ক্রীড়া ডেস্ক
কেনিংটন ওভালে জমে উঠেছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার শেষ টেস্ট। প্রথম ইনিংসে ৩২৫ রান করেছিল ইংলিশরা। সুবিধা করতে পারেনি লঙ্কানরাও, ২৬৩ রানে গুটিয়ে গেছে তারা প্রথম ইনিংসে।
৬২ রানে এগিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসে লঙ্কান পেসারদের তোপেরমুখে এলোমেলো ইংল্যান্ড। ৭০ রানেই ৬ উইকেট হারিয়েছে তারা। এ প্রতিবেদন পর্যন্ত তৃতীয় দিন দ্বিতীয় সেশনের খেলা চলছে, স্বাগতিকদের সংগ্রহ ৬ উইকেটে ৮০ রান। তাদের লিড হলো ১৪৩ রান।
দলের বিপর্যয়ের দিনে অভিজ্ঞ ব্যাটার জো রুটের অবশ্য দারুণ এক ব্যক্তিগত অর্জন হয়েছে। টেস্টে সেরা রান সংগ্রাহকদের তালিকায় ব্রায়ান লারার পর এবার পেছনে ফেলেছেন কুমারা সাঙ্গাকারাকে। আগের টেস্টে জোড়া সেঞ্চুরি করা রুট চলতি টেস্টে ব্যাট হাতে সেভাবে মেলে ধরতে পারেননি। প্রথম ইনিংসে ১৩ রান এবং দ্বিতীয় ইনিংসে ফিরেছেন ১২ রানে।
টেস্ট ক্রিকেটে লঙ্কান কিংবদন্তি সাঙ্গাকারার ২৩৩ ইনিংসে ১২ হাজার ৪০০ রান। তাঁর থেকে ১০ রান পেছনে থেকে আজ দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করেন রুট। ইনিংসে অবশ্য বড় করতে ব্যর্থ হয়েছেন, ১২ রানে এলবিডব্লিউর ফাঁদে পড়েন বিশ্ব ফার্নান্দোর বলে। ড্রেসিংরুমে ফেরার আগে ঠিকই পেরিয়ে গেছেন সাঙ্গাকারাকে। টেস্টে ৩৩ বছর বয়সী রুটের নামের পাশে এখন ১২ হাজার ৪০২ রান।
টেস্টে রান সংগ্রাহকদের তালিকায় রুটের ওপরে আছেন অ্যালিস্টার কুক (১২৪৭২ রান), রাহুল দ্রাবিড় (১৩২৮৮ রান), জ্যাক ক্যালিস (১৩২৮৯ রান), রিকি পন্টিং (১৩৩৭৮ রান) ও শচীন টেন্ডুলকার (১৫৯২১ রান)। রুটে সুযোগ রয়েছে নিজের অর্জন আরও ওপরের দিকে নিয়ে যাওয়ার।
কেনিংটন ওভালে জমে উঠেছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার শেষ টেস্ট। প্রথম ইনিংসে ৩২৫ রান করেছিল ইংলিশরা। সুবিধা করতে পারেনি লঙ্কানরাও, ২৬৩ রানে গুটিয়ে গেছে তারা প্রথম ইনিংসে।
৬২ রানে এগিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসে লঙ্কান পেসারদের তোপেরমুখে এলোমেলো ইংল্যান্ড। ৭০ রানেই ৬ উইকেট হারিয়েছে তারা। এ প্রতিবেদন পর্যন্ত তৃতীয় দিন দ্বিতীয় সেশনের খেলা চলছে, স্বাগতিকদের সংগ্রহ ৬ উইকেটে ৮০ রান। তাদের লিড হলো ১৪৩ রান।
দলের বিপর্যয়ের দিনে অভিজ্ঞ ব্যাটার জো রুটের অবশ্য দারুণ এক ব্যক্তিগত অর্জন হয়েছে। টেস্টে সেরা রান সংগ্রাহকদের তালিকায় ব্রায়ান লারার পর এবার পেছনে ফেলেছেন কুমারা সাঙ্গাকারাকে। আগের টেস্টে জোড়া সেঞ্চুরি করা রুট চলতি টেস্টে ব্যাট হাতে সেভাবে মেলে ধরতে পারেননি। প্রথম ইনিংসে ১৩ রান এবং দ্বিতীয় ইনিংসে ফিরেছেন ১২ রানে।
টেস্ট ক্রিকেটে লঙ্কান কিংবদন্তি সাঙ্গাকারার ২৩৩ ইনিংসে ১২ হাজার ৪০০ রান। তাঁর থেকে ১০ রান পেছনে থেকে আজ দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করেন রুট। ইনিংসে অবশ্য বড় করতে ব্যর্থ হয়েছেন, ১২ রানে এলবিডব্লিউর ফাঁদে পড়েন বিশ্ব ফার্নান্দোর বলে। ড্রেসিংরুমে ফেরার আগে ঠিকই পেরিয়ে গেছেন সাঙ্গাকারাকে। টেস্টে ৩৩ বছর বয়সী রুটের নামের পাশে এখন ১২ হাজার ৪০২ রান।
টেস্টে রান সংগ্রাহকদের তালিকায় রুটের ওপরে আছেন অ্যালিস্টার কুক (১২৪৭২ রান), রাহুল দ্রাবিড় (১৩২৮৮ রান), জ্যাক ক্যালিস (১৩২৮৯ রান), রিকি পন্টিং (১৩৩৭৮ রান) ও শচীন টেন্ডুলকার (১৫৯২১ রান)। রুটে সুযোগ রয়েছে নিজের অর্জন আরও ওপরের দিকে নিয়ে যাওয়ার।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১২ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৫ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৬ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৭ ঘণ্টা আগে