Ajker Patrika

বিশ্বকাপে স্পিনারদের রাজত্ব দেখছেন রশিদও

বিশ্বকাপে স্পিনারদের রাজত্ব দেখছেন রশিদও

বিশ্বকাপে স্পিনারদের রাজত্ব দেখছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। আরব আমিরাতের উইকেটের চরিত্রের কারণেই স্পিনাররা বেশি ভালো করবে বলে বিশ্বাস রশিদের। অন্য সহযোগী দেশ ওমানে অবশ্য ইতিমধ্যে স্পিন ভেলকি দেখা গেছে। বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচে দুই দলের স্পিনাররা নিয়েছেন ৮ উইকেট। এখন আমিরাতেও স্পিন-জাদু দেখানোর কথা বলছেন রশিদ।

বর্তমান সময়ের অন্যতম সেরা স্পিনার রশিদ। নিজের দ্বিতীয় বিশ্বকাপে দারুণ কিছু করে দেখাতে প্রস্তুত হচ্ছেন এই আফগান ঘূর্ণি জাদুকর। মরুর বুকে নিজের জাদু দেখাতে উন্মুখ হয়ে থাকা রশিদ বলেন, ‘এখানকার কন্ডিশন সব সময় স্পিনারদের জন্য সহায়ক। স্পিনাররা এখানে ভালো করবে। উইকেট কীভাবে প্রস্তুত করা হবে, সেটা বিষয় না। এটা সব সময় স্পিনারদের সহায়ক হয়ে থাকে। বিশ্বকাপেও স্পিনাররা বড় অবদান রাখবে।’

প্রায় প্রতিটি দলই স্পিনারদের গুরুত্ব দিয়ে দল সাজিয়েছে। আইপিএলের দলগুলোও স্পিনকে শক্তি হিসেবে কাজে লাগিয়েছে। স্পিনারদের এই বিশ্বকাপেও দেখার প্রত্যাশা রশিদের, ‘আইপিএলেও আমরা তা দেখেছি। স্পিনাররা এখানে দলকে ম্যাচে ফিরিয়ে এনেছে। আশা করছি বিশ্বকাপেও তেমনটা ঘটবে। সেরা স্পিনাররা তাদের দলকে ম্যাচ ফিরিয়ে আনবে এবং জিতিয়ে দেবে।’

দল সানরাইজার্স হায়দরাবাদ ভালো না করলেও আইপিএলে উইকেট শিকারে ঠিকই দাপট দেখিয়েছেন রশিদ। দলের হয়ে ১৮ উইকেট নিয়ে স্পিনারদের মধ্যে যৌথভাবে শীর্ষে ছিলেন এই আফগান ক্রিকেটার। এ তালিকায় বাকি দুজন হলেন বরুণ চক্রবর্তী ও যুজবেন্দ্র চাহাল। 

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ২০২০ আইপিএলেও উইকেট শিকারে সেরা দশে ছিলেন রশিদ ও চাহাল। সেবারের প্রতিযোগিতা ও এবারের দ্বিতীয় পর্বে তিনটি ভেন্যুর প্রতিটিতেই দাপট ছিল স্পিনারদের। দুবাইয়ে মোট উইকেটের ৩০ শতাংশ নিয়েছেন স্পিনাররা। শারজাহতে সেটি ছিল ৩০.১ শতাংশ এবং আবুধাবিতে ৩২.১ শতাংশ। এমন পরিসংখ্যানে বিশ্বকাপের আগে অনুপ্রাণিত হতেই পারেন স্পিনাররা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত