ক্রীড়া ডেস্ক
লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম সেঞ্চুরির জন্য অপেক্ষা করতে হয়েছিল ৪৮ ম্যাচ। সেটিও করলেন গত মাসেই। আন্তর্জাতিক ক্রিকেটে ঠিক বিপরীত আমির জাঙ্গু। অভিষেক ওয়ানডে রাঙিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরিতে। বিপর্যয় সামলে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজকে জিতিয়ে মাঠ ছাড়েন এই বাঁহাতি ব্যাটার। ৮৩ বলে ১০৪ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা পুরস্কারও হাতে তুলেছেন ত্রিনিদাদের এই ক্রিকেটার।
দলকে জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন জাঙ্গু, পাশাপাশি আরাও একটি দারুণ রেকর্ড নিজের করে নিয়েছেন। সেন্ট কিটসে গতকাল তৃতীয় ওয়ানডেতে ৮৬ রানে ৪ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। দলের কঠিন সময়ে ৬ নম্বর ব্যাটার হিসেবে মাঠে নামেন জাঙ্গু। শুরুতে বেশ দেখেশুনে—প্রথম ১৯ বলে করেন ১০ রান। ২৫ তম বলে মারেন প্রথম চার। এই বাউন্ডারি দিয়েই খোলস ছেড়ে বের হলেন জাঙ্গু। অভিষেক ওয়ানডেতেই সেঞ্চুরি তুলে নিয়েছেন ৭৯ বলে।
ইনিংসের ৪৫ তম ওভারের তৃতীয় বলে আফিফ হোসেনকে লং অন দিয়ে ছক্কা মেরে জাঙ্গু পৌঁছে যান তিন অঙ্কের ঘরে। সঙ্গে সঙ্গে দারুণ এক রেকর্ডও হয়ে গেল—অভিষেক ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরি করলেন ২৭ বছর বয়সী এই উইন্ডিজ ব্যাটার। ১০৪ রানের ইনিংসে মেরেছেন ৬টি চার ও ৪টি ছক্কা।
ওয়ানডে অভিষেকে এর আগে দ্রুততম সেঞ্চুরি ছিল দক্ষিণ আফ্রিকার রিজা হেনড্রিকস। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৮ বলে সেঞ্চুরি করেছিলেন এ প্রোটিয়া ওপেনার। তাঁর চেয়ে ৯ বল কম খেলে সেঞ্চুরি করেছেন জাঙ্গু।
তালিকায় তিন নম্বরে থাকা নিউজিল্যান্ডের ব্যাটার মার্ক চাপম্যান ১০৩ বলে করেছিলেন অভিষেক ওয়ানডেতে সেঞ্চুরি। ২০১৫ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে করেছিলেন এই কীর্তি। ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের সাবেক টপ অর্ডার ব্যাটার মাইকেল লম্ব অভিষেক ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন ১০৯ বলে।
লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম সেঞ্চুরির জন্য অপেক্ষা করতে হয়েছিল ৪৮ ম্যাচ। সেটিও করলেন গত মাসেই। আন্তর্জাতিক ক্রিকেটে ঠিক বিপরীত আমির জাঙ্গু। অভিষেক ওয়ানডে রাঙিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরিতে। বিপর্যয় সামলে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজকে জিতিয়ে মাঠ ছাড়েন এই বাঁহাতি ব্যাটার। ৮৩ বলে ১০৪ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা পুরস্কারও হাতে তুলেছেন ত্রিনিদাদের এই ক্রিকেটার।
দলকে জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন জাঙ্গু, পাশাপাশি আরাও একটি দারুণ রেকর্ড নিজের করে নিয়েছেন। সেন্ট কিটসে গতকাল তৃতীয় ওয়ানডেতে ৮৬ রানে ৪ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। দলের কঠিন সময়ে ৬ নম্বর ব্যাটার হিসেবে মাঠে নামেন জাঙ্গু। শুরুতে বেশ দেখেশুনে—প্রথম ১৯ বলে করেন ১০ রান। ২৫ তম বলে মারেন প্রথম চার। এই বাউন্ডারি দিয়েই খোলস ছেড়ে বের হলেন জাঙ্গু। অভিষেক ওয়ানডেতেই সেঞ্চুরি তুলে নিয়েছেন ৭৯ বলে।
ইনিংসের ৪৫ তম ওভারের তৃতীয় বলে আফিফ হোসেনকে লং অন দিয়ে ছক্কা মেরে জাঙ্গু পৌঁছে যান তিন অঙ্কের ঘরে। সঙ্গে সঙ্গে দারুণ এক রেকর্ডও হয়ে গেল—অভিষেক ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরি করলেন ২৭ বছর বয়সী এই উইন্ডিজ ব্যাটার। ১০৪ রানের ইনিংসে মেরেছেন ৬টি চার ও ৪টি ছক্কা।
ওয়ানডে অভিষেকে এর আগে দ্রুততম সেঞ্চুরি ছিল দক্ষিণ আফ্রিকার রিজা হেনড্রিকস। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৮ বলে সেঞ্চুরি করেছিলেন এ প্রোটিয়া ওপেনার। তাঁর চেয়ে ৯ বল কম খেলে সেঞ্চুরি করেছেন জাঙ্গু।
তালিকায় তিন নম্বরে থাকা নিউজিল্যান্ডের ব্যাটার মার্ক চাপম্যান ১০৩ বলে করেছিলেন অভিষেক ওয়ানডেতে সেঞ্চুরি। ২০১৫ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে করেছিলেন এই কীর্তি। ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের সাবেক টপ অর্ডার ব্যাটার মাইকেল লম্ব অভিষেক ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন ১০৯ বলে।
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১১ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১১ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৩ ঘণ্টা আগে