Ajker Patrika

বাংলাদেশ নারী ‘এ’ দলের সিরিজের দিনক্ষণ জানাল শ্রীলঙ্কা   

বাংলাদেশ নারী ‘এ’ দলের সিরিজের দিনক্ষণ জানাল শ্রীলঙ্কা   

বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের সূচির কথা জানা গেল আজ। ৮ সেপ্টেম্বর ওয়ানডে দিয়ে শুরু হচ্ছে দুই দলের দ্বিপক্ষীয় সিরিজ।

সীমিত ওভারের ক্রিকেটই খেলবে দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী ‘এ’ দল। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) আজ এক বিবৃতিতে সিরিজের সূচি প্রকাশ করেছে।  ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৭ ম্যাচ খেলবে দল দুটি। পানাগোডার আর্মি গ্রাউন্ডসে ৮ সেপ্টেম্বর দুই ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। এশিয়ার দল দুটি সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি ১০ সেপ্টেম্বর। সিরিজের শেষ ওয়ানডে হবে কলম্বোর থুর্স্টানে।

১২ সেপ্টেম্বর কলম্বোর পিসারা ওভালে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ‘এ’ দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। একই মাঠে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দল দুটি মুখোমুখি হবে ১৩ সেপ্টেম্বর। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি হবে ১৫, ১৭ ও ১৯ সেপ্টেম্বর। শেষ তিন টি-টোয়েন্টি হবে কলম্বোর এসএসসি (সিংহলিজ স্পোর্টস ক্লাব), থুর্স্টান ও কলম্বো কোল্টসে। 

২০২৪ বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের সূচি 

ওয়ানডে সিরিজ
ম্যাচ                              তারিখ                        ভেন্যু
প্রথম ওয়ানডে              ৮ সেপ্টেম্বর                আর্মি গ্রাউন্ডস, পানাগোডা
দ্বিতীয় ওয়ানডে            ১০ সেপ্টেম্বর                     থুর্স্টান, কলম্বো

টি-টোয়েন্টি সিরিজ
ম্যাচ                                   তারিখ                        ভেন্যু
প্রথম টি-টোয়েন্টি              ১২ সেপ্টেম্বর             পি সারা ওভাল, কলম্বো
দ্বিতীয় টি-টোয়েন্টি            ১৩ সেপ্টেম্বর                     পি সারা ওভাল, কলম্বো
তৃতীয় টি-টোয়েন্টি              ১৫ সেপ্টেম্বর                 এসএসসি, কলম্বো
চতুর্থ টি-টোয়েন্টি              ১৭ সেপ্টেম্বর                     থুর্স্টান, কলম্বো
পঞ্চম টি-টোয়েন্টি            ১৯  সেপ্টেম্বর                   কলম্বো কোল্টস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত