Ajker Patrika

সোহান-তাসকিনরা দল পেলেও দল পাননি তামিম-রিয়াদ

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৩: ১২
Thumbnail image

গত রাতে হয়েছে আবুধাবি টি-টেন লিগের ড্রাফট। ড্রাফট থেকে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে দল পেয়েছেন নুরুল হাসান সোহান, মৃত্যুঞ্জয় চৌধুরী, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। তবে দল পাননি তামিম ইকবাল-মাহমুদুল্লাহ রিয়াদরা।

ড্রাফট থেকে বাংলা টাইগার্সে দল পেয়েছেন সোহান ও মৃত্যুঞ্জয়। মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে টিম আবুধাবি। তাসকিনকে নিয়েছে ডেকান গ্ল্যাডিয়েটরস।

এবারের টি-টেনে পাঁচ বাংলাদেশি ক্রিকেটার দল পেয়েছেন, যার মধ্যে বাংলা টাইগার্স স্কোয়াডে আছেন তিনজন। সোহান, মৃত্যুঞ্জয়ের আগে আইকন ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসানকে সাইনিং করিয়েছিল বাংলা টাইগার্স। আর টিম আবুধাবিতে আছেন মোস্তাফিজ এবং ডেকান নিয়েছে তাসকিনকে।

২৩ নভেম্বর থেকে শুরু হবে আট দল নিয়ে টি-টেনের ষষ্ঠ মৌসুম। আর শেষ হবে ৪ ডিসেম্বর। দলগুলো হচ্ছে বাংলা টাইগার্স, চেন্নাই ব্রেভস, ডেকান গ্ল্যাডিয়েটরস, দিল্লি বুলস, নর্দার্ন ওয়ারিয়র্স, টিম আবুধাবি, মরিসভিল স্যাম্প আর্মি ও নিউ ইয়র্ক স্ট্রাইকার্স। এখানে মরিসভিল স্যাম্প আর্মি ও নিউ ইয়র্ক স্ট্রাইকার্স—এই দল দুটি প্রথমবার খেলবে এবারের টুর্নামেন্টে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত