Ajker Patrika

কোনো ম্যাচ না খেলেই ছিটকে গেলেন ১৪ কোটির খেলোয়াড় 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ২১: ১৩
Thumbnail image

চোটের কারণে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কোনো ম্যাচ না খেলেই ছিটকে গেলেন দীপক চাহার। অথচ মেগা নিলাম থেকে ১৪ কোটি রূপিতে এই পেস বোলিং অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছিল চেন্নাই সুপার কিংস।

জানা গিয়েছিল, অস্ত্রোপচারের কারণে এবারের আইপিএল খেলতে পারবেন না দীপক। পরে জানা যায়, এখনই অস্ত্রোপচার করাবেন না তিনি। আইপিএলের শেষ দিকে তাই তাঁকে পাওয়া যাবে। কিন্তু জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চোট সারাতে গিয়ে আবার পিঠে চোট পেয়েছেন দীপক। এই চোটে এবারের আসরে আর দেখা যাবে না তাঁকে।

গত ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চোট পান দীপক। কলকাতায় তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোটে ওভার শেষ না করেই যেতে হয় মাঠের বাইরে। পরে ছিটকে গিয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকেও। পুরোনো চোটে আইপিএলের প্রথম ৫ ম্যাচের একটিতেও খেলতে পারেননি তিনি। তবে শেষ দিকে ১৪ কোটির এই অলরাউন্ডারকে পাওয়া যেতে পারে বলে আশায় ছিলেন মাহেন্দ্র সিং ধোনিরা। কিন্তু সেই আশা আশাই থেকে গেল। কোনো ম্যাচ না খেলেই আইপিএল থেকে ছিটকে গেলেন দীপক।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, পিঠের চোটে কমপক্ষে চার মাস মাঠের বাইরে থাকতে হবে দীপককে। আগামী অক্টোবর-নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও তাই তাঁর থাকার সম্ভাবনা এখন ক্ষীণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত