Ajker Patrika

প্রস্তুতি ম্যাচেও ব্যর্থ বাংলাদেশের ওপেনাররা

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিরিজের প্রথম টেস্টের আগে অ্যান্টিগায় প্রস্তুতিমূলক ম্যাচে নেমেছে বাংলাদেশ দল। সফরকারী বাংলাদেশ দলের টপ অর্ডার যেন এখনো ছন্দ খুঁজে পাচ্ছে না। কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে দুই দিনের এই ম্যাচে আজ প্রথম দিন ব্যাটিং করতে নেমে সফরকারীরা ১৪ ওভারে ২ উইকেট হারিয়ে তুলেছে ৬২ রান, এর পরেই বৃষ্টি এসে থামিয়ে দেয় খেলা।

মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসান দুজনই ব্যর্থ হয়েছেন। জয় ৮ রান করে শ্যারন লুইসের বলে ক্যাচ দেন জর্ডান জনসনের হাতে। আর জাকির হাসান ১৫ রানে উইকেট দিয়েছেন জাইর ম্যাক অ্যালিস্টারকে। দলের হাল ধরেছেন মুমিনুল হক (১২ *) ও শাহাদাত দিপু (১৫ *)। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চোট ওয়েস্ট ইন্ডিজ সফরে সুযোগ করে দিয়েছে শাহাদাতকে।

অনভিজ্ঞ দল নিয়ে টেস্টে সাফল্য পেতে বেশ আশাবাদী বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন। বিসিবির এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘এবারের দল বেশ অনভিজ্ঞ, তবে ছেলেদের অনুপ্রাণিত থাকার বিষয়টা আমাকে বেশি মুগ্ধ করেছে। টেস্ট ক্রিকেটে ভালো করতে হলে এই ইচ্ছেটাই সবচেয়ে জরুরি।’

১৪ বছর পর সেই ওয়েস্ট ইন্ডিজে ফেরা প্রসঙ্গে সালাহ উদ্দীন আরও যোগ করেন, ‘ছেলেদের কাজের নীতি ও উদ্যম দেখে মনে হচ্ছে, তারা আগের তুলনায় অনেকটাই উন্নতি করেছে। এই প্রক্রিয়া ধরে রাখতে পারলে ভবিষ্যতে ভালো ফল আসবেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত