আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপ পাকিস্তানে হওয়া মানেই নিরাপত্তা নিয়ে চিন্তা। বিশেষ করে, ভারতীয় ক্রিকেট দল নিরাপত্তার অজুহাত দিয়ে ১৬ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পাকিস্তানে যাচ্ছে না। সেকারণেই কি না আইসিসির নিরাপত্তা পর্যবেক্ষক দলের পাকিস্তানে আসা।
২০২৫ এর ফেব্রুয়ারি-মার্চে আট দল নিয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার কথা পাকিস্তানে। আইসিসির নিরাপত্তা বিভাগের প্রধান ডেভ মাস্কার আজ লাহোরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) পিসিবির সঙ্গে আজ বৈঠক করেছেন। পিসিবির চীফ অপারেটিং অফিসার সালমান নাসিরসহ অন্যান্য কর্মকর্তারাও ছিলেন। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি যেন সুষ্ঠুভাবে আয়োজন করা যায়, সেজন্য যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারটিই ছিল এনসিএতে হওয়া বৈঠকের মূল বিষয়বস্তু। নাসিরও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনেক গঠনমূলক আলোচনা ও নিজের চিন্তাভাবনার কথা মাস্কারের সঙ্গে শেয়ার করেছেন। একই সঙ্গে বৈঠকে এনসিএর বর্তমান নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আলাপ-আলোচনা হয়েছে। টুর্নামেন্টকে সামনে রেখে এনসিএর পুনঃসংস্কার প্রয়োজন আছে কি না, সে ব্যাপারেও কথাবার্তা হয়েছে।
ভারতের কথা চিন্তা করে চ্যাম্পিয়নস ট্রফির সব ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনাও পাকিস্তানের। ক্রিকইনফোর কদিন আগের এক প্রতিবেদনে সেটা জানা গেছে। লাহোরে ম্যাচ হলে প্রতিবেশী দেশ ভারতের ভক্ত-সমর্থকদের জন্যও খেলা দেখতে যাওয়া তুলনামূলক সহজ হবে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াগা সীমান্ত থেকে গাদ্দাফি স্টেডিয়ামের দূরত্ব ২৯ কিলোমিটার। টুর্নামেন্টটির ফাইনালও লাহোরে হতে পারে বলে জানা গেছে।
এর আগে আইসিসির এক প্রতিনিধি দল পাকিস্তান সফরে এসেছে। চ্যাম্পিয়নস ট্রফির জন্য করাচি ন্যাশনাল স্টেডিয়াম, লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম, রাওয়ালপিন্ডি স্টেডিয়াম কতটা প্রস্তুত, তা মূল্যায়ন করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা। আইসিসির প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেছে।
আরও পড়ুন:
আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপ পাকিস্তানে হওয়া মানেই নিরাপত্তা নিয়ে চিন্তা। বিশেষ করে, ভারতীয় ক্রিকেট দল নিরাপত্তার অজুহাত দিয়ে ১৬ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পাকিস্তানে যাচ্ছে না। সেকারণেই কি না আইসিসির নিরাপত্তা পর্যবেক্ষক দলের পাকিস্তানে আসা।
২০২৫ এর ফেব্রুয়ারি-মার্চে আট দল নিয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার কথা পাকিস্তানে। আইসিসির নিরাপত্তা বিভাগের প্রধান ডেভ মাস্কার আজ লাহোরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) পিসিবির সঙ্গে আজ বৈঠক করেছেন। পিসিবির চীফ অপারেটিং অফিসার সালমান নাসিরসহ অন্যান্য কর্মকর্তারাও ছিলেন। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি যেন সুষ্ঠুভাবে আয়োজন করা যায়, সেজন্য যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারটিই ছিল এনসিএতে হওয়া বৈঠকের মূল বিষয়বস্তু। নাসিরও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনেক গঠনমূলক আলোচনা ও নিজের চিন্তাভাবনার কথা মাস্কারের সঙ্গে শেয়ার করেছেন। একই সঙ্গে বৈঠকে এনসিএর বর্তমান নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আলাপ-আলোচনা হয়েছে। টুর্নামেন্টকে সামনে রেখে এনসিএর পুনঃসংস্কার প্রয়োজন আছে কি না, সে ব্যাপারেও কথাবার্তা হয়েছে।
ভারতের কথা চিন্তা করে চ্যাম্পিয়নস ট্রফির সব ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনাও পাকিস্তানের। ক্রিকইনফোর কদিন আগের এক প্রতিবেদনে সেটা জানা গেছে। লাহোরে ম্যাচ হলে প্রতিবেশী দেশ ভারতের ভক্ত-সমর্থকদের জন্যও খেলা দেখতে যাওয়া তুলনামূলক সহজ হবে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াগা সীমান্ত থেকে গাদ্দাফি স্টেডিয়ামের দূরত্ব ২৯ কিলোমিটার। টুর্নামেন্টটির ফাইনালও লাহোরে হতে পারে বলে জানা গেছে।
এর আগে আইসিসির এক প্রতিনিধি দল পাকিস্তান সফরে এসেছে। চ্যাম্পিয়নস ট্রফির জন্য করাচি ন্যাশনাল স্টেডিয়াম, লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম, রাওয়ালপিন্ডি স্টেডিয়াম কতটা প্রস্তুত, তা মূল্যায়ন করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা। আইসিসির প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেছে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
২ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
২ ঘণ্টা আগে৩১১ রানে পিছিয়ে থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে ভারত। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৭৪ রানে গতকাল চতুর্থ দিনের খেলা শেষ করেছে শুবমান গিলের নেতৃত্বাধীন ভারত। ইনিংস পরাজয় এড়াতে এখনো তাদের করতে হবে ১৩৭ রান। ওল্ড ট্রাফোর্ডে আজ চতুর্থ টেস্টের পঞ্চম দিনে...
৩ ঘণ্টা আগেম্যানোলা মার্কেজ চলে যাওয়ায় ভারতের ফুটবল দল হয়ে পড়েছে কোচশূন্য। এশিয়ার এই দলটির কোচ হতে আগ্রহ প্রকাশ করেন জাভি হার্নান্দেজ, পেপ গার্দিওলার মতো স্প্যানিশ কিংবদন্তিরা। তবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) জানতে পেরেছে, তাঁদের নামে যেসব আবেদনপত্র এসেছে সেগুলো ভুয়া।
৪ ঘণ্টা আগে