ক্রীড়া ডেস্ক
সেমিফাইনালের আগেই শেষ হয়েছে ভারতের বিশ্বকাপ অভিযান। এর সঙ্গে ভারতীয় ক্রিকেটে শেষ হয়েছে আরও একটি বড় জুটি। টি–টোয়েন্টিতে আর অধিনায়কত্ব করবেন না বিরাট কোহলি। প্রধান কোচের চেয়ারেও আর দেখা যাবে না রবি শাস্ত্রীকে। এত এত ‘না’ এর ভিড়ে কি যুক্ত হবে আরও একটি নাম? সেই নামটি মহেন্দ্র সিং ধোনির।
বিশ্বকাপের মঞ্চে কোহলির ‘বিদায়টা’ রঙিন করতে কম চেষ্টা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। বহু দিন ধরে অধরা শিরোপাটা কোহলির হাতে তুলে দিতেই কিনা মেন্টর হিসেবে নিয়ে আসা হয়েছিল দুটি বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনিকে। এরপর ধোনি চমক দেখিয়েছিলেন পারিশ্রমিক না নেওয়ার ঘোষণা দিয়ে। মাঠের বাইরে চমক দেখালেও মাঠে কোহলিদের পারফরম্যান্সে কোনো চমক আনতে পারেননি ক্যাপ্টেন কুল। পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে শুরু। এরপর নিউজিল্যান্ডের কাছে আরেকবার হেরে তো খাদের কিনারাতেই পড়ে যান কোহলিরা। যে খাদ থেকে শেষ পর্যন্ত আর উঠে দাঁড়াতে পারেনি ভারত। ধোনির কোনো পরামর্শেও কাটল না আইসিসি প্রতিযোগিতায় কোহলির ট্রফি-দুর্ভাগ্য।
২৪ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে হাতকাটা জার্সি পরে মাঠে নেমেছিলেন ‘অপরিচিত’ ধোনি। পেশিবহুল হাত, চওড়া হাসি আশ্বস্ত করছিল ১৩০ কোটি মানুষকে। সবাই ভাবছিলেন অনুজের অধিনায়ক পর্বের শেষটা রাঙিয়েই নিজের মেন্টর ক্যারিয়ারটার অভিষেকটাও দুর্দান্তভাবে শুরু করবেন ধোনি। কিন্তু শেষ পর্যন্ত ভারতের সুপার টুয়ালভে বিদায়ে কিছুই হলো না। আর তাতে হয়তো ধোনির মেন্টর পর্বেও যতিচিহ্ন বসে যাচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, টি–২০ বিশ্বকাপের পর ধোনিকে ভারতীয় দলে দেখার সম্ভাবনা একেবারেই কম। কেননা নতুন কোচ রাহুল দ্রাবিড় সংসার সাজাবেন নিজের মতো করে। সেখানে ধোনি জায়গা হবে কিনা দেখার বিষয়!
সেমিফাইনালের আগেই শেষ হয়েছে ভারতের বিশ্বকাপ অভিযান। এর সঙ্গে ভারতীয় ক্রিকেটে শেষ হয়েছে আরও একটি বড় জুটি। টি–টোয়েন্টিতে আর অধিনায়কত্ব করবেন না বিরাট কোহলি। প্রধান কোচের চেয়ারেও আর দেখা যাবে না রবি শাস্ত্রীকে। এত এত ‘না’ এর ভিড়ে কি যুক্ত হবে আরও একটি নাম? সেই নামটি মহেন্দ্র সিং ধোনির।
বিশ্বকাপের মঞ্চে কোহলির ‘বিদায়টা’ রঙিন করতে কম চেষ্টা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। বহু দিন ধরে অধরা শিরোপাটা কোহলির হাতে তুলে দিতেই কিনা মেন্টর হিসেবে নিয়ে আসা হয়েছিল দুটি বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনিকে। এরপর ধোনি চমক দেখিয়েছিলেন পারিশ্রমিক না নেওয়ার ঘোষণা দিয়ে। মাঠের বাইরে চমক দেখালেও মাঠে কোহলিদের পারফরম্যান্সে কোনো চমক আনতে পারেননি ক্যাপ্টেন কুল। পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে শুরু। এরপর নিউজিল্যান্ডের কাছে আরেকবার হেরে তো খাদের কিনারাতেই পড়ে যান কোহলিরা। যে খাদ থেকে শেষ পর্যন্ত আর উঠে দাঁড়াতে পারেনি ভারত। ধোনির কোনো পরামর্শেও কাটল না আইসিসি প্রতিযোগিতায় কোহলির ট্রফি-দুর্ভাগ্য।
২৪ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে হাতকাটা জার্সি পরে মাঠে নেমেছিলেন ‘অপরিচিত’ ধোনি। পেশিবহুল হাত, চওড়া হাসি আশ্বস্ত করছিল ১৩০ কোটি মানুষকে। সবাই ভাবছিলেন অনুজের অধিনায়ক পর্বের শেষটা রাঙিয়েই নিজের মেন্টর ক্যারিয়ারটার অভিষেকটাও দুর্দান্তভাবে শুরু করবেন ধোনি। কিন্তু শেষ পর্যন্ত ভারতের সুপার টুয়ালভে বিদায়ে কিছুই হলো না। আর তাতে হয়তো ধোনির মেন্টর পর্বেও যতিচিহ্ন বসে যাচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, টি–২০ বিশ্বকাপের পর ধোনিকে ভারতীয় দলে দেখার সম্ভাবনা একেবারেই কম। কেননা নতুন কোচ রাহুল দ্রাবিড় সংসার সাজাবেন নিজের মতো করে। সেখানে ধোনি জায়গা হবে কিনা দেখার বিষয়!
মুশফিকুর রহিমের আকস্মিক ওয়ানডে অবসরে ধাক্কা খেয়েছেন তাঁর সতীর্থরা। মুশফিকের অবসর ঘোষণার পরই ফেসবুকে পোস্ট দিয়েছেন তাসকিন আহমেদ। বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন তামিম ইকবাল।
১ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলতে না পারায় চারদিকে যেভাবে অবসর-অবসর রব উঠেছিল, মানসিকভাবে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন মুশফিকুর রহিম। মুশফিক নিজেও ফেসবুকে অবসর ঘোষণার পোস্টে লিখেছেন, গত কয়েক সপ্তাহ তাঁর জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। তাঁর মনে হয়েছে ওয়ানডে ক্রিকেটে যাত্রা এখানেই শেষ।
১ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলে ওয়ানডে থেকে বিদায় নিয়েছেন ৩৫ বছর বয়সী স্টিভ স্মিথ। অস্ট্রেলীয় এই ব্যাটারের বিদায়ের পর দেশের ক্রিকেট মহলের চর্চায় চলে আসে আগেই মধ্য ত্রিশ পেরিয়ে যাওয়া দুই ভায়রা মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। সাঁইত্রিশ ও উনচল্লিশ বছর বয়সেও খেলে যাচ্ছেন তাঁরা! এই আলোচনার...
২ ঘণ্টা আগেদুবাইয়ে গত রাতে প্রথম সেমিফাইনাল জিতে ভারত আগেই উঠে গেছে ফাইনালে। একই সঙ্গে শিরোপা নির্ধারণী ম্যাচের ভেন্যুও ঠিক হয়ে গেছে। ভারতের প্রতিপক্ষ কে হয়, সেটাই জানার বাকি ছিল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে নিউজিল্যান্ড...
২ ঘণ্টা আগে