আজকের পত্রিকা ডেস্ক
চন্ডিকা হাথুরুসিংহের বাংলাদেশ অধ্যায় শেষ গত বছরের অক্টোবরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ বরখাস্ত করার পর হাথুরু চলে গেছেন তাঁর আগের ঠিকানা সিডনিতে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী শহরে থাকায় ইমরুল কায়েসের সঙ্গে দেখা হয়ে গেল হাথুরুর।
হাথুরুর সঙ্গে হঠাৎ দেখা হওয়ার পর তাঁর সঙ্গে ছবি তুলে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছেন ইমরুল। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার ক্যাপশন দিয়েছেন, ‘চেনা চেনা মনে হয় তবু অচেনা।’ সঙ্গে এমন কিছু ইমোজি যোগ করেছেন যা সেই মুহূর্তকে আরও মজার করে তুলেছে। হঠাৎ দেখায় হাথুরুর সঙ্গে কী কথা হলো, সেটা বলতে গিয়ে ইমরুল হেসেই দিলেন। আজকের পত্রিকাকে ৩৮ বছর বয়সী বাংলাদেশি ব্যাটার বলেন, ‘তেমন কিছু নয়।এমনিই জিজ্ঞেস করেছেন, তোমরা কেমন আছো? তোমার দেশের পরিস্থিতি কী? এসবই।’
নিউ সাউথ ওয়েলসের রাজ্য ক্রিকেট সংস্থা এনএসডব্লিউয়ে কাজ করার ব্যাপারে হাথুরুর কথাবার্তা হয়েছে বলে জানিয়েছেন ইমরুল। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘হাথুরুসিংহে এমনিতেই এনএসডব্লিউতে কোচিং করান। যেটা মনে হলো, তিনি ব্যক্তিগতভাবে কোচিং করান। যারা প্রাইভেট সেশন নেন, তাদের কোচিং করান। একই সঙ্গে আমার মনে হলো, এখানে কোনো চাকুরিতে তিনি ঢুকবেন। এসব দেশে চাইলেই তো আপনি ঢুকতে পারেন না। এখানে যখন ফাঁকা হয়, তখন ঢুকতে হয়।’
কদিন আগে ব্রেট লির সঙ্গে ইমরুলের তোলা ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এছাড়া প্রায় সময়ই বাংলাদেশ-অস্ট্রেলিয়া-বাংলাদেশ ইমরুলকে ভ্রমণ করতে হয়। অস্ট্রেলিয়া তাঁর কাছে ‘দ্বিতীয় বাড়ি’র মতোই। ইমরুল বলেন, ‘আমি তো অস্ট্রেলিয়ায় ৫০-৬০ শতাংশ এসেই পড়েছি। এখন আসা-যাওয়ার মধ্যেই থাকি। এই করতে করতেই চলে আসব আর কি। এখানে একাডেমি করার পরিকল্পনা আছে ইনশাআল্লাহ। দোয়া কইরেন।’
চন্ডিকা হাথুরুসিংহের বাংলাদেশ অধ্যায় শেষ গত বছরের অক্টোবরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ বরখাস্ত করার পর হাথুরু চলে গেছেন তাঁর আগের ঠিকানা সিডনিতে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী শহরে থাকায় ইমরুল কায়েসের সঙ্গে দেখা হয়ে গেল হাথুরুর।
হাথুরুর সঙ্গে হঠাৎ দেখা হওয়ার পর তাঁর সঙ্গে ছবি তুলে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছেন ইমরুল। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার ক্যাপশন দিয়েছেন, ‘চেনা চেনা মনে হয় তবু অচেনা।’ সঙ্গে এমন কিছু ইমোজি যোগ করেছেন যা সেই মুহূর্তকে আরও মজার করে তুলেছে। হঠাৎ দেখায় হাথুরুর সঙ্গে কী কথা হলো, সেটা বলতে গিয়ে ইমরুল হেসেই দিলেন। আজকের পত্রিকাকে ৩৮ বছর বয়সী বাংলাদেশি ব্যাটার বলেন, ‘তেমন কিছু নয়।এমনিই জিজ্ঞেস করেছেন, তোমরা কেমন আছো? তোমার দেশের পরিস্থিতি কী? এসবই।’
নিউ সাউথ ওয়েলসের রাজ্য ক্রিকেট সংস্থা এনএসডব্লিউয়ে কাজ করার ব্যাপারে হাথুরুর কথাবার্তা হয়েছে বলে জানিয়েছেন ইমরুল। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘হাথুরুসিংহে এমনিতেই এনএসডব্লিউতে কোচিং করান। যেটা মনে হলো, তিনি ব্যক্তিগতভাবে কোচিং করান। যারা প্রাইভেট সেশন নেন, তাদের কোচিং করান। একই সঙ্গে আমার মনে হলো, এখানে কোনো চাকুরিতে তিনি ঢুকবেন। এসব দেশে চাইলেই তো আপনি ঢুকতে পারেন না। এখানে যখন ফাঁকা হয়, তখন ঢুকতে হয়।’
কদিন আগে ব্রেট লির সঙ্গে ইমরুলের তোলা ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এছাড়া প্রায় সময়ই বাংলাদেশ-অস্ট্রেলিয়া-বাংলাদেশ ইমরুলকে ভ্রমণ করতে হয়। অস্ট্রেলিয়া তাঁর কাছে ‘দ্বিতীয় বাড়ি’র মতোই। ইমরুল বলেন, ‘আমি তো অস্ট্রেলিয়ায় ৫০-৬০ শতাংশ এসেই পড়েছি। এখন আসা-যাওয়ার মধ্যেই থাকি। এই করতে করতেই চলে আসব আর কি। এখানে একাডেমি করার পরিকল্পনা আছে ইনশাআল্লাহ। দোয়া কইরেন।’
টানা তিনটি টি–টোয়েন্টি সিরিজ জয়ের তাজা আত্মবিশ্বাস নিয়ে কাল এশিয়া কাপ মিশনে নামছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম ম্যাচে লিটন দাসের দলের প্রতিপক্ষ হংকং। লক্ষ্য একটাই— ইতিহাস গড়া। তা সামনে রেখে বাংলাদেশ এগোচ্ছে ম্যাচ বাই ম্যাচ ধরে।
৭ ঘণ্টা আগেবোলারদের দুর্দান্ত পারফরম্যান্স লক্ষ্যটা থেকেছে হাতের নাগালে। ভারত পাওয়ার প্লের মধ্যে নাকি আরও পরে ম্যাচ শেষ করতে পারে সেটাই যেন দেখার অপেক্ষা ছিল। শেষ পর্যন্ত ৫৮ রানের লক্ষ্য পাড়ি দিতে মাত্র ২৭ বল খেলতে হয়েছে তাদের। রান তাড়ায় নেমে এত কম বলে কখনো ম্যাচ শেষ করতে পারেনি ভারত।
৯ ঘণ্টা আগে‘যশপ্রীত বুমরা একাদশে থাকলে আমি ধর্মঘটে যাব’—টিভি অনুষ্ঠানে বসে এমনই কথা বলেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার অজয় জাদেজা। ভারতের টিম ম্যানেজমেন্ট অবশ্য জাদেজার কথা রাখেনি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ঠিকই খেলিয়েছে বুমরাকে। তাঁর এনে দেওয়া ব্রেকথ্রুর পর ভারতের স্পিন আক্রমণের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে
১০ ঘণ্টা আগেস্বাভাবিক হতে শুরু করেছে নেপালের কাঠমান্ডুর পরিস্থিতি। এক দিনেরও বেশি সময় বন্ধের পর আজ দুপুরে খুলে দেওয়া হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। ফেরার আশায় ক্ষণ গুনছে বাংলাদেশ ফুটবল দল।
১২ ঘণ্টা আগে