Ajker Patrika

পন্টিং এবার যুক্তরাষ্ট্রের ক্রিকেটে

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৮: ১১
পন্টিং এবার যুক্তরাষ্ট্রের ক্রিকেটে

যুক্তরাষ্ট্রের কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কোচ রিকি পন্টিং হবেন এমন কথা শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই। অবশেষে সেই ঘোষণা চলে এল। মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) ওয়াশিংটন ফ্রিডমের দুই বছরের জন্য প্রধান কোচ হয়েছেন তিনি।  

এমএলসির প্রথম মৌসুম শুরু হয়েছিল গত বছর। সেবার ওয়াশিংটন ফ্রিডমের কোচ ছিলেন গ্রেগ শিপার্ড।  শিপার্ড আবার পন্টিংয়ের দীর্ঘদিনের পরামর্শক।  অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের  ক্রিকেট নিউ সাউথ ওয়েলস ব্লুজ ও সিক্সার্সের প্রতি মনোযোগ দিতেই মূলত দায়িত্ব ছেড়েছেন শিপার্ড। শিপার্ডের স্থলাভিষিক্ত পন্টিংয়ের কাজ শুরু হবে ২০২৪ এমএলসি থেকে। এক বিবৃতিতে পন্টিং বলেন, ‘২০২৪ সালে ওয়াশিংটন ফ্রিডমে যোগ দিতে আমি সত্যিই বেশ রোমাঞ্চিত। যুক্তরাষ্ট্রে ক্রিকেটের অনেক উন্নতি হয়েছে এবং মেজর লিগ ক্রিকেটে যুক্ত হতে মুখিয়ে আছি। ওয়াশিংটন ফ্রিডমের সঙ্গে যারা যুক্ত, তাদের প্রত্যেককে দেখে আমি মুগ্ধ।  গ্রেগ শিপার্ডের জায়গা নেওয়া তো পরাবাস্তব ব্যাপার। এমন সফল ফ্র্যাঞ্চাইজি তৈরি করতে এর চেয়ে ভালো কেউ হতে পারেন না। আসন্ন মৌসুমে কাজ করতে প্রস্তুত।’ 

ওয়াশিংটন ফ্রিডমের জেনারেল ম্যানেজারের দায়িত্বে আছেন মাইকেল ক্লিঙ্গার। পন্টিংয়ের কোচ হওয়ার প্রসঙ্গে ক্লিঙ্গার বলেন, ‘তার সময়ে রিকি অন্যতম সেরা ক্রিকেটারদের  একজন ছিলেন। বর্তমানে তিনি বৈশ্বিক পরিধিতে অন্যতম সম্মানিত কোচদের একজন। ‘শুধু যে ওয়াশিংটন ফ্রিডমের জন্যই (পন্টিংয়ের কোচ হওয়া) বড় সুযোগ তা কিন্তু নয়। একই সঙ্গে মেজর লিগ ক্রিকেট ও উত্তর আমেরিকায় ক্রিকেটের সম্প্রসারণে তা ভূমিকা রাখবে।’

বর্তমানে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্বে পন্টিং। এর আগে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে   মুম্বাই ইন্ডিয়ানস ও অস্ট্রেলিয়া পুরুষ ক্রিকেট দলের দায়িত্বও পালন করেছেন। পন্টিংয়ের নেতৃত্বে চারটি আইসিসি ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া। যার মধ্যে রয়েছে ২০০৩, ২০০৭ দুই বিশ্বকাপ।  ২০০৬, ২০০৯ দুইটি চ্যাম্পিয়নস ট্রফি পন্টিংয়ের নেতৃত্বে জিতেছে অস্ট্রেলিয়া।

সিয়াটল অর্কাস, টেক্সাস সুপার কিংস, ওয়াশিংটন ফ্রিডম, এমআই নিউইয়র্ক,  সানফ্রান্সিসকো ইউনিকর্নস, লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স—গত বছরের এমএলসিতে খেলেছিল এই ছয় ফ্র্যাঞ্চাইজি। শিপার্ডের অধীনে তিন নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল ওয়াশিংটন। সিয়াটল অর্কাসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল এমআই নিউইয়র্ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত