নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জিততে হলে গড়তে হবে ইতিহাস; শেষ ওভারে নিতে হবে ৩৬ রান। কামরুল হাসান রাব্বিকে প্রথম তিন বলে তিন ছক্কা মেরে অসম্ভবকে সম্ভব করার ইঙ্গিত দিয়েছিলেন আলাউদ্দিন বাবু। শেষ পর্যন্ত অবিশ্বাস্য কিছু হয়নি। অনুমিতভাবেই ম্যাচটা জিতে নিয়েছে খুলনা টাইগার্স। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেট সানরাইজার্সকে ১৫ রানে হারিয়েছে মুশফিকুর রহিমের দল।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুর বিপর্যয়ের পর ৩ উইকেটে ১৮২ রানের শক্তিশালী সংগ্রহ তোলে খুলনা। জবাবে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৬৭ রান করতে সক্ষম হয় সিলেট। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি মৌসুমে এটা সিলেটের সাত ম্যাচে পঞ্চম হার। এই হারে প্লে-অফে ওঠার আশা শেষ হয়ে গেল তলানিতে থাকা সিলেটের। অন্যদিকে সাত ম্যাচে চতুর্থ জয়ে তিনে উঠে এসেছে মুশফিকের খুলনা।
খুলনা যে বড় সংগ্রহ পাবে সেটা ছিল কল্পনারও বাইরে। এক রানের মধ্যে দুই উইকেট হারায় খুলনা। প্রথম ওভারে আন্দ্রে ফ্লেচার ও মেহেদী হাসানের বিদায়ে চাপে পড়ে দলটি। ধাক্কা সামাল দেন সৌম্য সরকার ও ইয়াসির আলি। ১৮ বলে ২২ রান করে বিদায় নেন দ্বিতীয়জন। পরে মুশফিক ও সৌম্যর ব্যাটে প্রতিরোধ। চতুর্থ উইকেটে এই দুজনের ১৩৬ রানের অবিচ্ছেদ্য জুটির ওপর দাঁড়িয়ে বড় সংগ্রহ পেয়ে যায় খুলনা।
৬২ বলে চারটি করে চার-ছক্কায় ৮২ রানে অপরাজিত থাকেন সৌম্য। ৩৮ বলে ছয় চার ও দুই ছক্কায় ৬২ রানে অজেয় থাকলেন তাঁর সঙ্গী মুশফিক। ব্যাট হাতে জ্বলে ওঠা সৌম্য আলো ছড়ালেন বল হাতেও। চার ওভারে ২৭ রানে ২ উইকেট নিয়েছেন তিনি। অলরাউন্ডিং পারফরম্যান্সে অবধারিতভাবেই ম্যাচ সেরা হয়েছেন খুলনা ওপেনার। ২৩ রানে ২ উইকেট নেওয়া থিসারা পেরেরা খুলনার সেরা বোলার।
১৮৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা সিলেটের শুরুটা ছিল মন্থর। লেন্ডল সিমন্স ও এনামুল হজ বিজয় দুজনই ব্যাট করেন ধীরেসুস্থে। পাওয়ার প্লের শেষ বলে আউট হন সিমন্স। দলের সংগ্রহ তখন ৪০। ১৭ বলে ১০ রানে ফেরেন সিমন্স। পরে ঝড় ওঠে বিজয়ের ব্যাটে। অনেকটা অভিমানী মেজাজেই ব্যাটিং করেছেন সিলেট ওপেনার। দারুণ খেলতে থাকা বিজয় সাজঘরে ফিরেছেন ফিফটির আভাস নিয়ে। ৩৩ বলে তিনটি করে চার-ছক্কায় ৪৭ রানে আউট হন তিনি।
বিজয়ের আউটে একরকম ম্যাচ থেকে ছিটকে যায় সিলেট। কলিন ইনগ্রাম, মোসাদ্দেক হোসেন সৈকত ও আলাউদ্দিনের মাঝারি মানের ইনিংসগুলো হারের ব্যবধান কমিয়েছে মাত্র। ২৮ বলে ৩৭ রান করেন ইনগ্রাম। ২২ বলে সাত চারে ৩৯ রানে অপরাজিত থাকেন ম্যাচের আগে সিলেটের অধিনায়কত্ব ছাড়া মোসাদ্দেক। সাত বলে ২৫ রানে টিকে থাকলেন আলাউদ্দিন। নেতৃত্ব পাওয়ার ম্যাচে রবি বোপারা রানের খাতাই খুলতে পারেননি।
সংক্ষিপ্ত স্কোর
খুলনা: ২০ ওভারে ১৮২/৩
(সৌম্য ৮২; সোহাগ ১/২৭)
সিলেট: ২০ ওভারে ১৬৭/৬
(বিজয় ৪৭; পেরেরা ২/২৩)
ফল: খুলনা ১৫ রানে জয়ী
ম্যাচসেরা: সৌম্য (খুলনা)
জিততে হলে গড়তে হবে ইতিহাস; শেষ ওভারে নিতে হবে ৩৬ রান। কামরুল হাসান রাব্বিকে প্রথম তিন বলে তিন ছক্কা মেরে অসম্ভবকে সম্ভব করার ইঙ্গিত দিয়েছিলেন আলাউদ্দিন বাবু। শেষ পর্যন্ত অবিশ্বাস্য কিছু হয়নি। অনুমিতভাবেই ম্যাচটা জিতে নিয়েছে খুলনা টাইগার্স। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেট সানরাইজার্সকে ১৫ রানে হারিয়েছে মুশফিকুর রহিমের দল।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুর বিপর্যয়ের পর ৩ উইকেটে ১৮২ রানের শক্তিশালী সংগ্রহ তোলে খুলনা। জবাবে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৬৭ রান করতে সক্ষম হয় সিলেট। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি মৌসুমে এটা সিলেটের সাত ম্যাচে পঞ্চম হার। এই হারে প্লে-অফে ওঠার আশা শেষ হয়ে গেল তলানিতে থাকা সিলেটের। অন্যদিকে সাত ম্যাচে চতুর্থ জয়ে তিনে উঠে এসেছে মুশফিকের খুলনা।
খুলনা যে বড় সংগ্রহ পাবে সেটা ছিল কল্পনারও বাইরে। এক রানের মধ্যে দুই উইকেট হারায় খুলনা। প্রথম ওভারে আন্দ্রে ফ্লেচার ও মেহেদী হাসানের বিদায়ে চাপে পড়ে দলটি। ধাক্কা সামাল দেন সৌম্য সরকার ও ইয়াসির আলি। ১৮ বলে ২২ রান করে বিদায় নেন দ্বিতীয়জন। পরে মুশফিক ও সৌম্যর ব্যাটে প্রতিরোধ। চতুর্থ উইকেটে এই দুজনের ১৩৬ রানের অবিচ্ছেদ্য জুটির ওপর দাঁড়িয়ে বড় সংগ্রহ পেয়ে যায় খুলনা।
৬২ বলে চারটি করে চার-ছক্কায় ৮২ রানে অপরাজিত থাকেন সৌম্য। ৩৮ বলে ছয় চার ও দুই ছক্কায় ৬২ রানে অজেয় থাকলেন তাঁর সঙ্গী মুশফিক। ব্যাট হাতে জ্বলে ওঠা সৌম্য আলো ছড়ালেন বল হাতেও। চার ওভারে ২৭ রানে ২ উইকেট নিয়েছেন তিনি। অলরাউন্ডিং পারফরম্যান্সে অবধারিতভাবেই ম্যাচ সেরা হয়েছেন খুলনা ওপেনার। ২৩ রানে ২ উইকেট নেওয়া থিসারা পেরেরা খুলনার সেরা বোলার।
১৮৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা সিলেটের শুরুটা ছিল মন্থর। লেন্ডল সিমন্স ও এনামুল হজ বিজয় দুজনই ব্যাট করেন ধীরেসুস্থে। পাওয়ার প্লের শেষ বলে আউট হন সিমন্স। দলের সংগ্রহ তখন ৪০। ১৭ বলে ১০ রানে ফেরেন সিমন্স। পরে ঝড় ওঠে বিজয়ের ব্যাটে। অনেকটা অভিমানী মেজাজেই ব্যাটিং করেছেন সিলেট ওপেনার। দারুণ খেলতে থাকা বিজয় সাজঘরে ফিরেছেন ফিফটির আভাস নিয়ে। ৩৩ বলে তিনটি করে চার-ছক্কায় ৪৭ রানে আউট হন তিনি।
বিজয়ের আউটে একরকম ম্যাচ থেকে ছিটকে যায় সিলেট। কলিন ইনগ্রাম, মোসাদ্দেক হোসেন সৈকত ও আলাউদ্দিনের মাঝারি মানের ইনিংসগুলো হারের ব্যবধান কমিয়েছে মাত্র। ২৮ বলে ৩৭ রান করেন ইনগ্রাম। ২২ বলে সাত চারে ৩৯ রানে অপরাজিত থাকেন ম্যাচের আগে সিলেটের অধিনায়কত্ব ছাড়া মোসাদ্দেক। সাত বলে ২৫ রানে টিকে থাকলেন আলাউদ্দিন। নেতৃত্ব পাওয়ার ম্যাচে রবি বোপারা রানের খাতাই খুলতে পারেননি।
সংক্ষিপ্ত স্কোর
খুলনা: ২০ ওভারে ১৮২/৩
(সৌম্য ৮২; সোহাগ ১/২৭)
সিলেট: ২০ ওভারে ১৬৭/৬
(বিজয় ৪৭; পেরেরা ২/২৩)
ফল: খুলনা ১৫ রানে জয়ী
ম্যাচসেরা: সৌম্য (খুলনা)
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দিনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। গতকাল দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্ট গত এক বছরে ১৮ ইনিংসের ৯ বারই ২০০ রানের নিচে অলআউট...
৩ মিনিট আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
১ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
২ ঘণ্টা আগেডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
২ ঘণ্টা আগে