Ajker Patrika

১ দিন পর বাংলাদেশের খেলা, সাকিব যোগ দিচ্ছেন কখন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ২০: ৩০
১ দিন পর বাংলাদেশের খেলা, সাকিব যোগ দিচ্ছেন কখন

চেন্নাইয়ে বাংলাদেশ পৌঁছেছে আরও দুই দিন আগে। গত দুই দিন টেস্ট ভেন্যু এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে শান্ত-লিটনরা ঝালিয়ে নিলেও ছিলেন না শুধু দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রশ্ন হচ্ছে, এক দিন পর ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ম্যাচ, সাকিব দলে যোগ দিচ্ছেন কবে? 

দলীয় সূত্রে জানা গেছে, আজ রাতে চেন্নাইয়ে পৌঁছার কথা সাকিবের। কালকের অনুশীলনে তাঁর উপস্থিত থাকার কথা। পাকিস্তান সিরিজের পরই ইংল্যান্ডে চলে গিয়েছিলেন সাকিব। সেখানে সারের হয়ে একটি কাউন্টি ম্যাচ খেলেছেন তিনি। ম্যাচে ৯ উইকেট নিলেও ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে পারেননি। চার দিনের ম্যাচটি শেষে কদিন বিশ্রাম ও পরিবারের সঙ্গে কাটিয়েছেন সাকিব। সামাজিক মাধ্যমে তাঁর সঙ্গে স্ত্রী শিশিরের ছবিও দেখা গেছে। ইংল্যান্ড থেকে সাকিব দুবাইয়ে হয়ে আজ রাতে চেন্নাইয়ে আসার কথা বলেই জানা গেছে। 

আজ চেন্নাইয়ে নিজেদের প্রস্তুতি ও আসন্ন সিরিজ নিয়ে কথা বলেছেন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলতে পারলে আমরা আরও উৎসাহিত হই। ভারতে আসা এবং তাদের বিপক্ষে খেলা এখনকার দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্চ। সেরা দলের বিপক্ষে খেললে আপনি বুঝতে পারবেন, ক্রীড়াবিদ হিসেবে আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন। আমরা সবসময় সেদিকে তাকাই।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত