহেন্দ্র সিং ধোনির।
বিশ্বকাপের মঞ্চে কোহলির ‘বিদায়টা’ রঙিন করতে কম চেষ্টা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। বহু দিন ধরে অধরা শিরোপাটা কোহলির হাতে তুলে দিতেই কিনা মেন্টর হিসেবে নিয়ে আসা হয়েছিল দুটি বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনিকে। এরপর ধোনি চমক দেখিয়েছিলেন পারিশ্রমিক না নেওয়ার ঘোষণা দিয়ে। মাঠের বাইরে চমক দেখালেও মাঠে কোহলিদের পারফরম্যান্সে কোনো চমক আনতে পারেননি ক্যাপ্টেন কুল। পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে শুরু। এরপর নিউজিল্যান্ডের কাছে আরেকবার হেরে তো খাদের কিনারাতেই পড়ে যান কোহলিরা। যে খাদ থেকে শেষ পর্যন্ত আর উঠে দাঁড়াতে পারেনি ভারত। ধোনির কোনো পরামর্শেও কাটল না আইসিসি প্রতিযোগিতায় কোহলির ট্রফি-দুর্ভাগ্য।
২৪ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে হাতকাটা জার্সি পরে মাঠে নেমেছিলেন ‘অপরিচিত’ ধোনি। পেশিবহুল হাত, চওড়া হাসি আশ্বস্ত করছিল ১৩০ কোটি মানুষকে। সবাই ভাবছিলেন অনুজের অধিনায়ক পর্বের শেষটা রাঙিয়েই নিজের মেন্টর ক্যারিয়ারটার অভিষেকটাও দুর্দান্তভাবে শুরু করবেন ধোনি। কিন্তু শেষ পর্যন্ত ভারতের সুপার টুয়ালভে বিদায়ে কিছুই হলো না। আর তাতে হয়তো ধোনির মেন্টর পর্বেও যতিচিহ্ন বসে যাচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, টি–২০ বিশ্বকাপের পর ধোনিকে ভারতীয় দলে দেখার সম্ভাবনা একেবারেই কম। কেননা নতুন কোচ রাহুল দ্রাবিড় সংসার সাজাবেন নিজের মতো করে। সেখানে ধোনি জায়গা হবে কিনা দেখার বিষয়!
ঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
১৩ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
২ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
৩ ঘণ্টা আগে৩১১ রানে পিছিয়ে থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে ভারত। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৭৪ রানে গতকাল চতুর্থ দিনের খেলা শেষ করেছে শুবমান গিলের নেতৃত্বাধীন ভারত। ইনিংস পরাজয় এড়াতে এখনো তাদের করতে হবে ১৩৭ রান। ওল্ড ট্রাফোর্ডে আজ চতুর্থ টেস্টের পঞ্চম দিনে...
৪ ঘণ্টা আগে