দীর্ঘদিন ধরেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের অর্থনৈতিক অবস্থা টালমাটাল। যার প্রভাব পড়েছে তাদের ক্রিকেট অঙ্গনে। উইন্ডিজের অবস্থা এতটাই খারাপ যে, তৃণমূল পর্যায়েও ক্রিকেট চালিয়ে যাওয়া এখন কঠিন হয়ে পড়েছে। এমন অবস্থা থেকে উত্তরণের জন্য সাবেক ক্যারবিয়ান পেসার উইনস্টোন বেঞ্জামিন বিশেষ এক উদ্যোগ নিয়েছেন। তিনি ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারের কাছে ক্রিকেট খেলার সরঞ্জামাদি চেয়েছেন।
বেনঞ্জামিন উইন্ডিজের উঠতি ক্রিকেটারদের জন্য টেন্ডুলকারের কাছে খেলার কিছু সরঞ্জাম চেয়েছেন। তিনি এক ভিডিওতে জানান, তাঁর টাকার দরকার নেই। শুধু কিছু সরঞ্জাম দরকার। যা দিয়ে উদীয়মান ক্রিকেটাররা নিজেদের তৈরি করতে পারবে, ‘মিস্টার টেন্ডুলকার, ভালো অবস্থানে থাকলে আমাকে সাহায্য করুন। যতটুকু পারেন।’
ভারতীয় ক্রিকেটের আরেক কিংবদন্তি মোহাম্মদ আজহারউদ্দিনকে সাহায্য করার জন্য ধন্যবাদ জানিয়েছেন বেঞ্জামিন। উইন্ডিজের এই পেসার ভারতের সাবেক অধিনায়ককে প্রিয় বন্ধু সম্বোধন করে বলেছেন, ‘অভিনন্দন আজহার। তোমাকে ধন্যবাদ সাহায্যের জন্য। যোগাযোগ রাখব।’
একটা সময় ক্রিকেটে দোর্দণ্ড প্রতাপ ছিল উইন্ডিজ ক্রিকেট দলের। তারা ওয়ানডে বিশ্বকাপের প্রথম দুই আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল। তবে ক্যারিবিয়ানদের এখন সেই প্রতাপ নেই।
গত কয়েক বছর ধরে উইন্ডিজ ক্রিকেট বোর্ডের অর্থনৈতিক অবস্থাও টালমাটাল। ফলে ক্রিকেটার ও বোর্ডের মধ্যে ঝামেলা চলছেই। যার প্রভাব পড়েছে তৃণমূল পর্যায়ে। ভালো সুযোগ-সুবিধার অভাবে উইন্ডিজকে প্রতিনিধিত্ব করার মতো খুব বেশি ভবিষ্যৎ তারকা উঠে আসছে না। এমন অবস্থা থেকে উত্তরণের জন্য বেঞ্জামিন এই বিশেষ উদ্যোগ নিয়েছেন।
বেনঞ্জামিন ১৯৮৬ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন। ২১ টেস্ট ও ৮৫ ওয়ানডেতে নিয়েছেন ১৬১ উইকেট।
দীর্ঘদিন ধরেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের অর্থনৈতিক অবস্থা টালমাটাল। যার প্রভাব পড়েছে তাদের ক্রিকেট অঙ্গনে। উইন্ডিজের অবস্থা এতটাই খারাপ যে, তৃণমূল পর্যায়েও ক্রিকেট চালিয়ে যাওয়া এখন কঠিন হয়ে পড়েছে। এমন অবস্থা থেকে উত্তরণের জন্য সাবেক ক্যারবিয়ান পেসার উইনস্টোন বেঞ্জামিন বিশেষ এক উদ্যোগ নিয়েছেন। তিনি ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারের কাছে ক্রিকেট খেলার সরঞ্জামাদি চেয়েছেন।
বেনঞ্জামিন উইন্ডিজের উঠতি ক্রিকেটারদের জন্য টেন্ডুলকারের কাছে খেলার কিছু সরঞ্জাম চেয়েছেন। তিনি এক ভিডিওতে জানান, তাঁর টাকার দরকার নেই। শুধু কিছু সরঞ্জাম দরকার। যা দিয়ে উদীয়মান ক্রিকেটাররা নিজেদের তৈরি করতে পারবে, ‘মিস্টার টেন্ডুলকার, ভালো অবস্থানে থাকলে আমাকে সাহায্য করুন। যতটুকু পারেন।’
ভারতীয় ক্রিকেটের আরেক কিংবদন্তি মোহাম্মদ আজহারউদ্দিনকে সাহায্য করার জন্য ধন্যবাদ জানিয়েছেন বেঞ্জামিন। উইন্ডিজের এই পেসার ভারতের সাবেক অধিনায়ককে প্রিয় বন্ধু সম্বোধন করে বলেছেন, ‘অভিনন্দন আজহার। তোমাকে ধন্যবাদ সাহায্যের জন্য। যোগাযোগ রাখব।’
একটা সময় ক্রিকেটে দোর্দণ্ড প্রতাপ ছিল উইন্ডিজ ক্রিকেট দলের। তারা ওয়ানডে বিশ্বকাপের প্রথম দুই আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল। তবে ক্যারিবিয়ানদের এখন সেই প্রতাপ নেই।
গত কয়েক বছর ধরে উইন্ডিজ ক্রিকেট বোর্ডের অর্থনৈতিক অবস্থাও টালমাটাল। ফলে ক্রিকেটার ও বোর্ডের মধ্যে ঝামেলা চলছেই। যার প্রভাব পড়েছে তৃণমূল পর্যায়ে। ভালো সুযোগ-সুবিধার অভাবে উইন্ডিজকে প্রতিনিধিত্ব করার মতো খুব বেশি ভবিষ্যৎ তারকা উঠে আসছে না। এমন অবস্থা থেকে উত্তরণের জন্য বেঞ্জামিন এই বিশেষ উদ্যোগ নিয়েছেন।
বেনঞ্জামিন ১৯৮৬ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন। ২১ টেস্ট ও ৮৫ ওয়ানডেতে নিয়েছেন ১৬১ উইকেট।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই আন্দ্রে রাসেল জানিয়েছিলেন, সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ। জ্যামাইকায় বাংলাদেশ সময় আজ সকালে তাঁর বিদায়বেলায় গার্ড অব অনার দেন ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
১ ঘণ্টা আগেভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। চতুর্থ টেস্টে জিতলেই এক ম্যাচ আগেই সিরিজ জিতবে ইংল্যান্ড। ম্যানচেস্টারে আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্ট। এদিকে ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ানের ম্যাচও রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে...
২ ঘণ্টা আগেহারানো ছন্দ যেন ফিরে পেয়েছেন মোস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে শুরু। লঙ্কা সফরের দুর্দান্ত পারফরম্যান্সের রেশটা টেনে এনেছেন পাকিস্তানের বিপক্ষে সিরিজেও। তাঁর স্লোয়ার-কাটারে ব্যাটাররা রীতিমতো খেই হারিয়ে ফেলছেন।
২ ঘণ্টা আগেশামীম হোসেন পাটোয়ারী ক্যাচ ধরার পর বাংলাদেশের ক্রিকেটারদের উদযাপন শুরু। অন্যদিকে আহমেদ দানিয়াল হতাশায় ব্যাটটা রাখলেন নিজের হেলমেটের ওপর। সিরিজে সমতায় ফেরার এত কাছাকাছি গিয়েও পারল না পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তানকে ধুয়ে দিয়েছেন রমিজ রাজা।
৩ ঘণ্টা আগে