Ajker Patrika

যে রেকর্ডের মালিক এখন বাবর

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ১২: ৪৬
যে রেকর্ডের মালিক এখন বাবর

ঘরের মাঠে সিরিজ হারার শঙ্কায় ছিল পাকিস্তান। শেষ পর্যন্ত অবশ্য সব শঙ্কা উড়িয়ে সিরিজে সমতায় ফিরছে স্বাগতিকেরা। সমতায় ফেরার ম্যাচে গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে লাহোরে ৯ রানের জয় পেয়েছে পাকিস্তান। এতে পাঁচ ম্যাচের সিরিজ ২-২ ব্যবধানে শেষ হয়।

দলকে সমতায় ফেরানোর দিনে ৬৯ রানের ইনিংস খেলেছেন বাবর। পাকিস্তান অধিনায়ক ৪৪ বলের ইনিংসটি সাজিয়েছেন ৬ চার ও ২ ছক্কায়। ইনিংসটি খেলার পথে গতকাল একটা রেকর্ড এবং দুটি মাইলফলক ছুঁয়েছেন তিনি। রেকর্ডটি হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ চার মারার।

১১৪ ম্যাচে ৪০৯ চারে এখন শীর্ষে বাবর। এই রেকর্ড গড়তে পেছনে ফেলেছেন পল স্টার্লিংকে। এত দিন ১৩৭ ম্যাচে ৪০৭ চার নিয়ে শীর্ষে ছিলেন আয়ারল্যান্ডের ওপেনার। আর মাইলফলক দুটি হচ্ছে— আন্তর্জাতিক ক্রিকেটে যৌথভাবে সর্বোচ্চ ম্যাচ নেতৃত্ব দেওয়া এবং অধিনায়ক হিসেবে সর্বোচ্চ জয় পাওয়ার।

দুটি মাইলফলকই অবশ্য নিজের করে নেওয়াটা এখন সময়ের ব্যাপার বাবরের। নিউজিল্যান্ডের বিপক্ষে টস করতে নেমেই অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ম্যাচ নেতৃত্ব দেওয়ার রেকর্ডে ভাগ বসিয়েছেন। এত দিন রেকর্ডটা ছিল অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চের। দুজনই এখন সমান ৭৬টি ম্যাচ দিয়ে যৌথভাবে শীর্ষে।

আর অধিনায়ক হিসেবে আইসিসির পূর্ণ সদস্যে দলের ম্যাচ জয়ের রেকর্ডটা নিজের দখলেই ছিল বাবরের। এবার সব মিলিয়ে যৌথভাবে সর্বোচ্চ হয়েছেন তিনি। তাঁর সঙ্গে ৪৪ জয় নিয়ে আছেন উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবা। 

বাবরের মতো রেকর্ড গড়েছেন শাহিন শাহ আফ্রিদিও। স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথম ওভারে ৫০ উইকেট নেওয়া প্রথম বোলার তিনি। তাঁর মাইলফলকের উইকেটের শিকার কিউই ব্যাটার টম ব্ল্যান্ডেল। ৪৩ উইকেট নিয়ে তাঁর পরেই আছেন ভারতের পেসার ভুবনেশ্বর কুমার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত