Ajker Patrika

আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ যুবারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১২: ৫৪
আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ যুবারা

আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সফরে লঙ্কান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচটি এক দিনের ম্যাচ খেলবেন বাংলাদেশ যুবারা। আজ সেই সিরিজের সূচিও চূড়ান্ত করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)।

এসএলসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পাঁচ ম্যাচের সিরিজে অংশ নিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৭ অক্টোবর শ্রীলঙ্কা সফরে যাবে। এই সিরিজও হবে জৈব সুরক্ষাবলয়ে আইসিসির করোনানীতি মেনে। কোয়ারেন্টিন-অনুশীলন শেষে ১৫ অক্টোবর থেকে শুরু হবে সিরিজ। সিরিজের বাকি চার ম্যাচ হবে ১৮, ২০, ২৩ ও ২৫ অক্টোবর। যদিও সিরিজের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। 

করোনায় দীর্ঘ বিরতির পর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আফগান যুবাদের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে। তবে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল বাংলাদেশ যুবাদের বিপক্ষে সিরিজ দিয়েই বহুদিন পর ক্রিকেটে ফিরছে। এই সিরিজ নিয়ে তাই আলাদা পরিকল্পনা বরাদ্দ রেখেছেন লঙ্কান যুবাদের নতুন কোচ আবিষ্কা গুণাবর্ধনে। তিনি বলেছেন, ‘এই সিরিজ অনূর্ধ্ব-১৯ দলকে অনেক দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার স্বাদ দিচ্ছে। এই সিরিজ আমাদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য সঠিক সংমিশ্রণ খুঁজে বের করতে সাহায্য করবে।’ 

সফরসূচি 

ম্যাচ               তারিখ             
১ম ওয়ানডে     ১৫ অক্টোবর        
২য় ওয়ানডে     ১৮ অক্টোবর        
৩য় ওয়ানডে    ২০ অক্টোবর         
৪র্থ ওয়ানডে    ২৩ অক্টোবর         
৫ম ওয়ানডে    ২৫ অক্টোবর

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত