সোনালি ঝাকড়া চুল, স্লিংগিং বোলিং অ্যাকশন কিংবা বলে চুমু খেয়ে লম্বা রানআপ-লাসিথ মালিঙ্গার কথা মনে পড়লে সবার আগে এ ছবিগুলোই চোখের সামনে ভেসে উঠবে।
তবে এই অসাধারণ দৃশ্যের অবতারণা আর কখনোই হবে না। ১৭ বছরের বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবনকে যে বিদায় বলে দিয়েছেন মালিঙ্গা।
মাঠের ক্রিকেটে দুরন্ত মালিঙ্গার বিদায়টা হলো খুব সাদামাটা। ফেসবুকে একট ভিডিও বার্তায় কী নির্লিপ্ত বিদায় তাঁর। বিদায়লগ্নে ৩৮ বছর বয়সী তারকা বললেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে গত ১৭ বছর ধরে যে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেছি, তা আর ক্রিকেট মাঠে প্রয়োজন নেই।'
বয়সের ভারে যে ফিটনেস, গতি, ক্ষিপ্রতা, দুরন্তপনা কিছুই আর আগের মতো ছিল না মালিঙ্গার। ক্রিকেটকে আর দেওয়ারও ছিল না। সবাইকে কখনো না কখনো থামতে হয়। মালিঙ্গাও তাই থেমে গেলেন। কদিন আগে আরেক ফাস্ট বোলিং সম্রাট ডেল স্টেইনের 'স্টেইন গান' যেভাবে থেমে গেল।
তবে ক্যারিয়ার শেষে নিজেকে অনন্য উচ্চতায় ঠিকই নিয়ে গেছেন মালিঙ্গা। লঙ্কান এই কিংবদন্তি যখন সব ধরনের ক্রিকেট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, তখন নামের পাশে কত-শত অর্জন।
মালিঙ্গার উল্লেখযোগ্য কীর্তিগুলো দেখে নেওয়া যাক-
* আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি
* আইপিএল ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি
* আইপিএলে দ্রুততম ১০০ উইকেটের মালিক
* শ্রীলঙ্কার একমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক
* টি-টোয়েন্টিতে ইয়র্কারে সবচেয়ে বেশি উইকেট
* টি-টোয়েন্টিতে ফিল্ডারদের সহায়তা ছাড়া সবচেয়ে বেশি উইকেট
* আইপিএল ইতিহাসের সেরা ডেথ বোলার (ইকোনোমি রেটের হিসেবে)
* বিগ ব্যাশ ইতিহাসের সেরা বোলিং ফিগার (৭ রানে ৬ উইকেট)
* টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি
* সবচেয়ে বেশিবার ৫ উইকেট নেওয়াদের তালিকায় দ্বিতীয়
* ওয়ানডে ও টি-টোয়েন্টিতে চার বলে চার উইকেট পাওয়া একমাত্র বোলার
* টি-টোয়েন্টিতে দুবার হ্যাটট্রিক করা একমাত্র বোলার
* একমাত্র বোলার হিসেবে ওয়ানডেতে তিনটি হ্যাটট্রিক
* ওয়ানডেতে ৯ম উইকেট জুটিতে অ্যাঞ্জেলো ম্যাথুসের সঙ্গে বিশ্ব রেকর্ড (১৩২ রান)
সোনালি ঝাকড়া চুল, স্লিংগিং বোলিং অ্যাকশন কিংবা বলে চুমু খেয়ে লম্বা রানআপ-লাসিথ মালিঙ্গার কথা মনে পড়লে সবার আগে এ ছবিগুলোই চোখের সামনে ভেসে উঠবে।
তবে এই অসাধারণ দৃশ্যের অবতারণা আর কখনোই হবে না। ১৭ বছরের বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবনকে যে বিদায় বলে দিয়েছেন মালিঙ্গা।
মাঠের ক্রিকেটে দুরন্ত মালিঙ্গার বিদায়টা হলো খুব সাদামাটা। ফেসবুকে একট ভিডিও বার্তায় কী নির্লিপ্ত বিদায় তাঁর। বিদায়লগ্নে ৩৮ বছর বয়সী তারকা বললেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে গত ১৭ বছর ধরে যে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেছি, তা আর ক্রিকেট মাঠে প্রয়োজন নেই।'
বয়সের ভারে যে ফিটনেস, গতি, ক্ষিপ্রতা, দুরন্তপনা কিছুই আর আগের মতো ছিল না মালিঙ্গার। ক্রিকেটকে আর দেওয়ারও ছিল না। সবাইকে কখনো না কখনো থামতে হয়। মালিঙ্গাও তাই থেমে গেলেন। কদিন আগে আরেক ফাস্ট বোলিং সম্রাট ডেল স্টেইনের 'স্টেইন গান' যেভাবে থেমে গেল।
তবে ক্যারিয়ার শেষে নিজেকে অনন্য উচ্চতায় ঠিকই নিয়ে গেছেন মালিঙ্গা। লঙ্কান এই কিংবদন্তি যখন সব ধরনের ক্রিকেট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, তখন নামের পাশে কত-শত অর্জন।
মালিঙ্গার উল্লেখযোগ্য কীর্তিগুলো দেখে নেওয়া যাক-
* আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি
* আইপিএল ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি
* আইপিএলে দ্রুততম ১০০ উইকেটের মালিক
* শ্রীলঙ্কার একমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক
* টি-টোয়েন্টিতে ইয়র্কারে সবচেয়ে বেশি উইকেট
* টি-টোয়েন্টিতে ফিল্ডারদের সহায়তা ছাড়া সবচেয়ে বেশি উইকেট
* আইপিএল ইতিহাসের সেরা ডেথ বোলার (ইকোনোমি রেটের হিসেবে)
* বিগ ব্যাশ ইতিহাসের সেরা বোলিং ফিগার (৭ রানে ৬ উইকেট)
* টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি
* সবচেয়ে বেশিবার ৫ উইকেট নেওয়াদের তালিকায় দ্বিতীয়
* ওয়ানডে ও টি-টোয়েন্টিতে চার বলে চার উইকেট পাওয়া একমাত্র বোলার
* টি-টোয়েন্টিতে দুবার হ্যাটট্রিক করা একমাত্র বোলার
* একমাত্র বোলার হিসেবে ওয়ানডেতে তিনটি হ্যাটট্রিক
* ওয়ানডেতে ৯ম উইকেট জুটিতে অ্যাঞ্জেলো ম্যাথুসের সঙ্গে বিশ্ব রেকর্ড (১৩২ রান)
কারিয়ারে প্রথম নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে এসে কাঁপিয়ে দিচ্ছেন মারুফা আক্তার। বিশেষ করে, নতুন বলে তাঁকে খেলতে ব্যাটারদের রীতিমতো হিমশিম খেতে হয়। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে বাংলাদেশের যখন জয়ের কোনো বিকল্প নেই, তখন মারুফাকে নিয়ে দূর হলো দুশ্চিন্তা।
৩ ঘণ্টা আগেনতুন যুগের ওয়ানডে শুরুটা ভারতের জন্য হয়েছে ভুলে যাওয়ার মতোই। পার্থে আজ ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডেতে এমনিতেই দফায় দফায় বাগড়া দিয়েছে বৃষ্টি। উপরন্তু সেই ম্যাচ ডাকওয়ার্থ লুইস অ্যান্ড স্টার্ন (ডিএলএস) ভারত ৭ উইকেটে হেরেছে অস্ট্রেলিয়ার কাছে। হেরে শুবমান গিল এমন এক রেকর্ডে নাম লিখিয়েছেন
৪ ঘণ্টা আগেমিরপুরের পিচে যতই কালো জাদু থাকুক, সেই পিচে ২০৭ রান করে চোখ বুজে থাকার কোনো উপায় নেই। উপরন্তু সেই ম্যাচে প্রতিপক্ষ দলের উদ্বোধনী জুটিতে যখন ৫১ রান আসে, তখন দুশ্চিন্তা বেড়ে যায় আপনাআপনি। কিন্তু রিশাদ হোসেন তাঁর লেগস্পিন ভেলকিতে গতকাল প্রথম ওয়ানডেতে কুপোকাত করলেন ওয়েস্ট ইন্ডিজকে।
৫ ঘণ্টা আগেবাংলাদেশের জার্সিতে অধিনায়ক হিসেবে রেকর্ডটা মোটেও সুখকর নয় মেহেদী হাসান মিরাজের। তাঁর নেতৃত্বে ১১ ওয়ানডের মধ্যে বাংলাদেশ জিতেছে কেবল দুটি ম্যাচ। পরিসংখ্যানগত হিসাব বাদ দিলেও তাঁর নেতৃত্বগুণ নিয়ে চলছে সমালোচনা। বিশেষ করে, সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজে ভরাডুবির পর আরও বেশি সমালোচিত হচ্ছেন তিনি।
৭ ঘণ্টা আগে