ওয়ানডে সিরিজ তো খুইয়েছিল আগেই। ভারতীয় নারী ক্রিকেট দলের কাছে চ্যালেঞ্জ ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ধবলধোলাই এড়ানোর। কিন্তু মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ সিরিজের তৃতীয় ওয়ানডেতে ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারেনি ভারতের মেয়েরা।
টস জিতে প্রথমে ব্যাটিং নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। প্রথমে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া ৭ উইকেটে ৩৩৮ রান করে। যা ভারতের বিপক্ষে যেকোনো দলের নারী ক্রিকেটের ওয়ানডেতে সর্বোচ্চ স্কোর। নারী দলের ওয়ানডে সংস্করণে ভারতের বিপক্ষে সর্বোচ্চ পাঁচ ইনিংসের পাঁচটিই অস্ট্রেলিয়ার। রান তাড়া করতে নেমে ভারত গুটিয়ে যায় ১৪৮ রানে। ১৯০ রানে হেরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছে ভারতীয় নারীরা। ম্যাচ হারায় রানের ব্যবধানে ওয়ানডেতে এটা ভারতীয় নারী ক্রিকেট দলের তৃতীয় ম্যাচ।
ওয়াংখেড়েতে আজ ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে উদ্বোধনী জুটিতেই ১৮৯ রান যোগ করেন হিলি ও ফোব লিচফিল্ড। ভারতীয় নারী দলের বিপক্ষে যেকোনো উইকেটেই ওয়ানডেতে সর্বোচ্চ রানের জুটি এটা। ৮২ রানের ইনিংস খেলে রেকর্ডও গড়ে ফেলেন হিলি। একই সঙ্গে অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার হিসেবে নারী ওয়ানডে ক্রিকেটে এটা সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এর আগে এই রেকর্ড ছিল নেদারল্যান্ডের বাবেত্তে ডি লিডের। আয়ারল্যান্ডের বিপক্ষে ডি লিড খেলেন ৭৬ রানের ইনিংস।
ভারতীয় নারী দলের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ পাঁচ স্কোর:
অস্ট্রেলিয়া: ৩৩৮-৭; ২০২৪
অস্ট্রেলিয়া: ৩৩২-৭; ২০১৮
অস্ট্রেলিয়া: ৩০০-৭; ২০১২
অস্ট্রেলিয়া: ২৮৭-৯; ২০১৮
অস্ট্রেলিয়া: ২৮৫-৪; ২০২৩
ভারতীয় নারী দলের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ পাঁচ জুটি:
অ্যালিসা হিলি-ফোব লিচফিল্ড (অস্ট্রেলিয়া) : ১৮৯; উদ্বোধনী জুটি; ২০২৪
অ্যালেক্স ব্ল্যাকওয়েল-মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া) : ১৮০; তৃতীয় উইকেট জুটি; ২০১২
অ্যালেক্স ব্ল্যাকওয়েল-এলিস পেরি (অস্ট্রেলিয়া) : ১৮০; তৃতীয় উইকেট জুটি; ২০১৬
লিজেলে লি-লরা ভলভার্ট (দক্ষিণ আফ্রিকা) : ১৬৯; উদ্বোধনী জুটি; ২০২১
ডেনিস এমারসন-জিল কেন্নারি (অস্ট্রেলিয়া) : ১৬৭; দ্বিতীয় উইকেট জুটি; ১৯৮২
ওয়ানডে সিরিজ তো খুইয়েছিল আগেই। ভারতীয় নারী ক্রিকেট দলের কাছে চ্যালেঞ্জ ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ধবলধোলাই এড়ানোর। কিন্তু মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ সিরিজের তৃতীয় ওয়ানডেতে ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারেনি ভারতের মেয়েরা।
টস জিতে প্রথমে ব্যাটিং নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। প্রথমে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া ৭ উইকেটে ৩৩৮ রান করে। যা ভারতের বিপক্ষে যেকোনো দলের নারী ক্রিকেটের ওয়ানডেতে সর্বোচ্চ স্কোর। নারী দলের ওয়ানডে সংস্করণে ভারতের বিপক্ষে সর্বোচ্চ পাঁচ ইনিংসের পাঁচটিই অস্ট্রেলিয়ার। রান তাড়া করতে নেমে ভারত গুটিয়ে যায় ১৪৮ রানে। ১৯০ রানে হেরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছে ভারতীয় নারীরা। ম্যাচ হারায় রানের ব্যবধানে ওয়ানডেতে এটা ভারতীয় নারী ক্রিকেট দলের তৃতীয় ম্যাচ।
ওয়াংখেড়েতে আজ ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে উদ্বোধনী জুটিতেই ১৮৯ রান যোগ করেন হিলি ও ফোব লিচফিল্ড। ভারতীয় নারী দলের বিপক্ষে যেকোনো উইকেটেই ওয়ানডেতে সর্বোচ্চ রানের জুটি এটা। ৮২ রানের ইনিংস খেলে রেকর্ডও গড়ে ফেলেন হিলি। একই সঙ্গে অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার হিসেবে নারী ওয়ানডে ক্রিকেটে এটা সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এর আগে এই রেকর্ড ছিল নেদারল্যান্ডের বাবেত্তে ডি লিডের। আয়ারল্যান্ডের বিপক্ষে ডি লিড খেলেন ৭৬ রানের ইনিংস।
ভারতীয় নারী দলের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ পাঁচ স্কোর:
অস্ট্রেলিয়া: ৩৩৮-৭; ২০২৪
অস্ট্রেলিয়া: ৩৩২-৭; ২০১৮
অস্ট্রেলিয়া: ৩০০-৭; ২০১২
অস্ট্রেলিয়া: ২৮৭-৯; ২০১৮
অস্ট্রেলিয়া: ২৮৫-৪; ২০২৩
ভারতীয় নারী দলের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ পাঁচ জুটি:
অ্যালিসা হিলি-ফোব লিচফিল্ড (অস্ট্রেলিয়া) : ১৮৯; উদ্বোধনী জুটি; ২০২৪
অ্যালেক্স ব্ল্যাকওয়েল-মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া) : ১৮০; তৃতীয় উইকেট জুটি; ২০১২
অ্যালেক্স ব্ল্যাকওয়েল-এলিস পেরি (অস্ট্রেলিয়া) : ১৮০; তৃতীয় উইকেট জুটি; ২০১৬
লিজেলে লি-লরা ভলভার্ট (দক্ষিণ আফ্রিকা) : ১৬৯; উদ্বোধনী জুটি; ২০২১
ডেনিস এমারসন-জিল কেন্নারি (অস্ট্রেলিয়া) : ১৬৭; দ্বিতীয় উইকেট জুটি; ১৯৮২
ছেলেদের ফুটবলে ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও সবশেষ শিরোপা জিতেছে ২০০২ সালে। পরের ২৪ বছরে বলার মতো সাফল্য বলতে ২০১৯ কোপা আমেরিকার শিরোপা জয়। ছেলেদের ফুটবলে ব্রাজিল যেখানে ধুঁকছে, সেখানে তাদের নারী ফুটবলাররা খেলছেন দাপট দেখিয়ে। উরুগুয়েকে বিধ্বস্ত করে ফের নারী কোপা আমেরিকার ফাইনালে উঠল
৩২ মিনিট আগেবাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন জাতীয় দলে গত ডিসেম্বরে যুক্ত হওয়ার পর গত আট মাসে মুদ্রার দুটি পিঠই দেখে ফেলেছেন। জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতায় সালাহ উদ্দীন সমালোচিত হয়েছেন। অথচ ঘরোয়া ক্রিকেটের সাফল্যে তিনি এত দিন শুধু প্রশংসা পেয়ে অভ্যস্ত ছিলেন। এসব নিয়েই গতকাল মাস্কো...
১ ঘণ্টা আগেবাংলাদেশের হয়ে ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। এ যাত্রায় তাঁদের সঙ্গ দিয়েছেন কলকাতার দুজন সাঁতারু। চার জন মিলে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে সময় লেগেছে ১২ ঘণ্টা ১০ মিনিট।
১২ ঘণ্টা আগেসাকিব-মাশরাফিদের সৌজন্যে বাংলাদেশ ক্রিকেট হামাগুড়ি থেকে উঠে দাঁড়াতে শিখেছে। শিখেছে দৌড়াতে। ‘পঞ্চপাণ্ডব’ বাংলাদেশকে নিয়ে গেছেন ভিন্ন উচ্চতায়। তাঁদের সবার ক্যারিয়ার প্রায় শেষ। মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে। মুশফিকুর রহিম খেলছেন শুধু
১৩ ঘণ্টা আগে